ফিরিয়ে নেওয়া হবে সুশীলের পদ্মশ্রী? জল্পনা তুঙ্গে

প্রসঙ্গত ২০১১ সালে পদ্মশ্রী পান সুশীল কুমার। ২০০৮ সালে বেজিং অলিম্পিকে পদক জয়ের পর তাঁকে পদ্ম সম্মানে ভূষিত করা হয়। ২০১২ সালে লন্ডন অলিম্পিকে ফের পদক জেতেন সুশীল। শেষপর্যন্ত সুশীলের জীবনে পদ্ম সম্মান থাকবে নাকি কেড়ে নেওয়া হবে, তা নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি।

ফিরিয়ে নেওয়া হবে সুশীলের পদ্মশ্রী? জল্পনা তুঙ্গে
পদ্মশ্রী কাড়া হবে সুশীলের?
Follow Us:
| Updated on: May 25, 2021 | 12:15 PM

নয়াদিল্লিঃ সাগর ধনখড় (SAGAR DHANKAR)মামলায় অন্যতম প্রধান অভিযুক্ত হওয়ার পর পুলিশের জালে অলিম্পিকে(OLYMPIC) পদকজয়ী কুস্তিগীর (WRESTLER) সুশীল কুমার (SUSHIL KUMAR)।১২দিনের পুলিশ হেফাজতের পর এখন ক্রীড়ামহলে নতুন করে প্রশ্ন, পদ্মশ্রী(PADMASHREE) খেতাব কি ফিরিয়ে নেওয়া হবে সুশীলনের থেকে? সূত্রের খবর, সুশীলের পদ্ম খেতাব ফিরিয়ে নেওয়া হবে কিনা, তা নিয়ে ধীরে চলো নীতি পুরস্কার কমিটির।

সূত্রের খবর, রাষ্ট্রপতি চাইলে বাতিল করতে পারেন কোনও পদ্ম সম্মান। তালিকা থেকে সরানো হতে পারে পদ্মশ্রী বিজয়ীর নামও। প্রাক্তন স্বরাষ্ট্র সচিব গোপালাস্বামীর দাবি, “চার্জশিট পেশ হওয়ার পর রাষ্ট্রপতি বাতিল করতে পারেন পদ্মশ্রী সম্মান। যদি শেষ পর্যন্ত নির্দোষ প্রমাণিত হন সুশীল, তবে তাঁকে সেই সম্মান ফিরিয়েও দেওয়া হতে পারে।”

প্রসঙ্গত ২০১১ সালে পদ্মশ্রী পান সুশীল কুমার। ২০০৮ সালে বেজিং অলিম্পিকে পদক জয়ের পর তাঁকে পদ্ম সম্মানে ভূষিত করা হয়। ২০১২ সালে লন্ডন অলিম্পিকে ফের পদক জেতেন সুশীল। শেষপর্যন্ত সুশীলের জীবনে পদ্ম সম্মান থাকবে নাকি কেড়ে নেওয়া হবে, তা নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। চার্জশিটে যদি সুশীলনের নাম থাকে, তবে কাড়া হতে পারে সুশীলের পদ্মশ্রী।

আরও পড়ুনঃ ১২ দিনের জেল হেফাজত, সুশীলের আচরণে ক্ষুব্ধ ক্রীড়ামহল

প্রসঙ্গত. ১২ দিনের জেল হেফাজতে সুশীলকুমার। তদন্তকারীদের দাবি,  ৫ মে-র  ঘটনার পিছনে সুশীলের যথেষ্ট ইন্ধন ছিল। দুই দল কুস্তিগিরের মারামারি ও পুরো ঘটনার সময় সুশীল নিজে হাজির ছিলেন। সিসিটিভ ফুটেজে এমন তথ্য পাওয়া যায়। কক্রমশ জটিল হচ্ছে সুশীল কুমারের পরিস্থিতি।