AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

বাংলাদেশের জন্য কার ক্ষতি বেশি হচ্ছে? সোজা কথায় উত্তর দিল দুই বাংলার সিনেমা পাড়া

বাংলা ছবির পাশে দাঁড়ান, গত কয়েকবছর ধরে এই স্লোগান যেন ২০২৪-এর শেষে এসে সার্থক। এখন রমরমিয়ে চলছে বাংলা ছবি। গোটা বাংলা জুড়ে একের পর এক ছবি হাউসফুল। তবে কেবল বাংলাই নয়, ভারত পেরিয়ে বাংলাদেশেও বাংলা ছবির জনপ্রিয়তা তুঙ্গে। টলিউড-ঢালিউডের সম্পর্ক বরাবরই বেজায় পোক্ত।

বাংলাদেশের জন্য কার ক্ষতি বেশি হচ্ছে? সোজা কথায় উত্তর দিল দুই বাংলার সিনেমা পাড়া
| Edited By: | Updated on: Jan 08, 2025 | 6:35 PM
Share

বাংলা ছবির পাশে দাঁড়ান, গত কয়েকবছর ধরে এই স্লোগান যেন ২০২৪-এর শেষে এসে সার্থক। এখন রমরমিয়ে চলছে বাংলা ছবি। গোটা বাংলা জুড়ে একের পর এক ছবি হাউসফুল। তবে কেবল বাংলাই নয়, ভারত পেরিয়ে বাংলাদেশেও বাংলা ছবির জনপ্রিয়তা তুঙ্গে। টলিউড-ঢালিউডের সম্পর্ক বরাবরই বেজায় পোক্ত। দুই দেশের বাংলা ছবির দর্শকটানতে একযোগে ছবি তৈরি হয়েছে একাধিক। কখনও ফিরদৌস এসেছেন কলকাতায়, কখনও আবার ঋতুপর্ণা সেনগুপ্ত গিয়েছেন ওপারে। তবে বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে দুই বাংলার একযোগে ছবির ব্যবসা বেজায় চিন্তার ভাঁজ ফেলছে সিনেপ্রেমীদের কপালে। দিন-দিন ভারত-বাংলাদেশ সম্পর্ক জটিল হয়ে উঠছে। আর দেশের অভ্যন্তরে এমন টালমাটাল পরিস্থিতি সৃষ্টি হলে এর প্রভাব পড়ে প্রতিটি ক্ষেত্রের উপর। ওপার বাংলার আয়ের একটি বড় অংশ নির্ভর করে চলচ্চিত্রের ব্যবসা এবং সংস্কৃতির উপর। ...

সম্পূর্ণ খবরটি পড়তে TV9 অ্যাপ ডাউনলোড করুন।

আরও এক্সক্লুসিভ খবরের জন্য TV9 অ্যাপে নজর রাখুন