Bharat NCAP: ভারতীয় গাড়ির নিজস্ব সুরক্ষা রেটিং প্রোগ্রাম চালু করবেন নিতিন গড়করি, কী সুবিধা?

TV9 Bangla Digital | Edited By: সায়ন্তন মুখোপাধ্যায়

Aug 21, 2023 | 1:23 PM

Bharat NCAP Launch News: দেশের একটা নিজস্ব সেফটি রেটিং প্রোগ্রাম নিয়ে আসার পিছনে মূল উদ্দেশ্য হল, ভারতে 3,500 কেজি পর্যন্ত ওজনের গাড়ির নিরাপত্তার মান উন্নত করে আখেরে সড়ক নিরাপত্তা বাড়ানো। কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নিতিন গড়করি নিজেই Bharat NCAP এর আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।

Bharat NCAP: ভারতীয় গাড়ির নিজস্ব সুরক্ষা রেটিং প্রোগ্রাম চালু করবেন নিতিন গড়করি, কী সুবিধা?
ভারতের নিজস্ব গাড়ির অ্যাসেসমেন্ট প্রোগ্রাম।

Follow Us

ভারতে তৈরি, ভারতের তৈরি গাড়ির সুরক্ষা রেটিংয়ের জন্য দেশের গাড়ি প্রস্তুতকারক সংস্থাগুলিকে এতদিন গ্লোবাল NCAP এর উপরে নির্ভর করে থাকত। এবার সেই সেফটি রেটিংয়ের বন্দোবস্ত করা হচ্ছে ভারতেই। ভারত নিউ কার অ্যাসেসমেন্ট প্রোগ্রাম (Bharat NCAP) লঞ্চ করছে আগামী 22 জুলাই, মঙ্গলবার। কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নিতিন গড়করি নিজেই Bharat NCAP এর আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।

দেশের একটা নিজস্ব সেফটি রেটিং প্রোগ্রাম নিয়ে আসার পিছনে মূল উদ্দেশ্য হল, ভারতে 3,500 কেজি পর্যন্ত ওজনের গাড়ির নিরাপত্তার মান উন্নত করে আখেরে সড়ক নিরাপত্তা বাড়ানো। সেফটি রেটিং পেতে গাড়ি নির্মাতাদের স্বেচ্ছায় প্রথমে তাদের যানবাহন পরীক্ষার ইচ্ছাপ্রকাশ করে গাড়িগুলিকে জমা দিতে হবে এবং ক্র্যাশ টেস্ট পারফরম্যান্সের ভিত্তিতে রেটিং দেওয়া হবে।

ক্র্যাশ টেস্ট গ্রাহকের কী সুবিধা?

কোন গাড়ি কিনবেন আর কোনটা কিনবেন না, চূড়ান্ত সিদ্ধান্তে উপনীত হতে Bharat NCAP একটি মূল্যবান হাতিয়ার হিসেবে কাজ করবে। ভারতের মতো একটা দেশের বাজারে সুরক্ষার বিচার করে গাড়ি কেনাটা অনেক ক্রেতার কাছেই আরও সহজতর হবে।

সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রণালয় (MoRTH) অনুমান করছে যে, গাড়ির নিরাপত্তা সংক্রান্ত এই নতুন রেগুলেশন নিরাপদ গাড়ির চাহিদা আরও বাড়াবে এবং সুরক্ষার সর্বাধিক মান নিশ্চিত করে নির্মাতাদের গাড়ি প্রস্তুত করতেও অনুপ্রাণিত করবে। নিরাপত্তা রেটিং গ্রাহকদের ক্রয়ের সিদ্ধান্ত নেওয়ার সময় বিভিন্ন যানবাহনের নিরাপত্তার বিষয়গুলিকে তুলনাও করতে দেবে।

Bharat NCAP আর কোন দিকে সাহায্য করবে?

কেন্দ্রের এই বিশেষ মন্ত্রণালয় মনে করছে, দেশের বাজারের অভ্যন্তরীণ চাহিদা এবং রফতানি উভয় ক্ষেত্রেই ইতিবাচক প্রভাব ফেলবে Bharat NCAP। উচ্চ নিরাপত্তা মান প্রয়োগ করে, ভারতীয় গাড়িগুলি বিশ্ব বাজারে প্রতিযোগিতা করার জন্য আরও ভালভাবে সজ্জিত হবে এবং তার ফলে দেশে গাড়ি প্রস্তুতকারকদের রফতানির সম্ভাবনা আরও বৃদ্ধি পাবে।

ইতিমধ্যেই এই উদ্যোগ Maruti Suzuki, Toyota এবং Mahindra সহ ভারতের বেশ কয়েকটি বড় গাড়ি-প্রস্তুতকারকদের কাছ থেকে সমর্থন পেয়েছে।

Next Article