Tata Nexon Finance Plan: সাব 5 মিটার SUV সেগমেন্টে 5 স্টার রেটিংয়ের যে কয়েকটা গাড়ির নাম মাথায় আসবে, তাদের প্রথমেই রয়েছে Tata Nexon। গাড়িটির দাম তার প্রতিযোগীদের তুলনায় যেমন অনেকটা কম, তেমনই আবার ডিজ়াইন থেকে শুরু করে ফিচার্স, সেফটি, মাইলেজ, সানরুফ সবদিক থেকেই বাকিদের তুলনায় অনেকটা এগিয়ে টাটা নেক্সন। সম্প্রতি এই গাড়িটির 5 লাখ ইউনিট তৈরির অনন্য মাইলফলক ছুঁয়েছে। এ দেশের বহু মানুষের কাছেই Tata Nexon গাড়িটি রয়েছে। অনেকে আবার এই গাড়িটি কেনার চিন্তাভাবনা করছেন। কিন্তু এক বারে 8 লাখ টাকাটা বের করাও তো মুখের কথা নয়! সেই তাঁদের জন্যই রয়েছে দুর্দান্ত ফাইন্যান্স অপশন, যার সাহায্যে আপনি মাত্র 99,000 টাকা ডাউন পেমেন্ট করে, বাকি টাকাটা সহজ কিছু কিস্তিতে EMI হিসেবে দিতে পারেন। গাড়ির দাম থেকে শুরু করে ফাইন্যান্স অপশন, ফিচার-সহ অন্যান্য যাবতীয় তথ্য জেনে নেওয়া যাক।
Tata Nexon: কত দাম?
Tata Nexon গাড়িটির একাধিক ভ্যারিয়েন্ট রয়েছে। তাদের মধ্যে সবথেকে কম দামি মডেল হল Tata Nexon XE মডেলটি, যার দাম শুরু 7,79,900 টাকা (এক্স শোরুম, দিল্লি)। এই গাড়িই আপনি যখন কিনতে যাবেন, তখন তার অন রোড প্রাইস হবে 8,75,367 টাকা।
Tata Nexon: ফাইন্যান্স প্ল্যান
জানলে খুশি হবেন যে, Tata Nexon গাড়িটি কেনার জন্য আপনার কাছে যদি 8 লাখ টাকা না-ও থাকে, তা-ও আপনি গাড়িটি বাড়ি নিয়ে আসতে পারবেন। ফাইন্যান্স প্ল্যানে মাত্র 99,000 টাকা ডাউন পেমেন্ট করেই আপনার গ্যারাজের সদস্য হতে পারে একটি টাটা নেক্সন। অনলাইন ডাউন পেমেন্ট এবং ইএমআই ক্যালকুলেটর অনুযায়ী, আপনার কাছে যদি 99,000 টাকা থাকে তাহলে আপনি 5 বছরের জন্য EMI দিয়ে গাড়ির পুরো দাম শোধ করতে পারবেন। এখন প্রশ্ন হচ্ছে, 5 বছর ধরে তার জন্য প্রতি মাসে আপনাকে কত টাকা খরচ করতে হবে? EMI হিসেবে 5 বছর ধরে প্রতি মাসে 16,419 টাকা দিলেই আপনি গাড়ির পুরো দাম শোধ করতে পারবেন।
Tata Nexon: ইঞ্জিন ও ট্রান্সমিশন
টাটা মোটরস তার এই গাড়িতে 1199 CC-র একটি পেট্রল ইঞ্জিন দিয়েছে, যা সর্বাধিক 118.35bhp পাওয়ার এবং 170Nm পিক টর্ক জেনারেট করতে পারে। এই ইঞ্জিনের সঙ্গে 5 স্পিড ম্যানুয়াল গিয়ারবক্সও জুড়ে দেওয়া হয়েছে।
Tata Nexon: মাইলেজ
নেক্সনের মাইলেজ সম্পর্কে Tata Motors-এর তরফ থেকে বলা হয়েছে, এই গাড়িটি 17.33 কিলোমিটার প্রতি লিটার মাইলেজ দিতে পারে। এই মাইলেজ ARAI দ্বারা প্রমাণিত।
Tata Nexon: ফিচার্স
ফিচার্সের দিক থেকে এই গাড়িতে রয়েছে মাল্টি ফাংশন হুইল, পাওয়ার অ্যাডজাস্টেবল এক্সটিরিয়াল রিয়ার ভিউ মিরর, টাচস্ক্রিন ইনফোটেইনমেন্ট সিস্টেম, অটোমেটিক ক্লাইমেট কন্ট্রোল, ইঞ্জিন স্টার্ট স্টপ বাটন, অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম, ফ্রন্ট সিট ডুয়াল এয়ারব্যাগের মতো জরুরি ফিচার্স।