ভাইয়ের অভিষেকে উচ্ছ্বসিত সামি

দীর্ঘদিন বাংলার ক্লাব ক্রিকেটে খেলছেন সামির ভাই। অবশেষে বাংলার সিনিয়র দলে খেলার সুযোগ পেলেন তিনি।

ভাইয়ের অভিষেকে উচ্ছ্বসিত সামি
ভাইয়ের অভিষেকে উচ্ছ্বসিত সামি
Follow Us:
| Updated on: Feb 27, 2021 | 5:01 PM

কলকাতা: বাংলা টিমে মহম্মদ সামির (Mohammed Shami) ভাই মহম্মদ কাইফ (Mohammed Kaif)। জম্মু-কাশ্মীরের বিরুদ্ধে বিজয় হাজারে ট্রফিতে (Vijay Hazare Trophy) অভিষেক হল ডানহাতি পেসারের। উত্তরপ্রদেশ থেকে বাংলায় ক্লাব ক্রিকেট খেলে (Bengal Cricket Team) আলোয় এসেছিলেন সামি। কাইফের উত্থানও সেভাবে। টুইটারে কাইফকে অভিনন্দন জানিয়ে সামি লিখেছেন, এই মুহূর্তের জন্য তিনি অপেক্ষায় ছিলেন। কাইফকে আরও পরিশ্রম করার পরামর্শ দিয়েছেন সামি।

দীর্ঘদিন বাংলার ক্লাব ক্রিকেটে খেলছেন সামির ভাই। অবশেষে বাংলার সিনিয়র দলে খেলার সুযোগ পেলেন তিনি। মুস্তাক আলি টি-টোয়েন্টিতেও ডাক পেয়েছিলেন। তবে খেলার সুযোগ সে বার পাননি। বিজয় হাজারে ট্রফিতে বাংলার হয়ে ঘরোয়া ক্রিকেটে অভিষেক হল মহম্মদ কাইফের। যদিও অভিষেক ম্যাচে সে ভাবে ছাপ ফেলতে পারেননি সামির ভাই। একটিও উইকেট পাননি। ৮ ওভার হাত ঘুরিয়ে ৬০ রান দেন মহম্মদ কাইফ।

আরও পড়ুন: চতুর্থ টেস্টে নেই বুমরা

২০১৩ সালে ভারতীয় দলের জার্সিতে অভিষেক হয় মহম্মদ সামির। এই মুহূর্তে বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে রিহ্যাবে রয়েছেন ভারতীয় দলের পেসার। অস্ট্রেলিয়া সফরে অ্যাডিলেডে প্রথম টেস্ট খেলার সময় হাতে চোট পেয়ে দেশে ফিরে এসেছিলেন সামি।