Vespa-র জাস্টিন বিবার এডিশনের স্কুটার লঞ্চ হল ভারতে, দাম 6.45 লাখ টাকা

TV9 Bangla Digital | Edited By: সায়ন্তন মুখোপাধ্যায়

Aug 21, 2023 | 8:41 PM

এই Justin Bieber X Vespa কালেকশনে রয়েছে ফুল LED লাইট এবং 12 ইঞ্চির অ্যালয় হুইল। গাড়িটির প্রতিটি প্রান্তে অনন্য টাচ দিয়ে তার লুক অনবদ্য করেছেন জনপ্রিয় গায়ক। দেশের বাজারে Vespa Justin Bieber Edition এর দাম শুরু হচ্ছে 6,45,690 টাকা (এক্স-শোরুম)।

Vespa-র জাস্টিন বিবার এডিশনের স্কুটার লঞ্চ হল ভারতে, দাম 6.45 লাখ টাকা
এসে গেল ভেসপার জাস্টিন বিবার এডিশন।

Follow Us

আইকনিক ব্র্যান্ড Vespa-র সঙ্গে জুটি বাঁধলেন কানাডিয়ান গায়ক জাস্টিন বিবার। তৈরি করলেন Vespa-র একটি লিমিটেড এডিশনের স্কুটার, যা দেখতে অসাধারণ। বাইকের নাম Justin Bieber X Vespa কালেকশন। বিবারের মস্তিষ্কপ্রসূত ডিজ়াইন দেওয়া হয়েছে স্কুটারের এক্সটিরিয়ারে। তার ম্যাচিং হেলমেট, রিমস, স্যাডেল, গ্রিপ এবং লোগোর মতো একাধিক অ্যাক্সেসারিতেও ডিজ়াইনটি যোগ করা হয়েছে।

এই Justin Bieber X Vespa কালেকশনে রয়েছে ফুল LED লাইট এবং 12 ইঞ্চির অ্যালয় হুইল। গাড়িটির প্রতিটি প্রান্তে অনন্য টাচ দিয়ে তার লুক অনবদ্য করেছেন জনপ্রিয় গায়ক। দেশের বাজারে Vespa Justin Bieber Edition এর দাম শুরু হচ্ছে 6,45,690 টাকা (এক্স-শোরুম)।

এই স্কুটারে এখন 200mm ফ্রন্ট ডিস্ক ব্রেক, 140mm রিয়ার ড্রাম ব্রেক এবং সিঙ্গেল-চ্যানেল এবং সিঙ্গেল-চ্যানেল ABS দেওয়া হয়েছ অতিরিক্ত সুরক্ষার জন্য। TFT ড্যাশবোর্ড রয়েছে, যাতে ব্লুটুথ কানেক্টিভিটি এবং অ্যাপ কম্প্যাটিবিলিটি যোগ করা হয়েছে। একাধিক রিপোর্ট থেকে জানা গিয়েছে, স্কুটারটি সামগ্রিক অ্যাসেম্বলড্ ইউনিট হিসেবে ইম্পোর্ট করা হবে। বিশেষ এডিশনের মানের সঙ্গে যাতে কোনও আপস করতে না হয়, সেই কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Vespa এই স্কুটার মোট তিনটি ভ্যারিয়েন্টে অফার করছে। Piaggio India এ দেশে স্কুটারের 150cc মডেলটি বিক্রি করবে। ভারতীয় ভ্যারিয়েন্ট ইঞ্জিনটিতে রয়েছে একটি সিঙ্গেল সিলিন্ডার মিল, যা 12.5 bhp এবং 12.4 Nm টর্ক প্রোডিউস করতে পারে।

এই স্কুটার লঞ্চ করে জাস্টিন বিবার বলছেন, “অন্যদের অনুপ্রাণিত করতে পারে এমন কিছু তৈরি করার ক্ষমতা আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ। সব সময় নতুন কিছু তৈরি করা আমাদের কাছে খুবই উত্তেজনার। আমি এমন কিছু ব্র্যান্ডের সঙ্গে সর্বদা সংযুক্ত হতে চেয়েছি, যেখানে আমারও আলাদা করে কিছু অবদান থাকবে।”

এই স্কুটারের প্রেমে পড়ার ব্যাপারে জনপ্রিয় গায়ক আরও যোগ করে বললেন, “Vespa স্কুটারটিকে দেখা মাত্রই আমি তার প্রেমে পড়ে যাই। দেখার পরেই মনে হয়েছিল, আমি এরকম একটা স্কুটারে চড়তে চাই, চালাতে চাই। আর যখন আমি কিছু ডিজাইন করছি, তখন আমার মাথায় একটাই বিষয় ঘোরাফেরা করে, যা করছি তা কি সত্যিই অনন্য হচ্ছে? তার লুক কি অন্যরকম হচ্ছে? এটা কি ট্রেন্ডসেটিং কিছু?”

Next Article