AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Airtel-এর এই প্ল্যান রিচার্জ করতে হবে না! পেয়ে যাবেন 150GB ডেটা, ফ্রি কলিং

সবথেকে বড় কথা হল তার জন্য আপনাকে রিচার্জ করতে হবে না। সে আবার কী কথা? রিচার্জ ছাড়াই এয়ারটেল আপনাকে ফ্রি ডেটা, কলিং সবকিছু দেবে- এমনটা আবার হয় নাকি! হতেই পারে। কারণ, রিচার্জ আপনাকে করতে হবে না ঠিকই। তার পরিবর্তে...

Airtel-এর এই প্ল্যান রিচার্জ করতে হবে না! পেয়ে যাবেন 150GB ডেটা, ফ্রি কলিং
রিচার্জ না করলে কীভাবে পাবেন অফার?
| Edited By: | Updated on: Jan 05, 2024 | 6:25 PM
Share

আপনি কি Airtel-এর নেটওয়ার্ক ব্যবহার করেন? তাহলে একটা সুখবর রয়েছে আপনার জন্য। এয়ারটেল এখন তার গ্রাহকদের আনলিমিটেড ডেটা ও ফ্রি কলিং অফার করছে। সবথেকে বড় কথা হল তার জন্য আপনাকে রিচার্জ করতে হবে না। সে আবার কী কথা? রিচার্জ ছাড়াই এয়ারটেল আপনাকে ফ্রি ডেটা, কলিং সবকিছু দেবে- এমনটা আবার হয় নাকি! হতেই পারে। কারণ, রিচার্জ আপনাকে করতে হবে না ঠিকই। তার পরিবর্তে বিল পে করতে হবে। যে প্ল্যানের কথা আমরা বলছি, সেগুলি আসলে পোস্টপেড প্ল্যান। এই প্ল্যানগুলি আপনি যদি ব্যবহার করেন, তাহলে তিনটে পর্যন্ত নম্বর সম্পূর্ণ বিনামূল্যে পেয়ে যেতে পারেন। এয়ারটেলের এই পোস্টপেড প্ল্যানগুলি সম্পর্কে বিস্তারিত তথ্য জেনে নেওয়া যাক।

Airtel 599 টাকার পোস্টপেড প্ল্যান –

এয়ারটেলের 599 টাকার পোস্টপেড প্ল্যানে রয়েছে একাধিক অফার। আনলিমিটেড কলিং থেকে ডেটা পর্যন্ত একাধিক বেনিফিট আপনি এই প্ল্যানে পেয়ে যাবেন। মোট 75GB ডেটা পেয়ে যাবেন প্ল্যানটিতে। মোট দুটি নম্বরও পেয়ে যাবেন সম্পূর্ণ বিনামূল্যে, যার একটি রেগুলার এবং অপরটি ফ্যামিলি অ্যাড-অন প্যাক। আনলিমিটেড কলিংয়ের সুবিধাও রয়েছে এই প্ল্যানে। এছাড়াও এই 599 টাকার এয়ারটেল পোস্টপেড প্ল্যানে Amazon Prime সাবস্ক্রিপশন পেয়ে যাবেন কাস্টমাররা।

Airtel 999 টাকার পোস্টপেড প্ল্যান –

Airtel-এর এই 999 টাকার প্ল্যানে 100GB ডেটা অফার করা হচ্ছে। প্রতিদিন এই প্ল্যানে 100টি SMS এর সুবিধাও দেওয়া হবে। রয়েছে আনলিমিটেড কলিং এবং রোমিংয়ের সুবিধাও। শুধু তাই নয়। অ্যামাজ়ন প্রাইম এবং ডিজনি + হটস্টারের সাবস্ক্রিপশনও দেওয়া হচ্ছে গ্রাহকদের। এই পোস্টপেড প্ল্যান আপনি যদি ব্যবহার করেন, তাহলে 1+3 ফ্যামিলি অ্যাড-অন নম্বর অর্থাৎ মোট চারটি নম্বর পেয়ে যাবেন সম্পূর্ণ বিনামূল্যে।

Airtel 1199 টাকার পোস্টপেড প্ল্যান –

1,000 টাকার উপরে এই প্ল্যানটি প্রিমিয়াম। এই প্ল্যানে মোট 150GB ডেটা পাওয়া যাবে। প্রতিদিন গ্রাহকদের 100টি করে SMSও অফার করা হবে। তাছাড়াও থাকছে আনলিমিটেড কলিংয়ের সুবিধা। এই প্ল্যান যাঁরা ব্যবহার করবেন, তাঁরা পেয়ে যাবেন 1+3 ফ্যামিলি অ্যাড-অনের সুবিধা। একাধিক ওটিটি প্ল্যাটফর্মের ফ্রি সাবস্ক্রিপশন অফারও থাকছে। তার মধ্যে রয়েছে নেটফ্লিক্স, প্রাইম ভিডিয়োর মতো একাধিক জনপ্রিয় প্ল্যাটফর্ম।