Artificial Intelligence: সাত দিন আগে থেকে ভূমিকম্পের জানান দেবে AI, অসাধ্য সাধন করছেন বিজ্ঞানীরা

TV9 Bangla Digital | Edited By: অন্বেষা বিশ্বাস

Oct 20, 2023 | 6:27 PM

AI Predict Earthquake: ভবিষ্যতের কথা আগে থেকে জানিয়ে দেবে AI। একটি নতুন গবেষণায় দাবি করা হয়েছে যে, কৃত্রিম বুদ্ধিমত্তা আগে থেকেই আসন্ন ভূমিকম্প সম্পর্কে তথ্য দিতে পারবে। আবার তা 70 শতাংশ নির্ভুল হবে। গবেষণায় বলা হয়েছে, AI ভূমিকম্পের কথা এক সপ্তাহ আগে জানিয়ে দেবে। আর সেই পরীক্ষা নিরীক্ষা নিয়েই ব্যস্ত চিনা বিজ্ঞানীরা।

Artificial Intelligence: সাত দিন আগে থেকে ভূমিকম্পের জানান দেবে AI, অসাধ্য সাধন করছেন বিজ্ঞানীরা

Follow Us

ভয়াবহ ভূমিকম্পে মৃত্যুপুরীতে পরিণত হবে না বিভিন্ন দেশ। আর হাহাকার করতে হবে না ধ্বংসস্তূপে আটকে থাকা মানুষদের। মৃতের সংখ্যা গুনতে গিয়ে আর চোখে জল আসবে না উদ্ধারকারীদের। আর এই সব কিছুকে সত্যি প্রমাণিত করবে কৃত্রিম বুদ্ধিমত্তা অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (AI)। এর ব্যবহার আজকাল প্রায় সব ক্ষেত্রেই। ভবিষ্যতে যে আর কত কাজে লাগানো হবে একে, তা এখন থেকেই বোঝা যাচ্ছে। তবে ভবিষ্যতের কথা আগে থেকে জানিয়ে দেবে AI। একটি নতুন গবেষণায় দাবি করা হয়েছে যে, কৃত্রিম বুদ্ধিমত্তা আগে থেকেই আসন্ন ভূমিকম্প সম্পর্কে তথ্য দিতে পারবে। আবার তা 70 শতাংশ নির্ভুল হবে। গবেষণায় বলা হয়েছে, AI ভূমিকম্পের কথা এক সপ্তাহ আগে জানিয়ে দেবে। আর সেই পরীক্ষা নিরীক্ষা নিয়েই ব্যস্ত চিনা বিজ্ঞানীরা।

চিনে সাত মাস ধরে চলছে পরীক্ষা:

অস্টিনের ইউনিভার্সিটি অফ টেক্সাস একটি এআই তৈরি করেছে, যা সিসমিক ডেটা দেওয়ার জন্য তৈরি করা হয়েছে। যখন AIটি তৈরি করা হয়েছে, তখন বিজ্ঞানীরা এই AI-কে পুরনো ভূমিকম্পের ডেটা দিয়ে দিয়েছে। এই AI-কে নিয়ে চিনে সাত মাসের ট্রায়াল দেওয়া হয়েছিল। সেই সময় এক সপ্তাহ আগে 70 শতাংশ ভূমিকম্পের সঠিক ভবিষ্যদ্বাণী দিতে পেরেছে বলে দাবি বিজ্ঞানীদের। এর থেকে বিজ্ঞানীদের মনে আশা জেগেছে। এবার হয়তো সত্যিই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স পৃথিবীকে বাঁচাতে পারবে ক্ষতির হাত থেকে।

এখনও পর্যন্ত 14টি ভূমিকম্পের পূর্বাভাস দিয়েছে:

কয়েক সপ্তাহ গবেষণার পর এই AI-এর ফলাফল প্রকাশ করা হয়েছে। এআই মডেলটি এক সপ্তাহ আগে প্রায় 200 মাইলের মধ্যে 14টি ভূমিকম্পের পূর্বাভাস দিয়েছে বলে জানিয়েছেন চিনা বিজ্ঞানীরা। বিজ্ঞানীদের মতে, পাঁচটার মধ্যে চারটির ক্ষেত্রে সঠিক তথ্য দিয়েছে এই নতুন AI। তবে এটি বিশ্বের যে কোনও কোণে কাজ করবে কি না এখনও তা স্পষ্ট নয়। গবেষকদের মতে, এই AI প্রযুক্তি আমেরিকা, ইতালি, জাপান, গ্রিস, তুরস্ক এবং টেক্সাসে সিসমিক ট্র্যাকিং নেটওয়ার্ক উন্নত করতে ব্যবহার করা যেতে পারে।

Next Article