Upcoming Commuter Bike: 2023-এ বাইক কেনার প্ল্যান আছে? আপনার জন্য 5টি সেরা মডেলের সন্ধান

Commuter Bike In 2023: এখন বেশীরভাগ বাইক ব্যবহারকারীরা চান তাদের বাইকটির মাইলেজ যেন বেশি হয়। তাই প্রায় প্রতিটি টু-হুইলার বিক্রয়কারী সংস্থার ঝুলিতেই কম বেশি এই জাতীয় সস্তার বাইক রয়েছে। মূল্য যেমন কম, আবার সামান্য খরচেই চালানো যায়। তবে দেখে নিন পাঁচটি সেরা মডেলের বাইক।

| Edited By: | Updated on: Jan 08, 2023 | 9:30 AM
বর্তমানে ভারতে কমিউটার বাইকের বিক্রি সর্বাধিক। বর্তমানে দেশের বাজারে জ্বালানি তেলের দাম বৃদ্ধি পাওয়ার কারণে বাইক রাইডাদের কাছে মাইলেজ একটি গুরুত্বপুর্ন বিষয় হয়ে দাঁড়িয়েছে। এখন বেশীরভাগ বাইক ব্যবহারকারীরা চান তাদের বাইকটির মাইলেজ যেন বেশি হয়। তাই প্রায় প্রতিটি টু-হুইলার বিক্রয়কারী সংস্থার ঝুলিতেই কম বেশি এই জাতীয় সস্তার বাইক রয়েছে। মূল্য যেমন কম, আবার সামান্য খরচেই চালানো যায়। তবে দেখে নিন পাঁচটি সেরা মডেলের বাইক।

বর্তমানে ভারতে কমিউটার বাইকের বিক্রি সর্বাধিক। বর্তমানে দেশের বাজারে জ্বালানি তেলের দাম বৃদ্ধি পাওয়ার কারণে বাইক রাইডাদের কাছে মাইলেজ একটি গুরুত্বপুর্ন বিষয় হয়ে দাঁড়িয়েছে। এখন বেশীরভাগ বাইক ব্যবহারকারীরা চান তাদের বাইকটির মাইলেজ যেন বেশি হয়। তাই প্রায় প্রতিটি টু-হুইলার বিক্রয়কারী সংস্থার ঝুলিতেই কম বেশি এই জাতীয় সস্তার বাইক রয়েছে। মূল্য যেমন কম, আবার সামান্য খরচেই চালানো যায়। তবে দেখে নিন পাঁচটি সেরা মডেলের বাইক।

1 / 6
Ola Electric বাইক: ওলা-র সিইও ভাবিশ আগরওয়াল জানিয়েছেন তাদের সংস্থা 2023-এ কমিউটার বাইকের দুনিয়ায় পদার্পণ করতে চলেছে। এক অফিসিয়াল ব্লগ পোস্টে তিনি জানিয়েছিলেন, “2023-এ আমরা একাধিক ইলেকট্রিক টু-হুইলার লঞ্চ করব। যার মধ্যে রয়েছে সর্বসাধারণের জন্য এবং একাধিক প্রিমিয়াম বাইক।”

Ola Electric বাইক: ওলা-র সিইও ভাবিশ আগরওয়াল জানিয়েছেন তাদের সংস্থা 2023-এ কমিউটার বাইকের দুনিয়ায় পদার্পণ করতে চলেছে। এক অফিসিয়াল ব্লগ পোস্টে তিনি জানিয়েছিলেন, “2023-এ আমরা একাধিক ইলেকট্রিক টু-হুইলার লঞ্চ করব। যার মধ্যে রয়েছে সর্বসাধারণের জন্য এবং একাধিক প্রিমিয়াম বাইক।”

2 / 6
Honda 100-110 cc: গত বছর হোন্ডা সভাপতি আতসুশি ওগাটা এক সাক্ষাৎকারে একটি নতুন কমিউটার বাইকের লঞ্চের বিষয়ে নিশ্চিত করেছিলেন। তবে অনুমান করা হচ্ছে মাইলেজের দিক থেকে বাইকটি Honda CD110 Dream-এর থেকে এগিয়ে থাকবে।

Honda 100-110 cc: গত বছর হোন্ডা সভাপতি আতসুশি ওগাটা এক সাক্ষাৎকারে একটি নতুন কমিউটার বাইকের লঞ্চের বিষয়ে নিশ্চিত করেছিলেন। তবে অনুমান করা হচ্ছে মাইলেজের দিক থেকে বাইকটি Honda CD110 Dream-এর থেকে এগিয়ে থাকবে।

3 / 6
TVS Fiero 125: 2022-এর শুরুতে টিভিএস একাধিক প্রোডাক্টের নাম রেজিস্টার করেছে বলে জানা গেছিল। যার মধ্যে একটি হল Fiero। এখন সংস্থার ঝুলিতে রয়েছে একটি দৃঢ় প্লাটফর্ম এবং Raider 125-এ ব্যবহৃত একটি উন্নত পারফরম্যান্সের 125 সিসি ইঞ্জিন।

TVS Fiero 125: 2022-এর শুরুতে টিভিএস একাধিক প্রোডাক্টের নাম রেজিস্টার করেছে বলে জানা গেছিল। যার মধ্যে একটি হল Fiero। এখন সংস্থার ঝুলিতে রয়েছে একটি দৃঢ় প্লাটফর্ম এবং Raider 125-এ ব্যবহৃত একটি উন্নত পারফরম্যান্সের 125 সিসি ইঞ্জিন।

4 / 6
Yamaha XSR125: 2023-এ ভারতে লঞ্চের তালিকায় রয়েছে Yamaha XSR125। বর্তমানে ব্র্যান্ডের এন্ট্রি লেভেল রেট্রো মোটরসাইকেল হিসেবে ইউরোপের বাজারে এটি বিক্রি হয়। এটি 125CC লিকুইড কুল্ড ইঞ্জিনে ছোটে। যা থেকে সর্বোচ্চ 14.75BHP শক্তি এবং 10.85MM টর্ক উৎপন্ন হয়।

Yamaha XSR125: 2023-এ ভারতে লঞ্চের তালিকায় রয়েছে Yamaha XSR125। বর্তমানে ব্র্যান্ডের এন্ট্রি লেভেল রেট্রো মোটরসাইকেল হিসেবে ইউরোপের বাজারে এটি বিক্রি হয়। এটি 125CC লিকুইড কুল্ড ইঞ্জিনে ছোটে। যা থেকে সর্বোচ্চ 14.75BHP শক্তি এবং 10.85MM টর্ক উৎপন্ন হয়।

5 / 6
Pure EV EcoDryft: Pure EV ইতিমধ্যেই তাদের ইলেকট্রিক বাইক EcoDryft সম্পর্কে তথ্য প্রকাশ করেছে। ভারতে এটির ডিজাইনও নির্মাণ করা হয়েছে। এটি সংস্থার ফ্ল্যাগশিপ মোটরসাইকেলের জায়গা পেতে চলেছে বলে অনুমান।

Pure EV EcoDryft: Pure EV ইতিমধ্যেই তাদের ইলেকট্রিক বাইক EcoDryft সম্পর্কে তথ্য প্রকাশ করেছে। ভারতে এটির ডিজাইনও নির্মাণ করা হয়েছে। এটি সংস্থার ফ্ল্যাগশিপ মোটরসাইকেলের জায়গা পেতে চলেছে বলে অনুমান।

6 / 6
Follow Us: