Panigale V4 এবং BS6 Diavel 1260: একইদিনে ভারতে লঞ্চ হল ডুকাটির দু’টি নতুন রেঞ্জের বাইক

BS6 Ducati Diavel 1260 এবং Ducati Panigale V4, দু'টি রেঞ্জের বাইকেই রয়েছে দুটো করে ভ্যারিয়েন্টের মডেল।

Panigale V4 এবং BS6 Diavel 1260: একইদিনে ভারতে লঞ্চ হল ডুকাটির দু'টি নতুন রেঞ্জের বাইক
একইসঙ্গে ভারতে লঞ্চ হয়েছে ডুকাটি'র দু'টি রেঞ্জ।
Follow Us:
| Updated on: Jun 07, 2021 | 5:17 PM

ডুকাটি ইন্ডিয়া ভারতে লঞ্চ করেছে তাদের নতুন বাইকের সিরিজ ডুকাটি Panigale V4। এই এডিশনে রয়েছে দু’টি ভ্যারিয়েন্টের বাইক। একটি ডুকাটি Panigale V4। যার দাম ২৩.৫০ লক্ষ টাকা (এক্স শোরুম)। অন্যটি ডুকাটি Panigale V4 S। এই মডেলের দাম আগের ভ্যারিয়েন্টের তুলনায় বেশ কিছুটা বেশি। ভারতে সদ্য লঞ্চ হওয়া ডুকাটি Panigale V4 S মডেলের দাম ২৮.৪০ লক্ষ টাকা (এক্স শোরুম)। ডুকাটি Panigale V4 এডিশনের বেস মডেলের ক্ষেত্রে ৮০ হাজার এবং ‘এস’ ভ্যারিয়েন্টের ক্ষেত্রে ১.৯০ লক্ষ টাকা দাম বেড়েছে।

BS6 Ducati Diavel 1260

BS6 Ducati Diavel 1260

একই সঙ্গে ভারতে লঞ্চ হয়েছে ডুকাটির আরও একটি বাইকের এডিশন। BS6 Ducati Diavel 1260 লঞ্চ হয়েছে দেশে। এক্ষেত্রেও রয়েছে দু’টি ভ্যারিয়েন্ট। Diavel 1260 মডেলের দাম ১৮.৪৯ লক্ষ টাকা। অন্যদিকে BS6 Diavel 1260 S ভ্যারিয়েন্টের দাম ২১.৪৯ লক্ষ টাকা। দু’টি ভ্যারিয়েন্টের ক্ষেত্রেই বাইকের দাম দিল্লির এক্স শোরুম হিসেবে ধার্য করা হয়েছে। ২০২১ সালে লঞ্চ হওয়া ডুকাটি Diavel 1260 S ভ্যারিয়েন্ট ‘থ্রিলিং ব্ল্যাক’ রঙে পাশাপাশি ‘ডুকাটি রেড’ রঙের অপশনও পেয়েছে। অন্যদিকে, Diavel 1260 মডেল পাওয়া যাচ্ছে কেবলমাত্র ‘টোটাল ব্ল্যাক’ রঙে।

আরও পড়ুন- ভারতে আসছে BMW S1000R BS 6, দেখে নিন এই বাইকের বিভিন্ন ফিচার

ডুকাটি BS6 Diavel 1260 অর্থাৎ বেস মডেলে আগের মতোই রয়েছে ১২৬২ সিসি- র L-Twin Testastretta DVT ইঞ্জিন (160 bhp, 129 Nm of peak torque)। অন্যদিকে, ডুকাটি Panigale V4 রেঞ্জে রয়েছে ১১০৩ সিসি- র Desmosedici Stradale V4 ইঞ্জিন (214 bhp, 124 Nm of peak torque)। প্রসঙ্গত উল্লেখ্য, সারা ভারত জুড়েই ডুকাটির বিভিন্ন ডিলারশিপের কাছে Panigale V4 রেঞ্জের বাইকের বুকিং শুরু হয়ে গিয়েছে।