Bullet 350 থেকে হিমালয়ান, 2023-এ বাজার কাঁপাবে Royal Enfield-র এই বাইকগুলি

TV9 Bangla Digital | Edited By: অন্বেষা বিশ্বাস

Dec 25, 2022 | 2:51 PM

Royal Enfield Bike: কোম্পানির তরফে জানানো হয়েছে, 2023-র জানুয়ারি থেকে শুরু করে ডিসেম্বর পর্যন্ত আরও 5টি নতুন বাইক লঞ্চ করতে চলেছে তারা।

Bullet 350 থেকে হিমালয়ান, 2023-এ বাজার কাঁপাবে Royal Enfield-র এই বাইকগুলি

Follow Us

Royal Enfield: চলতি বছরেই রয়্যাল এনফিল্ড তাদের দু’টি নতুন বাইক বাজারে লঞ্চ করেছে। তবে বছর শেষে আরও একটি নতুন খবর নিয়ে হাজির হয়েছে রয়্যাল এনফিল্ড সংস্থা। কোম্পানির তরফে জানানো হয়েছে, 2023-র জানুয়ারি থেকে শুরু করে ডিসেম্বর পর্যন্ত আরও 5টি নতুন বাইক লঞ্চ করতে চলেছে তারা।

New Generation Bullet 350:

বর্তমানে রয়্যাল এনফিল্ডের অন্যতম জনপ্রিয় বাইক বুলেট 350-র নতুন সংস্করণ আসতে চলেছে। এটি 2023-এর এপ্রিল মাসে আনুষ্ঠানিকভাবে লঞ্চ করা হবে। বাইকটিতে 349 সিসির সিঙ্গেল সিলিন্ডার এয়ার ও অয়েল কুল্ড ইঞ্জিন রয়েছে। এমনকি রয়্যাল এনফিল্ডের সবচেয়ে কম দামের বাইক হতে চলেছে এই বুলেট 350-এর নতুন সংস্করণটি।

Continental GT 650:(আপডেটেড ভার্সন)

রয়্যাল এনফিল্ড 2023-এর নভেম্বর মাসে Continental GT বাইকটির আপডেটেড ভার্সন লঞ্চ করতে পারে। এটি তাদের 650 সিসির অন্যতম জনপ্রিয় একটি বাইকের আপডেটেড ভার্সন হবে। নতুন বাইকটিতে ডিজাইনের কিছুটা পরিবর্তন হয়েছে। এছাড়াও নতুন অনেকগুলি ফিচার যোগ করা হয়েছে। তবে ইঞ্জিন স্পেসিফিকেশন অপরিবর্তিত থাকবে বলেই জানিয়েছে সংস্থা। আপডেটেড ভার্সনটিতে অ্যালয় ও স্পোক হুইল এর অপশনও বেছে নেওয়ার সুযোগ রয়েছে।

Shotgun 650:

রয়্যাল এনফিল্ড তাদের জনপ্রিয় বাইক Shotgun 650 এর আপডেটেড ভার্সন লঞ্চ করা হবে। কোম্পানির তরফে জানানো হয়েছে, শটগান 650 আপডেটেড ভার্সনটিতে সুপার মিটিয়র 650-র (কোম্পানির অন্য় একটি মডেল) ব্যবহৃত ইঞ্জিনটিই দেওয়া হবে বলে মনে করা হচ্ছে। রয়্যাল এনফিল্ডের তরফে লঞ্চ হওয়া এটিই ভারতের সবচেয়ে দামি বাইক হবে।

Himalayan 450:

রয়্যাল এনফিল্ডের সবচেয়ে জনপ্রিয় অ্যাডভেঞ্চার বাইক হিমালয়ানের (Himalayan) পাওয়ারফুল ভার্সন (Himalayan 450) লঞ্চ হতে পারে 2023-এর আগস্ট মাসে। ইতিমধ্যেই বাইকটির টেস্টিং শুরু হয়ে গিয়েছে। Himalayan 450-র পিছনে মনোশক অ্যাবজর্ভার লাগানো রয়েছে। এছাড়াও সামনের ও পিছনের চাকাতে যথাক্রমে 21 ইঞ্চি ও 18 ইঞ্চি স্পোক হুইল ব্যবহার করা হয়েছে।

Royal Enfield Classic Bobber:

রয়্যাল এনফিল্ড ক্লাসিক ববার বাইকটি সংশ্লিষ্ট কোম্পানির অন্যতম জনপ্রিয় একটি বাইক। বাইকটির আপডেটেড ভার্সন Jawa 42 Bobber এবং Jawa Perak 2023 সালের প্রথম দিকে লঞ্চ করা হবে।

 

Next Article