টোকিও: মঙ্গলবার প্যারালিম্পিকে (Paralympics) ভারতের ঝুলিতে আরও একটি পদক। শুটিংয়ে (Shooting) ব্রোঞ্জ সিংহরাজ আধানার (Singhraj Adhana)। শুটিংয়ের SH1 বিভাগে ১০ মিটার এয়ার পিস্তলে ব্রোঞ্জ (Bronze) সিংহরাজের। টোকিওয় অষ্টম পদক ভারতের।
ফাইনালে ২১৬.৮ পয়েন্ট স্কোর করেন সিংহরাজ (Singhraj)। কোয়ালিফিকেশন রাউন্ডে ৬ নম্বরে শেষ করেছিলেন তিনি। কিন্তু বাজিমাত ফাইনালে। ভারতের অপর শুটার মণীশ নরওয়াল (Manish Narwal) কোয়ালিফেকশন রাউন্ডে শীর্ষে শেষ করলেও ফাইনাল রাউন্ডে ৭ নম্বরে শেষ করেন তিনি। সোনা জেতেন চিনের চো ইয়াং (Cho Yang)। ২৩৭.৯ পয়েন্ট স্কোর করেন তিনি। যা প্যারালিম্পিক রেকর্ড। চিনের অপর প্রতিযোগী হুয়াং জিং (Huang Xing) ২৩৭.৫ পয়েন্ট স্কোর দ্বিতীয় হন। ভারতের সিংহরাজ আধানার সাফল্যকে শুভেচ্ছা জানিয়ে টুইট করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)।
Exceptional performance by Singhraj Adhana! India’s talented shooter brings home the coveted Bronze Medal. He has worked tremendously hard and achieved remarkable successes. Congratulations to him and best wishes for the endeavours ahead. #Paralympics #Praise4Para pic.twitter.com/l49vgiJ9Ax
— Narendra Modi (@narendramodi) August 31, 2021
টোকিও অলিম্পিকে (Tokyo Olympics) ভারতের শুটাররা ব্যর্থ হলেও প্যারালিম্পিকে কিন্তু সাফল্য আসছে। গতকাল অবনী লেখারার (Avani Lekhara) সোনার পর আজ সিংহরাজের ব্রোঞ্জ। প্যারালিম্পিকের ইতিহাসে ভারতের ঈর্ষণীয় রেকর্ড। আর দুটো পদক পেলেই প্যারালিম্পিকে দুই অঙ্কের ঘরে পৌঁছে যাবে ভারতের পদক সংখ্যা।
আরও পড়ুন: Kylian Mbappe: পিএসজিতেই কি এমবাপে?