নিউ ইয়র্ক : যুক্তরাষ্ট্র ওপেনে (US Open) ফিরলেন সেই সমর্থক। এক চুমুকে ফের ভাইরাল। গত বার যুক্তরাষ্ট্র ওপেনে ভাইরাল হয়েছিলেন এক মহিলা সমর্থক মেগান লাকি (Megan Lucky)। আর্থার অ্যাশে স্টেডিয়ামে প্লেয়ারদের মতোই স্ট্যান্ডিং অবেশন দেওয়া হয়েছিল। দর্শকরা উল্লসিত ছিলেন। এক চুমুকেই শেষ করেছিলেন এক গ্লাস বিয়ার। তাঁর আশেপাশে যারা ছিলেন, উৎসাহ জুগিয়ে ছিলেন। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল (Viral) হয়েছিলেন মেগান। যুক্তরাষ্ট্র ওপেনে যেন রীতি হয়ে দাঁড়িয়েছিল তাঁর এই স্টান্ট। এ বারের যুক্তরাষ্ট্র ওপেনে ফিরেই ফের আকর্ষণের কেন্দ্রে মেগান। আবারও তাঁর আশেপাশের সকলে উৎসাহ জোগালেন।
যুক্তরাষ্ট্র ওপেনের অফিসিয়াল টুইটার হ্য়ান্ডেলে মেগানের ভিডিও পোস্ট করা হয়েছে। মেগান লাকি এবারও ‘লাকি’। লাইভ ক্যামেরা জুম করল তাঁকে। সঙ্গীর হাত থেকে নিলেন এক গ্লাস বিয়ার। এক চুমুকে শেষ করলেন। দর্শকরা চিৎকার করছেন তাঁর জন্য। আশেপাশের সকলে চিয়ার করছেন। ফের একবার স্ট্যান্ডিং অবেশন দেওয়া হল। মুহূর্ত বন্দী হয়ে থাকল। যুক্তরাষ্ট্র ওপেনের সেই ভিডিওর ক্যাপশন, ‘মনে হচ্ছে, এটা যেন ট্র্যাডিশন হয়ে দাঁড়াবে।’ আমেরিকায় খেলার সঙ্গে অঙ্গাঙ্গীভাবে জড়িয়ে পড়েন সমর্থকরাও। বিশেষত কোনও ম্যাচের বিরতিতে। উদাহরণ হিসেবে বলা যায় এনবিএ-র কথা। নিয়মিত দেখা যায়, টুর্নামেন্টের ম্যাসকট বাচ্চা-বড়দের সঙ্গে প্রতিযোগিতায় নামে। সমর্থকদের সঙ্গে কথা বলে। অনেক ক্ষেত্রে টি-শার্টে কিছু লেখা টিভি ক্যামেরা জুম করে। যা নিয়ে বাকি দর্শকদের মধ্যে আলোচনা শুরু হয়ে যায়। আনন্দে, মজায় মেতে ওঠেন বাকিরা। খেলার সঙ্গে সমর্থকদের জুড়ে রাখতেই এমনটা করা হয়।
মেগানের সঙ্গেও এমনই হয়েছে। ২০২১ যুক্তরাষ্ট্র ওপেনে প্রথমবার নজরে পড়েন লাকি। ম্যাচের পাশাপাশি গ্যালারিতেও মুহূর্ত খোঁজে টিভি ক্যামেরা। সেখানেই ধরা পড়ে মেগানের এক চুমুকে বিয়ার পানের সেই মুহূর্ত। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় তা। জনপ্রিয় হয়ে ওঠেন মেগানও। ইন্সটাগ্রামে যুক্তরাষ্ট্র ওপেনের নানা ছবি পোস্ট করেন। তাঁর ফলোয়ার সংখ্যাও ক্রমশ বাড়তে থাকে। রাতারাতি ‘স্টার’ হয়ে ওঠেন মার্কিন তরুণী মেগান লাকি।