D Gukesh-MS Dhoni: ধোনির চেয়েও বেশি ট্যাক্স দিতে হবে বিশ্ব চ্যাম্পিয়ন গুকেশের!

Dec 16, 2024 | 3:05 PM

IPL 2025, Chess World Champion: নতুন প্রজন্মে গুকেশ, প্রজ্ঞানন্দর মতো তরুণ তুর্কিরা উঠে আসছেন। দাবায় বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে সদ্য দেশে ফিরেছেন ডি গুকেশ। এতে যেমন গর্ব তেমনই বিড়ম্বনাও! বিশাল অঙ্কের ট্যাক্স দিতে হবে কনিষ্ঠতম বিশ্ব চ্যাম্পিয়নকে।

D Gukesh-MS Dhoni: ধোনির চেয়েও বেশি ট্যাক্স দিতে হবে বিশ্ব চ্যাম্পিয়ন গুকেশের!
Image Credit source: PTI

Follow Us

সদ্য ভারতীয় দাবা পেয়েছে নতুন বিশ্ব চ্যাম্পিয়ন। আরও গর্বের মুহূর্ত, ভারতের গুকেশই সর্বকনিষ্ঠ বিশ্ব চ্যাম্পিয়নের কীর্তি গড়েছেন। সারা দেশ জুড়েই তাঁকে নিয়ে আলোচনা। ভারতে দাবা বলতে একটা সময় অবধি শুধুমাত্র বিশ্বনাথন আনন্দর কথাই উঠত। নতুন প্রজন্মে গুকেশ, প্রজ্ঞানন্দর মতো তরুণ তুর্কিরা উঠে আসছেন। দাবায় বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে সদ্য দেশে ফিরেছেন ডি গুকেশ। এতে যেমন গর্ব তেমনই বিড়ম্বনাও! বিশাল অঙ্কের ট্যাক্স দিতে হবে কনিষ্ঠতম বিশ্ব চ্যাম্পিয়নকে। এমনকি সেটা মহেন্দ্র সিং ধোনির আইপিএল স্যালারির চেয়েও বেশি!

বয়স মাত্র ১৮। বিশ্ব চেস চ্যাম্পিয়নশিপে জয়ের আনন্দে কেঁদে ফেলেছিলেন গুকেশ। গর্বের মুহূর্ত। সারা বিশ্বেই ভারতের এই দাবাড়ুকে নিয়ে হইচই পড়ে গিয়েছে। এই টুর্নামেন্ট থেকেই যা আয় করেছেন তাতেই তাঁকে ট্যাক্স দিতে হবে প্রায় ৪.৬৭ কোটি টাকা। এ বছর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে আনক্যাপড প্লেয়ার হিসেবে ধোনিকে মাত্র ৪ কোটিতে রিটেন করেছে চেন্নাই সুপার কিংস। অর্থাৎ ধোনির এ বারের আইপিএল স্যালারির চেয়েও গুকেশের বেশি টাকার ট্যাক্স দিতে হবে শুধুমাত্র একটা টুর্নামেন্টের জন্য।

এই খবরটিও পড়ুন

দাবায় বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার পর সব মিলিয়ে প্রায় ১১.৩৪ কোটি টাকা আর্থিক পুরস্কার জিতেছেন গুকেশ। ভারতের সেলিব্রিটিদের মধ্যে ট্যাক্স দেওয়ার নিরিখে প্রথম দশে থাকেন মহেন্দ্র সিং ধোনি। গত আর্থিক বর্ষেও ৩৮ কোটি টাকা ট্যাক্স দিয়েছেন ভারতের জোড়া বিশ্বকাপ জয়ী ক্যাপ্টেন মহেন্দ্র সিং ধোনি। সেলিব্রিটিদের এই তালিকায় রয়েছেন সাত নম্বরে। বার্ষিক আয় ১৫ লক্ষ টাকা পেরোলেই ৩০ শতাংশ ট্যাক্স দিতে হয়। ৫ কোটি পেরনোয় বাকি সব মিলিয় ৪২ শতাংশ ট্যাক্স দিতে হবে গুকেশের।

Next Article