সস্তার BYD Seagull EV ঝড় তুলতে আসছে 18 এপ্রিল, 405 কিলোমিটার পর্যন্ত রেঞ্জ
BYD Seagull একটি ইলেকট্রিক হ্যাচব্যাক, 18 এপ্রিল এই গাড়িটি লঞ্চ করা হবে। গাড়িটির বড় ব্যাটারির বিকল্পটি এক চার্জে 405 কিলোমিটার রেঞ্জ দিতে পারে এবং ছোট ব্যাটারি অপশনের গাড়িটি এক চার্জে 305 কিলোমিটার রেঞ্জ দেবে।
Build Your Dreams বা BYD তাদের নতুন ইলেকট্রিক গাড়ির এক ঝলক দেখাল। সেই গাড়িটি একটি ইলেকট্রিক হ্যাচব্যাক, যার নাম BYD Seagull। জানা গিয়েছে, 18 এপ্রিল এই গাড়িটি লঞ্চ করা হবে। HT Auto-র একটি রিপোর্ট অনুযায়ী, BYD এই মুহূর্তে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম গাড়ি প্রস্তুতকারক সংস্থা। Tesla-র ঠিক পরেই নিজেদের জায়গা করে নিয়েছে BYD। প্রাথমিক ভাবে এই BYD Seagull গাড়িটি চিন, ইউরোপ, ইজ়রায়েল, নিউ জ়িল্যাল্ড এবং থাইল্যান্ডের মার্কেটে লঞ্চ করা হবে।
BYD Seagull: ডিজ়াইন
Seagull গাড়িতে রয়েছে LED হেডলাইট, বাম্পারের একটু নিচের দিকে বড় একটি ট্রেপজ়োডিয়াল এয়ার ইনটেক, বুট লিডে স্পয়লার , ইত্যাদি মিলিয়ে গাড়িটির লুক বেশ স্পোর্টি হয়েছে। ফিচার্সের দিক থেকে এই গাড়িতে থাকবে ডিজিটাল ইনস্ট্রুমেন্ট প্যানেল, বিশেষ করে একটি বড় টাচস্ক্রিন, যা ইনফোটেইনমেন্ট সিস্টেমের জন্য কাজে লাগবে।
BYD Seagull: ব্যাটারি
এই ই-হ্যাচব্যাকে রয়েছে একটি লিথিয়াম আয়রন ফসফেট (LFP) ব্যাটারি। 30 kWh এবং 38 kWh, ব্যাটারিটি এই দুটি অপশনে পাওয়া যাবে। একাধিক রিপোর্ট থেকে জানা গিয়েছে, ব্যাটারিটি সোডিয়াম-আয়ন অপশনেও পাওয়া যাবে। এখন, তাই যদি হয়, তাহলে বিশ্বের প্রথম গাড়ি হিসেবে সোডিয়াম-আয়ন ব্যাটারি অপশনের গাড়ি হবে BYD Seagull।
BYD Seagull: রেঞ্জ
BYD-র তরফ থেকে দাবি করা হয়েছে, গাড়িটির বড় ব্যাটারির বিকল্পটি এক চার্জে 405 কিলোমিটার রেঞ্জ দিতে পারে এবং ছোট ব্যাটারি অপশনের গাড়িটি এক চার্জে 305 কিলোমিটার রেঞ্জ দেবে।
BYD Seagull: পাওয়ারট্রেন
এই গাড়িটির ইলেকট্রিক মোটররের দুটি অপশন থাকবে: 74 hp এবং 94 hp। গাড়িটির টপ স্পিড 130 kmph। জানা গিয়েছে, এই গাড়িটির দান হবে 27.45 লাখ টাকা থেকে 31.23 লাখ টাকার মধ্যে।