Auto Expo 2023-এ দুর্ধর্ষ লুকের 3টি ক্রুজার বাইক নিয়ে হাজির Benelli

TV9 Bangla Digital | Edited By: অন্বেষা বিশ্বাস

Jan 17, 2023 | 1:31 PM

Benelli Group New Bikes: Benelli একসঙ্গে তিনটি বাইক লঞ্চ করেছে। সেই বাইকগুলি হল – LFC700, LFS 700 এবং Dark Flag। চলতি বছরেই এই তিনটি বাইক ভারতের বাজারে লঞ্চ হতে পারে বলে মনে করা হয়েছে।

Auto Expo 2023-এ দুর্ধর্ষ লুকের 3টি ক্রুজার বাইক নিয়ে হাজির Benelli

Follow Us

Benelli Latest Bike: অটো এক্সপো 2023-এ (Auto Expo 2023) ইতালির প্রিমিয়াম টু-হুইলার নির্মাতা Benelli একসঙ্গে তিনটি বাইক লঞ্চ করেছে। সেই বাইকগুলি হল – LFC700, LFS 700 এবং Dark Flag। চলতি বছরেই এই তিনটি বাইক ভারতের বাজারে লঞ্চ হতে পারে বলে মনে করা হয়েছে। তিনটি বাইকের ডিজাইনই বেশ অন্য়রকম। তবে চলুন LFC700, LFS 700 এবং Dark Flag সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক।

Benelli LFC 700: Benelli Group Motor Show-এ এই ক্রুজার বাইক Benda LFC 700 প্রদর্শন করেছিল। এতে Benda LFS 700 এর মতো 4 সিলিন্ডার সহ একটি 680cc লিকুইড কুলড ইঞ্জিন দেওয়া হয়েছে। তবে এই ইঞ্জিনটি 91 bhp শক্তি উৎপন্ন করতে সক্ষম। ম্যানুয়াল গিয়ারবক্স ইঞ্জিনের সাথে যুক্ত। 275 কেজি ওজনের বাইকটিতে 20 লিটার ক্ষমতার একটি ফুয়েল ট্যাঙ্ক দেওয়া হয়েছে।

Benelli LFS 700: অটো এক্সপোতে, Benelli Group তার ক্রুজার বাইক Benda LFS 700-এর এক ঝলক উপস্থাপন করেছে। Benda LFS 700-এ 4 সিলিন্ডার সহ একটি 680cc ইঞ্জিন রয়েছে। এই ইঞ্জিনটি 74 bhp শক্তি এবং 67 Nm টর্ক জেনারেট করতে সক্ষম। ইঞ্জিনের সাথে একটি 6 স্পিড গিয়ারবক্স যুক্ত করা হয়েছে। 226 কেজি ওজনের বাইকটিতে 18 লিটার ক্ষমতার একটি ফুয়েল ট্যাঙ্ক রয়েছে।

Dark Flag: অটো এক্সপোতে, Benelli Group তার ক্রুজার বাইক বেন্ডা ডার্ক ফ্ল্যাগ (Dark Flag)-র এক ঝলক উপস্থাপন করেছে। ইতালীয় সংস্থার প্রদর্শিত তিন নম্বর মডেলটি হল Dark Flag। এটি একটি ক্রুজার বাইক। মোটরসাইকেলটির ফিচারের মধ্যে রয়েছে নিচু সিট, চওড়া হ্যান্ডেলবার, ফরওয়ার্ড সেট ফুটপেগ, অ্যালয় হুইল, সিঙ্গেল হেডলাইট, এবং মোটা এগজস্ট। যার মধ্যে 496cc V4 ইঞ্জিন দেওয়া হয়েছে। এই ইঞ্জিনটি 52 bhp শক্তি এবং 42 Nm টর্ক জেনারেট করতে সক্ষম। 231 কেজি ওজনের বাইকটিতে 16 লিটার ক্ষমতার একটি ফুয়েল ট্যাঙ্ক রয়েছে।

Benelli Group দাম সম্পর্কে এখনও কিছু জানায়নি। তবে এই ক্রুজার বাইকের সর্বোচ্চ গতি হবে ঘণ্টায় 170 থেকে 195 কিলোমিটার। দাম সম্পর্কে বলতে গেলে, চিনে এই শক্তিশালী বাইকের দাম প্রায় 48,500 ইউয়ান (চিনা মুদ্রা) থেকে শুরু হয়েছে। এই প্রসঙ্গে, ভারতে Benda ব্র্যান্ডের সুপারবাইকের দাম প্রায় 5.57 লক্ষ টাকা হতে পারে।

Next Article