অলিম্পিকের জন্য নেট দুনিয়া থেকে সরলেন বজরং পুনিয়া

Mar 01, 2021 | 6:11 PM

তাঁর ভক্তরা এই সিদ্ধান্তকে সমর্থনও জানিয়েছেন।

অলিম্পিকের জন্য নেট দুনিয়া থেকে সরলেন বজরং পুনিয়া
সৌজন্যে-বজরং পুনিয়া টুইটার

Follow Us

নয়াদিল্লি: টোকিও অলিম্পিকে মনোনিবেশ করার জন্য ভারতীয় কুস্তিগির বজরং পুনিয়া এ বার নেট মাধ্যম থেকে বিরতি নিলেন। সোমবার তিনি টুইটারে লেখেন, “আজ থেকে আমি আমার সব সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট বন্ধ করছি। অলিম্পিকের পর আবার আপনাদের সঙ্গে দেখা হবে। আশা রাখছি, আপনারা আমাকে এ ভাবেই ভালোবাসে যাবেন। জয় হিন্দ।”

 

 

টোকিও অলিম্পিকের জন্য প্রস্তুত হতে পুরোপুরি সময় দিতে চান বজরং পুনিয়া। তাই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। তাঁর ভক্তরা এই সিদ্ধান্তকে সমর্থনও জানিয়েছেন। ভারতীয় কুস্তিগিরের পোস্টের উত্তরে ভক্তরা তাঁকে অলিম্পিকে সোনা জেতার শুভকামনাও জানিয়েছেন।

আরও পড়ুন: অশ্বিনকে একদিনের সিরিজে ফেরানো হোক: ব্র্যাড হগ

টোকিও অলিম্পিকে বজরং পুনিয়াকে ঘিরে ভারতের প্রত্যাশা রয়েছে। তিনি ভারতের হয়ে ৬৫ কেজি ফ্রিস্টাইল বিভাগে প্রতিনিধিত্ব করেন। বিশ্ব চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ জয়ী কুস্তিগির বজরং ২০১৯ সালের সেপ্টেম্বরে টোকিয়ো অলিম্পিক্সের টিকিট পেয়ে গিয়েছিলেন। সম্প্রতি তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের ক্লিফ কিন ক্লাব থেকে এক মাসের ট্রেনিং নিয়ে দেশে ফিরেছেন।

Next Article