চাবি, ওয়ালেট খুঁজে দেবে একনিমেষে! অ্যাপেলের এয়ারট্যাগের দাম কত জানেন?

aryama das |

Apr 23, 2021 | 11:54 AM

অ্যাপেলের যে কোনও ডিভাইস হারিয়ে গেলে সেটিকে খুঁজে বের করতে সাহায্য করবে এই এয়ার ট্যাগ ট্র্যাকার। তবে এই পদ্ধতিতে ইউজারের কোনও ব্যক্তিগত এবং গোপনীয় তথ্য ফাঁস হবে না বলেই জানিয়েছে অ্যাপেল কর্তৃপক্ষ।

চাবি, ওয়ালেট খুঁজে দেবে একনিমেষে! অ্যাপেলের এয়ারট্যাগের দাম কত জানেন?
অ্যাপেলের এয়ারট্যাগ ট্র্যাকার। ছবিটি প্রতীকী

Follow Us

ভাবছেন অ্যাপেলের গ্যাজেট কিনবেন, তাও আবার কম দামে? সত্যিই অ্যাপেলের (Apple) নয়া এয়ার ট্যাগ(AirTag)  পাওয়া যাচ্ছে একদম হাতের নাগালেই। ব্যাগ, চাবি, আপনি মনে করতে পারছেন না কোথায় রেখেছেন। মুসকিল আসান করবে অ্যাপেলের এয়ারট্যাগ ট্র্যাকার (Apple`s AirTag Tracker)।

যে কোনও ছোট ছোট জিনিস চোখের সামনে রেখেছেন, কিন্তু দেখতে পাচ্ছেন না। এমনকি কোথায় রেখেছেন আপনি নিজেই ভুলে গেছেন, সেইসব ছোটখাটো জিনিস একনিমেষে খুঁজে দেবে এই এয়ারট্যাগ(AirTag)।এর সাহায্যে সঠিক জায়গা ট্র্যাক কররে আপনার খোয়া যাওয়া জিনিস উদ্ধার করে দিতে পারবে খুব কম সময়ের মধ্যে দিয়ে। জিপিএস ট্র্যাকারের (GPS Tracker)সাহায্যে যে কোনও ব্যক্তি বা জিনিসের রিয়েল টাইম লোকেশনের(Real Time Locations) আপডেট দিতে সক্ষম এই এয়ারট্যাগ।

আরও পড়ুন: অ্যাপেলের ‘স্প্রিং লোডেড’ ইভেন্ট, লাইভ সম্প্রচার দেখবেন কীভাবে?

দাম কত? ভারতীয় বাজারে অ্যাপেলের এয়ারট্যাগের দাম মাত্র ৩,১৯০টাকা। চারটে অ্যাপেল এয়ারট্যাগ ট্র্যাকার একসঙ্গে কিনলে দাম পড়বে মাত্র ১০,৯০০টাকা। চারটে বিভিন্ন জিনিসের সঙ্গে আপনি ট্র্যাকার লাগিয়ে রাখতে পারেন। চাবি, ওয়ালেট, ব্যাকপ্যাক বা কিছু গুরুত্বপূর্ণ জিনিসের সঙ্গে ট্র্যাকার যুক্ত করে রাখতে পারেন।

আরও পড়ুন: আইফোন ১২ এবং ১২ মিনি আসছে বেগুনি রঙে, চালু হচ্ছে অ্যাপেল পডকাস্ট সাবস্ক্রিপশনও

প্রসঙ্গত, এই এয়ারট্যাগ ট্র্যাকারটি শুধুমাত্র আইফোনের সঙ্গেই যুক্ত হতে পারে। আইফোন ১১ ও আইফোন১২ সিরিজ মডেল তো বটেই, সঠিক জায়গা খুঁজে দেওয়ার জন্য যে কোনও আইফোনের সঙ্গেই ট্র্যাকারটি কানেকশন করা যাবে।

Next Article