Upcoming Cars: Tata Motors থেকে Maruti, চলতি মাসেই লঞ্চ হতে চলেছে এই 4 গাড়ি

TV9 Bangla Digital | Edited By: অন্বেষা বিশ্বাস

May 02, 2023 | 11:17 AM

Latest Upcoming Cars: তালিকায় রয়েছে Maruti Suzuki, Tata Motors থেকে BMW গাড়ি। চলুন দেখে নেই এই গাড়িগুলির তালিকা। আর সেই সঙ্গে এই নতুন গাড়িগুলির দাম কী হবে, তাও লঞ্চের আগেই জেনে নিন।

Upcoming Cars: Tata Motors থেকে Maruti, চলতি মাসেই লঞ্চ হতে চলেছে এই 4 গাড়ি

Follow Us

Upcoming Cars List: চলতি বছরের শুরু থেকেই ভারতে একের পর এক নতুন গাড়ি লঞ্চ করেছে কোম্পানিগুলি। Maruti Suzuki Franks, MG Comet EV এবং 2023 Lexus RX-এর মতো গাড়ি 2023 সালের এপ্রিলে ইতিমধ্য়েই লঞ্চ হয়ে গিয়েছে। তার লঞ্চের প্রথম দিন থেকেই সেই সব গাড়িগুলি মানুষের মধ্য়ে বিরাট জনপ্রিয়তা লাভ করেছে। সেই বাজারকে ধরে রাখতেই চলতি মাসেও অনেকগুলি নতুন গাড়ি বাজারে প্রবেশ করতে চলেছে। এর মধ্যে রয়েছে Maruti Suzuki, Tata Motors থেকে BMW গাড়ি। চলুন দেখে নেই এই গাড়িগুলির তালিকা। আর সেই সঙ্গে এই নতুন গাড়িগুলির দাম কী হবে, তাও লঞ্চের আগেই জেনে নিন।

মারুতি সুজুকি জিমনি (Maruti Suzuki Jimny):

Maruti Suzuki Jimny গাড়িটির জন্য বহুদিন ধরে অপেক্ষা করছিল অনেক মানুষই। চলতি বছরে এই কোম্পানির সবচেয়ে বড় লঞ্চ হল এই গাড়িটি। 5 ডোর জিমনি একটি লাইফস্টাইল SUV হিসাবে লঞ্চ করা হবে। এতে একটি 1.5-লিটার K15B পেট্রোল ইঞ্জিন থাকবে, যা 105hp শক্তি উৎপন্ন করবে। এটি একটি 5-স্পিড ম্যানুয়াল বা একটি 4-স্পিড টর্ক কনভার্টার অটোমেটিক গিয়ারবক্স থাকবে। এর এক্স-শোরুম মূল্য 10 লক্ষ থেকে 12 লক্ষ টাকা পর্যন্ত হতে পারে।

BMW m2:

BMW ভারতে দ্বিতীয় জেনারেশনের M2 লঞ্চ করতে চলেছে। M2-তে একটি 3.0-লিটার টুইন-টার্বো ইনলাইন সিক্স সিলিন্ডার ইঞ্জিন থাকবে, যা 460 hp শক্তি এবং 550 Nm টর্ক জেনারেট করবে বলে আশা করা হচ্ছে। এই ইঞ্জিনটিতে 8-স্পিড স্টেপট্রনিক ট্রান্সমিশন এবং 6-স্পিড ম্যানুয়াল গিয়ারবক্স ব্যবহার করা হয়েছে। এই গাড়িটি M সিরিজের শেষ ICE মডেল হতে চলেছে। এই গাড়িটির এক্স-শোরুম দাম ধরা হয়েছে 1 কোটি টাকা।

টাটা আলট্রোজ সিএনজি (Tata Altroz CNG):

ভারতে CNG-এর জনপ্রিয়তা তুঙ্গে। আর তাই Tata Motors তার Altroz-এর CNG ভার্সন চালু করতে প্রস্তুত। Altroz ​​CNG-এর জন্য বুকিং ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। 21,000 টাকা দিলেই এর বিকিং করতে পারবেন। এটি XE, XM+, XZ এবং XZ+ ট্রিমে পাওয়া যাবে। এই গাড়িতে অ্যালয় হুইল, অটো এসি, সানরুফ এবং ছয়টি এয়ারব্যাগের মতো টপ-স্পেক ট্রিম ফিচার পেয়ে যাবেন। এতেএকটি 1.2-লিটার, 3-সিলিন্ডার ইঞ্জিন থাকবে, যা CNG মোডে 77hp শক্তি এবং 97Nm টর্ক জেনারেট করে। এটি একটি 5-স্পিড ম্যানুয়াল গিয়ারবক্স দেওয়া হয়েছে।

BMW X3 M40i:

BMW তার X3 ভ্যারিয়েন্ট লঞ্চ করতে চলেছে। এটিতে একটি 3.0-লিটার, 6-সিলিন্ডার, টার্বো-পেট্রোল ইঞ্জিন দেওয়া হবে। যা 360hp শক্তি এবং 500Nm টর্ক জেনারেট করে। এটিতে একটি 8-স্পিড অটোমেটিক গিয়ারবক্স থাকতে চলেছে। এছাড়াও আরও কিছু আপডেট করা হয়েছে এই গাড়িতে। ইতিমধ্যেই X3 M40i-এর বুকিং 5 লক্ষ টাকায় শুরু হয়ে গিয়েছে।

Next Article