ফিচারে চমক তো রয়েছেই, এবার রঙেও চমক আনতে চলেছে অ্যাপল। সম্প্রতি আইফোন ১২, আইফোন ১২ মিনি বাজারে লঞ্চ হয়েছে। ভারতের বাজারে ঝাঁপি খুলতেই অ্যাপলের এই নতুন আইফোন নিয়ে শোরগোল পড়ে গিয়েছে। গত সপ্তাহেই অ্যাপল স্প্রিং লোড ইভেন্টে আইফোন ১২ সিরিজের নতুন রঙের অপশন প্রকাশ করেছিল। তারমধ্যে বেগুনি রঙের সেটটিও ভারতের বাজারে পাওয়া যাবে বলে জানা গিয়েছে।
প্রসঙ্গত, শুক্রবার অ্যাপলের আইপ্যাড প্রো (২০২১), আইম্যাক (২০২১) ও নয়া অ্যাপল টিভি ৪কে-এর জন্য প্রি অর্ডারের সুযোগ দিতে শুরু করেছে এই নামী সংস্থাটি। তিনটি ডিভাইসই ভার্চুয়াল ইভেন্টের মাধ্যমে উদ্বোধন করা হয়েছিল।
আরও পড়ুন: আইফোন ১২ এবং ১২ মিনি আসছে বেগুনি রঙে, চালু হচ্ছে অ্যাপেল পডকাস্ট সাবস্ক্রিপশনও
পার্পল আইফোন ১২ ও আইফোন ১২ মিনি ভারতে কত দাম পড়বে, তা একঝলকে দেখে নিন। ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের জন্য আইফোন ১২-এর দাম শুরু হচ্ছে মাত্র ৭৯,৯০০ টাকা থেকে। ১২৮ জিবি মডেলের জন্য দাম পড়বে ৮৪,৯০০ টাকা ও ২৫৬ জিবি মডেলের জন্য দাম নির্ধারিত হয়েছে ৯৪,৯০০টাকা। অন্যদিকে, পার্পল আইফোন ১২ মিনি দাম শুরু হচ্ছে ৬৯.৯০০টাকা থেকে। ১২৮ জিবি ও ২৫৬ জিবির জন্য দাম পড়বে ৭৪,৯০০ টাকা ও ৮৪,৯০০টাকা।
আরও পড়ুন: মাস্ক পরা অবস্থায় অ্যাপেল ওয়াচের সাহায্যেই আনলক করা সম্ভব আইফোন, কীভাবে?
অনলাইনেই মিলবে অ্যাপলের নয়া সিরিজের মডেল। এছাড়া অ্যাপলের রিসেলার স্টোরেও মিলবে এই আকর্ষনীয় আইফোন ১২ ও আইফোন ১২ মিনি।