50 টাকারও কম খরচের প্ল্যান নিয়ে হাজির Airtel, এক দিনে 6GB ডেটা, আর কী চাই!

TV9 Bangla Digital | Edited By: সায়ন্তন মুখোপাধ্যায়

Jun 07, 2023 | 4:13 PM

Airtel Latest Plan: ব্যবহারকারীদের চালু প্ল্যানে প্রাত্যহিক ডেটার কোটা শেষ হয়ে গেলে কাজে আসতে পারে এই লেটেস্ট প্ল্যানটি। দিন কয়েক আগেই Vodafone Idea এরকমই একটা ডেটা ভাউচার লঞ্চ করেছিল তার প্রিপেড ব্যবহারকারীদের জন্য। সেই দেখাদেখি এবার Airtel-ও সেরকমই একটি রিচার্জ প্ল্যান নিয়ে হাজির হল।

50 টাকারও কম খরচের প্ল্যান নিয়ে হাজির Airtel, এক দিনে 6GB ডেটা, আর কী চাই!
এয়ারটেলের ফাটাফাটি রিচার্জ প্ল্যান।

Follow Us

Airtel চুপিসাড়ে একটি নতুন প্ল্যান লঞ্চ করে দিল। সেই নতুন প্রিপেড রিচার্জ প্ল্যানে এয়ারটেল ব্যবহারকারীদের 6GB ডেটা অফার করা হবে। এটি একটি ডেটা ভাউচার প্ল্যান। ব্যবহারকারীদের চালু প্ল্যানে প্রাত্যহিক ডেটার কোটা শেষ হয়ে গেলে কাজে আসতে পারে এই লেটেস্ট প্ল্যানটি। দিন কয়েক আগেই Vodafone Idea এরকমই একটা ডেটা ভাউচার লঞ্চ করেছিল তার প্রিপেড ব্যবহারকারীদের জন্য। সেই দেখাদেখি এবার Airtel-ও সেরকমই একটি রিচার্জ প্ল্যান নিয়ে হাজির হল। এয়ারটেলের সেই ডেটা ভাউচারের জন্য কাস্টমারদের কত টাকা খরচ করতে হবে, কী-কী অফার রয়েছে, সব তথ্য দেখে নেওয়া যাক।

Airtel 49 টাকার প্ল্যান

এই নতুন Airtel প্ল্যানের জন্য ব্যবহারকারীদের 49 টাকা খরচ করতে হবে। 6GB ডেটা অফার করা হবে প্ল্যানটিতে। তবে আপনি যদি মনে করেন, 50 টাকারও কম খরচের এই প্ল্যানটি রিচার্জ করে এক সপ্তাহ বা এক মাস চালাবেন, তাহলে সে গুড়ে বালি! এক দিনের বেশি এই প্ল্যান আপনি ব্যবহার করতে পারবেন না। সংবাদমাধ্যম টেলিকম টকের রিপোর্ট অনুযায়ী, এই নতুন প্রিপেড ডেটা ভাউচারটি কোনও স্ট্যান্ডআলোন প্ল্যান নয়। এর অর্থ হল, প্ল্যানটি ব্যবহার করতে কাস্টমারদের কাছে একটি সক্রিয় রিচার্জ প্যাক থাকতে হবে। তার উপরে কাজ করে এই 49 টাকার প্ল্যান। এই রিচার্জ প্যাক তাঁদের জন্যই নিয়ে আসা হয়েছে, যাঁদের অতিরিক্ত ডেটার প্রয়োজন।

এখন আপনি যদি একই রকমের একটু বেশি ভ্যালিডিটির প্ল্যানের খোঁজ করেন, তাহলে 58 টাকার Airtel প্ল্যানটি দেখতে পারেন। প্রিপেড ভাউচারটিতে 3GB ডেটা অফার করা হবে। তবে তা কাজ করবে সক্রিয় আর একটি বেস রিচার্জ প্ল্যানের উপরে। তার থেকেও যদি বেশি ডেটার দরকার হয় আপনার, সেক্ষেত্রে 98 টাকার Airtel Recharge প্ল্যানটিও চমৎকার হতে পারে। এই প্ল্যানে ব্যবহারকারীরা 5GB ডেটার অফার পেয়ে যাবেন। সেই সঙ্গেই আবার থাকছে Wynk মিউজিক প্রিমিয়ামের অতিরিক্ত সুবিধা। এই প্ল্যানেও আগের দুটির মতোই ডেটা ভাউচার প্যাক, যা সক্রিয় একটি বেস প্ল্যানের উপরে কাজ করবে।

এদিকে Jio-র সঙ্গে টক্কর দিতে Airtel দেশের সর্বত্র এখন 5G নেটওয়ার্ক ডেপ্লয় করতে জোরদার কাজ চালিয়ে যাচ্ছে। দেশের প্রায় 3000টিরও বেশি শহরে Airtel 5G চালু হয়ে গিয়েছে। চলতি বছরে ডিসেম্বরের মধ্যেই দেশের সর্বত্র চালু হয়ে যাবে Airtel 5G নেটওয়ার্ক। যে সব এয়ারটেল কাস্টমারদের কাছে 5G সক্রিয় ফোন রয়েছে, তারা আনলিমিটেড 5G ডেটা অ্যাক্সেস করতে পারেন 239 টাকার প্ল্যান রিচার্জ করে।

Airtel 5G অ্যাক্টিভেট করতে কাস্টমারদের যেতে হবে Airtel Thanks অ্যাপে। সেখানে গিয়েই 5G Data Offer দাবি করতে পারবেন। তার জন্য ডিভাইসের সেটিংস অপশনে গিয়ে সেখান থেকে সেলুলার নেটওয়ার্ক এবং তারপরে Airtel SIM-এ গিয়ে 5G নেটওয়ার্কে ক্লিক করতে হবে।

Next Article