Ather Energy E-Scooter: আগের থেকে আরও বড় সিট, আরও 4টি নতুন রঙের ই-স্কুটার আজ লঞ্চ করছে Ather Energy, দাম সাধ্যের মধ্যেই

450X ও 450 Plus: Ather Energy স্কুটারের একটি নতুন আপডেট ঘোষণা করতে পারে। সম্প্রতি, সংস্থাটি টুইট করে তার Ather 450X EV স্কুটারের একটি নতুন আপডেটের ইঙ্গিত দিয়েছে। এতদিন কেবলমাত্র স্পেস গ্রে, মিন্ট গ্রীন এবং হোয়াইট কালারে বেছে নেওয়া যেত 450X।

Ather Energy E-Scooter: আগের থেকে আরও বড় সিট, আরও 4টি নতুন রঙের ই-স্কুটার আজ লঞ্চ করছে Ather Energy, দাম সাধ্যের মধ্যেই
নতুন কালার অপশন লঞ্চ করবে।
Follow Us:
| Edited By: | Updated on: Jan 15, 2023 | 3:38 PM

Ather Energy-এর ইলেকট্রিক স্কুটারগুলির ভারতে প্রচুর চাহিদা রয়েছে। সংস্থাটি 7ই জানুয়ারী তাদের এথার কমিউনিটি ডে (Ather Community Day)-এর আয়োজন করেছে। এই দিনে, Ather Energy স্কুটারের একটি নতুন আপডেট ঘোষণা করতে পারে। সম্প্রতি, সংস্থাটি টুইট করে তার Ather 450X EV স্কুটারের একটি নতুন আপডেটের ইঙ্গিত দিয়েছে। এতদিন কেবলমাত্র স্পেস গ্রে, মিন্ট গ্রীন এবং হোয়াইট কালারে বেছে নেওয়া যেত 450X। নতুন বছর শুরু হতেই ভারতের প্রসিদ্ধ ইলেকট্রিক স্কুটার (Electronic Scooter) নির্মাতা এথার এনার্জি (Ather Energy) টিজার প্রকাশ করে তাদের স্কুটারে নতুন লাল রঙের ই-স্কুটারের আভাস দিয়েছিল। সেই মতোই তাদের 450X ও 450 Plus ই-স্কুটারের নতুন কালার অপশন লঞ্চ করবে বলে জানা গিয়েছে।

450X ও 450 Plus-এর আরও একটি আপডেট আসবে বলে মনে করা হচ্ছে। এতে আগের তুলনায় আরও বড় সিট দেওয়া হতে পারে। এছাড়া Ather 450X-এর সাসপেনশন সমস্যা মেটাতে কিছু বদল করা হতে পারে বলে জানা গিয়েছে। Ather Energy সংস্থাটি 450 রেঞ্জে এবার চারটি নতুন রং যুক্ত করতে চলেছে। কসমিক ব্ল্যাক, লুনার গ্রে, সল্ট গ্রীন এবং র‍্যাভিসিং রেড। তবে এথার কমিউনিটি ডে-তে এই বিষয়ে নিশ্চিত করবে সংস্থাটি।

450X ও 450 Plus হল সংস্থার ফ্ল্যাগশিপ ই-স্কুটার, যাতে উপস্থিত একটি 2.9 কিলোওয়াট আওয়ার লিথিয়াম আয়ন ব্যাটারি প্যাক, এবং এর রেঞ্জ 80.1 কিমি। আবার 60 কিমি প্রতি ঘন্টার গতিবেগ তুলতে ই-স্কুটারটির সময় লাগে 7.36 সেকেন্ড। নতুন রঙের ইলেকট্রিক স্কুটার দু’টির দাম সামান্য বাড়াতে পারে এথার। বর্তমানে 450 Plus ও 450X-এর দাম 1.17 লক্ষ ও 1.39 লক্ষ টাকা। অন্যদিকে ই-স্কুটারের চাহিদা জোগান দিতে নিজেদের উৎপাদনের সংখ্যা বৃদ্ধির কথা ঘোষণা করেছে Ather।