Bajaj Pulsar N160 বাইকের নতুন ভার্সন লঞ্চ হল ভারতে, দাম 1,29,645 টাকা, নতুন কী রয়েছে?
2023 Bajaj Pulsar N160: OBD2 এবং E20 ফুয়েল কমপ্লায়েন্ট সাব 200cc Pulsar N160 বাইকটি ইতিমধ্যেই দেশের বিভিন্ন ডিলারশিপের কাছে পৌঁছৈ গিয়েছে। বাইকটির দাম 1,29,645 টাকা (এক্স-শোরুম, দিল্লি)। এই নতুন বাইকে কী-কী পরিবর্তন করা হয়েছে, দেখে নিন।
Bajaj Pulsar-এর একটি নতুন মডেল লঞ্চ হয়ে গেল ভারতে। OBD2 এবং E20 ফুয়েল কমপ্লায়েন্ট সেই মডেলটি হল সাব 200cc Pulsar N160। পালসারের সেই 2023 আপডেটেড মডেলটি ইতিমধ্যেই দেশের বিভিন্ন ডিলারশিপের কাছে পৌঁছৈ গিয়েছে। বাইকটির দাম 1,29,645 টাকা (এক্স-শোরুম, দিল্লি)।
2023 Bajaj Pulsar N160: নতুন কী রয়েছে?
এই নতুন 2023 মডেলটিতে মূল যে পরিবর্তন করা হয়েছে, তা হল বাইকটির OBD2-কমপ্লায়েন্ট হার্ডওয়্যার আপগ্রেডেশন। অনবোর্ড ডায়াগনস্টিক সিস্টেম এখন রিয়্যাল টাইম ভিত্তিতে কার্বন নিঃসরণের পরিমাণ ট্র্যাক করবে। ড্যাশবোর্ডে ইন্ডিকেটরের মাধ্যমে রাইডারদের নোটিফাই করা হবে যদি কোনও ভুল ত্রুটি থাকে। এছাড়াও এই মোটরসাইকেলটি এখন E20 ফুয়েল কমপ্লায়েন্টও, যা আসলে পেট্রলের সঙ্গে 20% ইথানলের ব্লেন্ড। বাইকটির মেকানিক্যাল স্পেসিফিকেশনের মধ্যে রয়েছে 164.82cc, সিঙ্গেল সিলিন্ডার, এয়ার-কুলড ইঞ্জিন। লিঙ্ক করা রয়েছে একটি ফাইভ-স্পিড গিয়ারবক্সের সঙ্গে। বাইকের মোটর 8,750rpm-এ সর্বাধিক 15.68bhp আউটপুট দিতে পারে এবং 6,750rpm-এ 14.65Nm পিক টর্ক দিতে সক্ষম।
2023 Bajaj Pulsar N160: স্টাইলিং কি আগের থেকে পরিবর্তিত হয়েছে?
না, স্টাইলিং সংক্রান্ত কোনও পরিবর্তন করা হচ্ছে না। আগের মতোই এই নতুন OBD2-কমপ্লায়েন্ট Bajaj Pulsar N160 বাইকে রয়েছে জোড়া DRL সহযোগে সিঙ্গেল পড প্রোজেক্টর স্টাইল হেডলাইট, একটি বডি-কালার্ড হেডল্যাম্প কাউল, কালার ম্যাচিং ফ্রন্ট ফেন্ডার, একটি ইঞ্জিন কাউল, স্প্লিট স্টাইল সিট। পাশাপাশি বোল্টেড ফুয়েল ট্যাঙ্ক শ্রাউডটি বাইকে একটি মাসকিউলার লুক দিয়েছে, যেখানে কম্প্যাক্ট এগসস্ট ক্যানিস্টার এবং 17 ইঞ্চির অ্যালয় হুইল দেওয়া হয়েছে। ব্রুকলিন ব্ল্যাক, রেসিং রেড এবং ক্যারিবিয়ান ব্লু এই তিনটি কালার ভ্যারিয়েন্টে পেয়ে যাবেন বাইকটি।
2023 Bajaj Pulsar N160: নতুন ফিচার্স কী রয়েছে?
নতুন কোনও ফিচার্স দেওয়া হয়নি বাইকটিতে। বিডইরেকশনাল LED প্রডেক্টর স্টাইল হেডলাইট রয়েছে বাইকটিতে। রয়েছে জোড়া LED DRL, একটি LED টেইললাইট, বাল্ব-টাইপ টার্ন ইন্ডিকেটর, একটি ইউএসবি চার্জার, সেমি ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার ও তার সঙ্গে ডিসট্যান্স টু এম্পটি মিটার। মোট দুটি ভ্যারিয়েন্টে অফার করা হবে মোটরসাইকেলটি- সিঙ্গেল চ্যানেল এবিএস এবং ডুয়াল চ্যানেল এবিএস। এদের মধ্যে ডুয়াল চ্যানেল এবিএস ভ্যারিয়েন্টটি পাওয়া যাবে ব্রুকলিন ব্ল্যাক কালারে।
2023 Bajaj Pulsar N160: কোন হার্ডওয়্যার ব্যবহার করছে বাইকটি?
সিঙ্গেল চ্যানেল ABS ভার্সনের হার্ডওয়্যারটিতে রয়েছে 31 mm টেলিস্কোপিক ফ্রন্ট ফর্ক, রিয়ার মনোশক, 280mm সিঙ্গেল ফ্রন্ট ডিস্ক এবং 230mm রিয়ার রোটর। অন্য দিকে ডুয়াল চ্যানেল ABS মডেলে আগের থেকে একটু বড় 37mm ফর্ক এবং বড় 300mm ফ্রন্ট ডিস্ক ব্রেক রয়েছে।