AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

মাত্র 99 টাকার প্ল্যান এনে চমকে দিল Airtel, আনলিমিটেড ডেটার অফার

Airtel তার 99 টাকার প্ল্যানে ব্যবহারকারীদের আনলিমিটেড ডেটা অফার করছে, যার ভ্যালিডিটি মাত্র 1 দিন। ফেয়ার ইউসেজ পলিসিতে একজন ব্যবহারকারীকে 30GB ডেটা অফার করে এয়ারটেল। এখন আপনি যদি সেই 30GB ডেটা শেষ করে ফেলেন তখনই কাজে লাগবে এই 99 টাকার প্ল্যান।

মাত্র 99 টাকার প্ল্যান এনে চমকে দিল Airtel, আনলিমিটেড ডেটার অফার
কম খরচের দুর্দান্ত রিচার্জ প্ল্যান।
| Edited By: | Updated on: Aug 13, 2023 | 4:25 PM
Share

Airtel একটি কম খরচের ডেটা প্যাক নিয়ে হাজির হয়েছে। 100 টাকারও কম খরচে সেই আনলিমিটেড ডেটা প্যাকটি অফার করা হচ্ছে কাস্টমারদের। প্ল্যানটির জন্য Airtel ব্যবহারকারীদের মাত্র 99 টাকা খরচ করতে হবে। এখন প্রশ্ন হচ্ছে, এয়ারটেল হঠাৎই এত কম খরচের প্ল্যান নিয়ে এল কেন? তা কি শুধুই Jio-র সঙ্গে টক্কর দিতে? টেলিকম টকের রিপোর্ট অনুযায়ী, গ্রাহক-বান্ধব প্ল্যান নিয়ে আসার পরিকল্পনা অনেক দিন ধরেই করছে এয়ারটেল। একমাত্র উদ্দেশ্য, ARPU বা ব্যবহারকারী প্রতি গড় আয় বাড়ানো। তাতে অনেকটাই উপকৃত হয়েছে সংস্থাটি। কারণ, এই মুহূর্তে Airtel এর ARPU 200 টাকা, যা দেশের টেলিকম সেক্টরে সর্বাধিক।

ব্যবহারকারীদের পছন্দ এবং সর্বোপরি চাহিদা অনুযায়ী একাধিক প্ল্যান অফার করা হয়। তবে 99 টাকার প্ল্যানের সবথেকে বড় সুবিধা হল, চালু প্ল্যানের ডেটার কোটা শেষ হয়ে গেলে তখন এটি ব্যাপক ভাবে কাজে লাগবে। অর্থাৎ সেই দিক থেকে দেখতে গেলে, স্ট্র্যাটেজির দিক থেকেই এই 99 টাকার প্ল্যানটি নিয়ে এসেছে Airtel। কতটা ডেটার অফার দেওয়া হচ্ছে এই প্ল্যানে, সঙ্গে আর কী অফার থাকছে, সেই সব তথ্য জেনে নেওয়া যাক।

99 টাকার Airtel প্ল্যান

Airtel তার 99 টাকার প্ল্যানে ব্যবহারকারীদের আনলিমিটেড ডেটা অফার করছে, যার ভ্যালিডিটি মাত্র 1 দিন। ফেয়ার ইউসেজ পলিসিতে একজন ব্যবহারকারীকে 30GB ডেটা অফার করে এয়ারটেল। এখন আপনি যদি সেই 30GB ডেটা শেষ করে ফেলেন তখনই কাজে লাগবে এই 99 টাকার প্ল্যান। 64Kbps স্পিডেই তখন ইন্টারনেট উপভোগ করতে পারবেন আপনি। তবে এই প্ল্যানের সুবিধা পেতে আপনার নম্বরে অতি অবশ্যই একটা অ্যাক্টিভ প্ল্যান থাকতে হবে।

Airtel এর আনলিমিটেড 5G ডেটা

আপনার এলাকায় যদি Airtel 5G Plus চালু থাকে, তাহলে আপনি আনলিমিটেড 5G ডেটা উপভোগ করতে পারবেন এবং এয়ারটেল ট্রুলি আনলিমিটেড প্ল্যানও ব্যবহার করতে পারবেন। আবার আপনার এলাকায় যদি 5G পরিষেবা না-ও থাকে, তাহলেও আপনি 99 টাকার এয়ারটেল ডেটা প্যাকটি ব্যবহার করতে পারবেন এবং হাই-স্পিড ডেটাই পেয়ে যাবেন।