Ola Electric To Refund: ইলেকট্রিক টু হুইলার প্রস্তুতকারক সংস্থা Ola Electric তার কাস্টমারদের 130 কোটি টাকা ফেরত দিতে চলেছে। ই-স্কুটারের সঙ্গে একটি অনবোর্ড চার্জার দেয় সংস্থাটি আর তার জন্য গ্রাহকদের কাছে অতিরিক্ত দামও চার্জ করে। CNBC-TV18 এর রিপোর্ট অনুযায়ী, কেন্দ্রের ভারী শিল্প মন্ত্রকের তরফে Ola Electric Scooterগুলির দাম নিয়ে তদন্ত করা হয়েছে। তারপরেই সংস্থাটি সরকারের কাছে জানিয়েছে যে, তারা গ্রাহকদের কাছে চার্জারের জন্য নেওয়া অতিরিক্ত টাকা ফিরিয়ে দেবে।
সরকারের এক কর্মকর্তা দাবি করছেন, “দ্য অটোমোটিভ রিসার্চ অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া (ARAI) পরবর্তী আর কোনও পদক্ষেপ নেবে না Ola Electric-এর বিরুদ্ধে। কারণ, কোম্পানি গত 30 এপ্রিল ARAI-এর কাছে একটি চিঠিতে জানিয়েছে, গ্রাহকদের 130 কোটি টাকা ফিরিয়ে দেবে। এই পরিমাণ টাকায় সংস্থাটি 2019-20 আর্থিক বর্ষে Ola S1 Pro ইলেকট্রিক স্কুটার চালকদের চার্জার বিক্রি করেছিল একটি অ্যাক্সেসারি হিসেবে।”
এদিকে সরকারের এই তদন্ত এবং ভর্তুকি স্থগিত করার বিষয়ে Ola Electric CEO ভাবিশ আগরওয়াল সংবাদমাধ্যম CNBC-TV18 এর কাছে দাবি করেছেন, সরকার তাদের যা করতে বলবে, তারা তা-ই করবেন। পাশাপাশি তিনি আরও জানিয়েছেন, Ola Electric তাদের সমস্ত সমস্যা সমাধানের জন্য সরকারের সঙ্গে যোগাযোগ রাখছে।
তবে শুধু ওলা ইলেকট্রিকই নয়। তার পাশাপাশিই আবার হিরো মোটোকর্প, টিভিএস মোটর কোম্পানি, এথার এনার্জি-র মতো সংস্থাও ভারী শিল্প মন্ত্রণালয়ের দ্বারা তদন্তের অধীনে রয়েছে। অভিযোগ, এই চারটি সংস্থাই সরকারের কাছ থেকে FAME স্কিমে ভর্তুকি পাওয়ার পরেও কাস্টমারদের কাছে অতিরিক্ত টাকা চার্জ করছিল। যদিও সংস্থাগুলি এর আগে দাবি করেছিল, এই অতিরিক্ত অর্থ নেওয়া হচ্ছে সফটওয়্যার ফিচার্স এবং অফ বোর্ড চার্জারের জন্যই। ইতিমধ্যেই Ather Energy এবং Ola Electric দুই সংস্থাই তাদের ইলেকট্রিক স্কুটারের দাম কমিয়েছে।
সম্প্রতি Ola Electric তাদের স্কুটারের দাম 1.39 লাখ টাকা থেকে 1.24 লাখ টাকা করেছে, যার মধ্যে চার্জারের দাম এবং সফটওয়্যারের ফিচার্সও অন্তর্ভুক্ত রয়েছে। ওলা ইলেকট্রিক খুব শীঘ্রই ARAI-এর কাছে একটি সার্টিফিকেট জমা দিতে চলেছে। কাস্টমাররা টাকা ফেরত পেয়ে গেলেই সার্টিফিকেটটি জমা করা হবে বলে সংস্থার তরফ থেকে জানানো হয়েছে।