ভারতে জেনবুক, ভিভোবুক লঞ্চ করল আসুস, কী কী ফিচার রয়েছে, দামই বা কত

Dec 17, 2020 | 7:08 PM

ভারতে ভিভোবুক এবং জেনবুক ক্যাটেগরির ল্যাপটপ লঞ্চ করল তাইওয়ানের সংস্থা আসুস

ভারতে জেনবুক, ভিভোবুক লঞ্চ করল আসুস, কী কী ফিচার রয়েছে, দামই বা কত
আসুস-এর নতুন ভিভোবুক এবং জেনবুক

Follow Us

ভারতে নতুন ল্যাপটপ লঞ্চ করেছে আসুস। তাইওয়ানের এই সংস্থা বৃহস্পতিবার জানিয়েছে যে তারা জেনবুক এবং ভিভোবুক ল্যাপটপ লঞ্চ করবে ভারতে। এই দুই ল্যাপটপেই রয়েছে 11th Generation Intel Core processor।

আমেরিকার চিপ মেকিং সংস্থা ইনটেল এদিন জানিয়েছে, আসুস-এর নতুন দুই রেঞ্জের ল্যাপটপ ‘ইনটেল ইভো’ সিরিজের অন্তর্গত। এর মধ্যে রয়েছে Zenbook Flip S (UX371), Zenbook Flip 13 (UX363), Zenbook 14 (UX435) এবং Vivobook Flip 14 (TP470)।

আসুস ইন্ডিয়ার বিজনেস হেড আর্নল্ড সু জানিয়েছেন, ‘থিন অ্যান্ড লাইট’ সেগমেন্টের ল্যাপটপের ক্ষেত্রে সাফল্য পাওয়ার পর এবার ইউজারদের ব্যবহারের সুবিধার জন্য অত্যাধুনিক প্রযুক্তি সম্পন্ন জেনবুক এবং ভিভোবুক লঞ্চ করেছে সংস্থা। এই সিরিজের ল্যাপটপে রয়েছে 4K OLED ডিসপ্লে।

ফিচার এবং ভারতের বাজারে দাম-

ZenBook Flip S (UX371)- ভারতের বাজারে এই জেনবুকের দাম ১,৪৯,৯৯০ টাকা। ওজন এক কিলোগ্রাম। ১৩.৯ মিলিমিটার চওড়া এই জেনবুল খুবই স্লিক ডিজাইনের। এর মধ্যে রয়েছে 11th Gen Intel Core i7 প্রসেসর। রয়েছে 4K UHD NanoEdge OLED HDR ডিসপ্লে। আসুস এক্সক্লুসিভ স্টোর, ফ্লিপকার্ট, অ্যামাজন, রিলায়েন্স ডিজিটাল, বিজয় সেলস, ক্রোমা এবং অন্যান্য রিটেল স্টোরে আজ অর্থাৎ ১৭ ডিসেম্বর থেকেই পাওয়া যাবে এই জেনবুক।

Zenbook Flip 13 (UX363)- এর দাম ৯৪,৯৯০ টাকা। এর মধ্যে রয়েছে উইন্ডোজ ১০ হোম অপারেটিং সিস্টেম। ১৩.৩ ইঞ্চি ডিসপ্লের সঙ্গে রয়েছে ১৯২০x১০৮০ পিক্সেল রেসোলিউশন। Intel Core i7-1165G7 প্রসেসর রয়েছে এই জেনবুকে। থাকছে ৮জিবি র‍্যাম আর ৫১২ জিবি এসএসবি। USB 3.2 Gen 1 (Type A), Thunderbolt 4 (Type C), এবং HDMI port-এর সুবিধা থাকছে এই জেনবুকে। অফলাইন স্টোরে পাওয়া যাবে আজ থেকে।

ZenBook 14 (UX435)- ভারতীয় বাজারে এর দাম ৯৯,৯৯০ টাকা। ১৪ ইঞ্চির fullHD LED Nanoedge touch display রয়েছে এই জেনবুকে। রয়েছে Intel 11th Gen Core i7 processor। এছাড়াও থাকছে NVIDIA GeForce MX450 GPU। আসুস এক্সক্লুসিভ স্টোর এবং অন্যান্য দোকানে আজ থেকে পাওয়া যাবে এই জেনবুক।

VivoBook Flip 14 (TP470)- এর দাম ৫১,৯৯০ টাকা। এই ভিভোবুকে রয়েছে 11th Gen Intel Core i5-1135G7 processor। সঙ্গে রয়েছে Intel discrete graphics card এবং Intel Iris Xe MAX। থাকছে ৮ জিবি র‍্যাম এবং PCIe SSD। অনলাইন, আসুস এক্সক্লুসিভ স্টোর এবং অন্যান্য দোকানে আজ থেকে পাওয়া যাবে এই জেনবুক।

Next Article