Ather 450X Price Cut: এক ধাক্কায় 30,000 টাকা সস্তা হল Ather 450X, নতুন দাম কত?

TV9 Bangla Digital | Edited By: সায়ন্তন মুখোপাধ্যায়

Apr 13, 2023 | 5:16 PM

এখন Ather 450X আপনি কিনতে পারবেন মাত্র 98,183 টাকায় (এক্স-শোরুম, দিল্লি)। পাশাপাশি EV ম্যানুফ্যাকচারারটি তাদের লাইনআপ থেকে Ather 450 Plus স্কুটারটি সরিয়ে দিয়েছে। এছাড়াও, Ather একটি Pro Pack নিয়ে এসেছে, যা স্কুটারগুলিতে এমনিতে এতদিন দেওয়া হত কিন্তু এখন তা অতিরিক্ত হিসেবেই পাওয়া যাবে।

Ather 450X Price Cut: এক ধাক্কায় 30,000 টাকা সস্তা হল Ather 450X, নতুন দাম কত?
Ather 450X-এর দাম কমল।

Follow Us

Ather 450X ইলেকট্রিক স্কুটারের দাম এক ধাক্কায় অনেকটাই কমানো হল। বৃহস্পতিবার ই-স্কুটার প্রস্তুতকারক সংস্থাটি তার জনপ্রিয় মডেলের দাম কমানোর ঘোষণা করেছে। এখন Ather 450X আপনি কিনতে পারবেন মাত্র 98,183 টাকায় (এক্স-শোরুম, দিল্লি)। পাশাপাশি EV ম্যানুফ্যাকচারারটি তাদের লাইনআপ থেকে Ather 450 Plus স্কুটারটি সরিয়ে দিয়েছে। এছাড়াও, Ather একটি Pro Pack নিয়ে এসেছে, যা স্কুটারগুলিতে এমনিতে এতদিন দেওয়া হত কিন্তু এখন তা অতিরিক্ত হিসেবেই পাওয়া যাবে। প্রসঙ্গত, ফিচারগুলি অতিরিক্ত করে দেওয়ার ফলে Ather 450X-এর এতটা দাম কমেছে।

Ather 450X-এর দাম কতটা কমল?

Ather 450X ইলেকট্রিক স্কুটার থেকে মূলত যে ফিচারগুলিকে এবার অতিরিক্ত হিসেবে বিবেচিত করা হবে, সেই তালিকায় রয়েছে রাইড মোড, টাচস্ক্রিন, ব্লুটুথ কানেক্টিভিটি ইত্যাদি। এগুলি আপনি যদি না নিতে চান, তাহলে স্কুটারটি আরও 30,000 টাকা কমে কিনতে পারবেন। আর যদি সব ফিচার্স মিলিয়ে যদি স্কুটারটি কিনতে চান, তাহলে স্কুটারটি আগের দামেই পাবেন। সেক্ষেত্রে Ather 450X ক্রয় করতে আপনার খরচ হবে 128,443 টাকা (এক্স-শোরুম)। এখন এই অতিরিক্ত ফিচারগুলি আপনি নিন আর না নিন, পাওয়ার ও পারফরম্যান্স কিন্তু আগের মতো একই থাকবে।

প্রতিযোগী টু-হুইলার প্রস্তুতকারক সংস্থাগুলি যেখানে একের পর এক মডেল নিয়ে এসে ইলেকট্রিক স্কুটারের বাজারে জনপ্রিয়তা অর্জন করেছে। সেখানে Ather 450X বাকিদের তুলনায় বিক্রিবাট্টার নিরিখে এখনও সেভাবে মাথা তুলতে পারেনি। তার কারণ, দেশের হাই-স্পিড ইলেকট্রিক স্কুটার সেগমেন্টে Ola S1 Pro-র থেকে অনেকটাই দামি Ather 450X। তবে, এখন এই দাম কমার ফলে এই স্কুটার দিয়ে Ola S1 Pro-কে সরাসরি টক্কর দেওয়ার চেষ্টা করছে Ather।

Ather 450X ইলেকট্রিক স্কুটারে পাওয়ারের জন্য রয়েছে 6.4 kW ইলেকট্রিক মোটর। এক চার্জে এই স্কুটারটি 146 কিলোমিটার পর্যন্ত রেঞ্জ দিতে পারে। চমৎকার অ্যাক্সিলারেশন ক্ষমতা স্কুটারটির, মাত্র 3.3 সেকেন্ডের মধ্যেই 0-40 kmph স্পিড তুলতে পারে Ather 450X। স্কুটারের দাম কমার ফলে তা আরও অনেক বেশি মানুষ কিনতে আগ্রহী হবেন বলে আশা করছে Ather।

Next Article