এয়ারটেল এক্সস্ট্রিমের সুবিধা পাবেন নন-এয়ারটেল ইউজাররাও, বছরে খরচ কত?

Dec 23, 2020 | 3:35 PM

মোবাইল ছাড়া টিভিতেও এয়ারটেল এক্সট্রিমের সাহায্যে দেখার সুবিধা রয়েছে।

এয়ারটেল এক্সস্ট্রিমের সুবিধা পাবেন নন-এয়ারটেল ইউজাররাও, বছরে খরচ কত?
airten xstream

Follow Us

এয়ারটেল এক্সস্ট্রিম-এ এবার ওয়েব সিরিজ, সিনেমা দেখতে পারবেন নন-এয়ারটেল ইউজাররাও। প্রতি মাসে ৪৯ টাকা আর বছরে ৪৯৯ টাকার বিনিময়ে পাওয়া যাবে এই পরিষেবা। তবে এতদিন এই ওয়েব স্ট্রিমিং সার্ভিস শুধু এয়ারটেল ইউজারদের জন্য উপলব্ধ ছিল। তবে এবার এই সুবিধা পাবেন নন-এয়ারটেল ইউজাররাও।

এয়ারটেলের দাবি তাদের এই ওয়েব স্ট্রিমিং সার্ভিসে ১০ হাজারের বেশি সিনেমা রয়েছে। এছাড়াও রয়েছে বিভিন্ন টেলিভিশন শো এবং প্রথম সারির ওটিটি প্ল্যাটফর্মের জনপ্রিয় সব ওয়েব অরিজিনালস। এছাড়াও এরোস নাউ, হাঙ্গামা প্লে এবং জি-ফাইভ-ও দেখা যায় এয়ারটেল এক্সট্রিমে। ইংরেজি ছাড়া আরও ১৩টি ভারতীয় ভাষায় সিনেমা দেখার সুযোগ রয়েছে এই ওয়েব স্ট্রিমিং সার্ভিসে। মোবাইল ছাড়া টিভিতেও এয়ারটেল এক্সট্রিমের সাহায্যে দেখার সুবিধা রয়েছে। নিজের মোবাইল নম্বর দিতে লগ ইন করতে পারেন গ্রাহকরা। সিঙ্গেল লগ ইনের সাহায্যে পাঁচটি ডিভাইসে পরিষেবা পাওয়া যাবে।

গিজবোটের একটি প্রতিবেদনে বলা হয়েছে, এয়ারটেল এক্সস্ট্রিম-এর প্রিমিয়াম প্ল্যান নিলে (মাসিক বা বার্ষিক) নিলে নন-এয়ারটেল ইউজার হলেও এই ওয়েব স্ট্রিমিং দেখার সুযোগ পাবেন। আপাতত ব্রাউজারের মাধ্যমেই এই পরিষেবা পাচ্ছেন অন্যান্য কানেকশনের গ্রাহকরা। দেখা ছাড়া ডাউনলোডের অপশনও থাকছে। পরে অফলাইনে দেখার সুযোগও পাবেন গ্রাহকরা। এয়ারটেল এক্সস্ট্রিমে প্রায় ৩৫০ লাইভ চ্যানেল রয়েছে। তবে এয়ারটেল ইউজারদের জন্যও এই চ্যানেল লিমিটেড করে দেওয়া আছে। আর নন-এয়ারটেল ইউজারদের ক্ষেত্রে এই লাইভ চ্যানেল দেখার সুবিধা এখনও পর্যন্ত দেওয়া হয়নি।

কীভাবে সাবস্ক্রিপশন নেবেন?

এয়ারটেলের প্রিপেড বা পোস্টপেড কিংবা ব্রডব্যান্ড কানেকশন থাকলে এক্সস্ট্রিম-এর সার্ভিস ফ্রি-তে পাওয়া যাবে। ডিটিএইচ ইউজাররাও বিনামূল্যে এই পরিষেবা পাবেন। অ্যানড্রয়েড এবং আইওএস দুই ভারসানেই ডাউনলোড করা যাবে এয়ারটেল এক্সস্ট্রিম। গত বছর সেপ্টেম্বর মাসে এই এক্সস্ট্রিম ওয়েব স্ট্রিমিং প্ল্যাটফর্ম চালু করেছিল এয়ারটেল।

Next Article