Tokyo Olympics 2020: টোকিও গেমসে তাঁর রেকর্ড ভাঙার মতো কাউকে খুঁজে পাচ্ছেন না বোল্ট

সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী | Edited By: raktim ghosh

Jun 26, 2021 | 9:15 AM

গত বারো বছরে এই প্রথম বিদ্যুৎ বোল্টকে দেখা যাবে না। অলিম্পিকে আটটা সোনার মালিক অবশ্য বারবার উঠে আসবেন আলোচনায়। তাঁর পরবর্তী প্রজন্মের সেরা তারকার খোঁজও চলবে।

Tokyo Olympics 2020: টোকিও গেমসে তাঁর রেকর্ড ভাঙার মতো কাউকে খুঁজে পাচ্ছেন না বোল্ট
ফাইল চিত্র

Follow Us

জামাইকা: টোকিও গেমসে (Tokyo Games) আর যাই হোক না কেন, তাঁর রেকর্ড অক্ষত থাকবেই। এমনই মন্তব্য উসেইন বোল্টের (Usain Bolt)। বেজিং থেকে রিও অলিম্পিক— গত বারো বছরে এই প্রথম বিদ্যুৎ বোল্টকে দেখা যাবে না। অলিম্পিকে (Olympics) আটটা সোনার মালিক অবশ্য বারবার উঠে আসবেন আলোচনায়। তাঁর পরবর্তী প্রজন্মের সেরা তারকার খোঁজও চলবে।

অলিম্পিক চ্যানেলের সঙ্গে ইন্সটাগ্রাম চ্যাটে বোল্ট বলেছেন, ‘আমি নিশ্চিত, টোকিও গেমসে কোনও ভাবেই আমার রেকর্ড ভাঙবে না।’ একই সঙ্গে হাসতে হাসতে বলেছেন, ‘এটা বলছি না যে, আমার রেকর্ড চিরকাল অক্ষত থেকে যাবে। কিন্তু এ বার যারা নামবে অলিম্পিকে, তাদের মধ্যে এমন কাউকে পাচ্ছি না, যে আমার রেকর্ড ভাঙতে পারে।’

৯.৫৮ সেকেন্ডে ১০০ মিটার দৌড়ের রেকর্ড রয়েছে বোল্টের। ১৯.১৯ সেকেন্ডে ২০০ মিটার। বার্লিন বিশ্ব মিটে যে দুটো বিশ্ব রেকর্ড দেখে সারা বিশ্ব হতবাক হয়ে গিয়েছিল। ১০ সেকেন্ডের কমে দৌড়টাই ছিল একসময় আশ্চর্যের বিষয়। বোল্টে সেটা শুধু টপকেই যাননি, যেন চ্যালেঞ্জ জানিয়েছিলেন মানব সভ্যতাকেই।

বোল্টের পরবর্তী স্পিডস্টার কে হতে পারেন? খোদ বোল্টের পছন্দ আমেরিকার ট্রেভন ব্রোমেল। যিনি খুব সম্প্রতি ৯.৭৭ সেকেন্ডে দৌড়েছেন ১০০ মিটার। টোকিওর ট্র্যাকে তিনিই ফেভারিট হিসেবে নামবেন। বোল্টের কথায়, ‘ও যে ভাবে ধীরে ধীরে উন্নতি করছে, খুবই প্রশংসনীয়। এটা নিয়ে কোনও সন্দেহ নেই যে, ও যেমন ফিট, তেমনই তৈরি। ও যদি নিজেকে ধরে রাখতে পারে, সফল হবেই।’

অলিম্পিকের ১০০ মিটার ফাইনালকে বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর একটা রেস বলা হয়। সামান্য ভুল মানেই পদকের স্বপ্ন শেষ। চার বছরের খাটনির কোনও মূল্যই থাকে না। বোল্ট বলছেন, ‘১০০ মিটার ফাইনাল সব সময় কঠিন। একটা ভুল মানে সব শেষ। আর সেই কারণেই আমি অপেক্ষা করে রয়েছি নতুন কে বা কারা উঠে আসে।’

আরও পড়ুন: বোল্টের যমজ সন্তানের ছবি ও নাম ভাইরাল নেটদুনিয়ায়

Next Article