১০৮ মেগাপিক্সেলের ক্যামেরা! তাক লাগাচ্ছে এমআই-এর নতুন ফোন, ভারতে লঞ্চ কবে?

Dec 22, 2020 | 9:21 PM

এমন তাক লাগানো ফোনের খবরে গ্যাজেট প্রেমীদের মধ্যে উন্মাদনা এখন তুঙ্গে।

১০৮ মেগাপিক্সেলের ক্যামেরা! তাক লাগাচ্ছে এমআই-এর নতুন ফোন, ভারতে লঞ্চ কবে?
এমআই ১০আই ফোনে ৬.৬৭ ইঞ্চির ফুল এইচডি স্ক্রিন থাকবে।

Follow Us

১০৮ মেগাপিক্সেলের ফোন লঞ্চ করতে চলেছে এমআই। আগামী ৫ জানুয়ারি সেই ফোন লঞ্চ হওয়ার কথা। টুইটারে একটি টিজার ইতিমধ্যেই ভাইরাল হয়েছে। এমন তাক লাগানো ফোনের খবরে গ্যাজেট প্রেমীদের মধ্যে উন্মাদনা এখন তুঙ্গে।

জানা গিয়েছে, কোয়াড ক্যামেরা সেটআপের সঙ্গে এই ফোনে থাকবে ১০৮ মেগাপিক্সেল প্রাইমারি সেনসর। মডেলের নাম এমআই ১০আই। এর আগে একটি প্রতিবেদনে বলা হয়েছিল চিনে লঞ্চ হওয়া রেড মি ৯ প্রো ৫জি (১০৮ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা)-র রিব্র্যান্ডেড ভারসন হিসেবে ভারতে রিলিজ হতে চলেছে শাওমির এই নতুন স্মার্টফোন। টুইটারের টিজার দেখা গিয়েছে স্কোয়ার শেপের কোয়াড ক্যামেরা সেটআপ থাকবে এই ফোনে।

শাওমি ইতিমধ্যেই এমআই ১০ ফ্যামিলির একাধিক ফোন রিলিজ করেছে। এমআই ১০, এমআই ১০টি, এমআই ১০টি প্রো, এই ফোনগুলো লঞ্চ হয়ে গিয়েছে। আগামী ২৮ ডিসেম্বর চিনে লঞ্চ হতে চলেছে এমআই ১১।

কী কী ফিচার থাকবে এই ফোনে?

১। এমআই ১০আই ফোনে ৬.৬৭ ইঞ্চির ফুল এইচডি স্ক্রিন থাকবে।

২। ১২০Hz রিফ্রেশ রেট-এর সঙ্গে থাকবে স্ন্যাপড্রাগন 750G SoC এবং ৬ জিবি র‍্যাম।

৩। ১০৮ মেগাপিক্সল মেন সেনসর ছাড়াও কোয়াড ক্যামেরা সেটআপে থাকবে ৮ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, ২ মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স, ২ মেগাপিক্সেল ডেপথ সেনসর। এছাড়াও থাকবে ১৬ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। এই ফোনে থাকবে ৪৮২০mAh ব্যাটারি এবং 33W ফাস্ট চার্জিং।

Next Article