Tata Motors তার SUV লাইন-আপকে ঢেলে সাজাচ্ছে। সংস্থাটি এই মুহূর্তে মোট চারটি SUV নিয়ে কাজ করছে। তার মধ্যে অন্যম একটি হল Curvv, যা শোকেস করা হয়েছিল চলতি বছরের অটো এক্সপোতে। সেই Tata Curvv গাড়িটি ভারতে চলে আসবে 2024 সালের প্রথমেই। এছাড়াও টাটা মোটরস ইতিমধ্যেই বাজারে থাকা তাদের একাধিক SUV-র ফেসলিফ্ট ভার্সন নিয়ে আসার তোড়জোড় শুরু করে দিয়েছে। টাটা মোটরস এখন যে সব গাড়িগুলির ফেসলিফ্ট ভার্সন নিয়ে আসবে, সেই তালিকায় রয়েছে Nexon, Harrier এবং Safari। এদের মধ্যে সবথেকে প্রথমে লঞ্চ করেতে চলেছে Tata Nexon কমপ্যাক্ট SUV-র ফেসলিফ্টেড ভার্সনটি। কবে নাগাদ লঞ্চ করবে সেই গাড়িটি, নতুন কী থাকছে তার মধ্যে, জেনে নিন সব তথ্য।
নিশ্চিত হওয়া না গেলেও একাধিক সূত্র থেকে জানা গিয়েছে, 2023 Nexon Facelift লঞ্চ করবে জুলাই মাসে। নিক্সনের ফার্স্ট জেনারেশনের কনসেপ্টেই তৈরি করা হচ্ছে গাড়িটি। ফেসলিফ্ট হওয়ার কারণে SUV হিসেবে তা পূর্ববর্তী প্রজন্মের তুলনায় কিছুটা কার্ভি হতে চলেছে। প্রথম ফেসলিফ্ট মডেল হিসেবে গাড়িটিতে থাকছে মাসকিউলার লুকিং ফ্রন্ট, যা ভারতের বাজারে এর আগে খুব একটা দেখা যায়নি।
এই গাড়ির এক্সটিরিয়ার Tata Motors অনেকটাই বদলাতে চলেছে। Curvv কনসেপ্ট মডেল দ্বারাই অনুপ্রাণিত গাড়িটি। স্প্লিট হেডল্যাম্প সেটআপ দেওয়া হচ্ছে, যার উপরে থাকবে LED ডেটাইম রানিং ল্যাম্প এবং বাম্পারে দেওয়া হচ্ছে মেইন হেডল্যাম্প ইউনিট। একটি প্রোজেক্টর সেটআপও দেওয়া হচ্ছে।
গাড়িটির বনেট ফ্ল্যাট ডিজ়াইনের। নতুন অ্যালয় হুইল ডিজ়াইন সহযোগে ফ্লেয়ার্ড হুইল আর্ক দেওয়া হচ্ছে। পাশাপাশি রিয়ারভিউ মিরর রয়েছে, যা Safari এবং Harrier-এর মতোই। গাড়িটির রিয়ারও নতুন ভাবে সাজানো হচ্ছে। স্লিক সেটের LED টেইল ল্যাম্প থাকছে, যা কানেক্ট করা রয়েছে একটি লাইটবারের মাধ্যমে। গাড়িটির যে হাই-এন্ড ভ্যারিয়েন্টটি আসবে, তাতে ডায়নামিক টার্ন ইন্ডিকেটরও থাকবে।
2023 Tata Nexon Facelift-এর ইন্টিরিয়রেও বেশি কিছু পরিবর্তন করা হচ্ছে। তার মধ্যে সবথেকে উল্লেখযোগ্য আপডেটটি হল 10.25 ইঞ্চির টাচস্ক্রিন ইনফোটেইনমেন্ট সিস্টেম, যা সম্প্রতি Harrier এবং Safari-তেও দেওয়া হয়েছে। ইনস্ট্রুমেন্ট ক্লাস্টারটিও এক্কেবারে নতুন হতে চলেছে।