Citroen India ভারতে তাদের পোর্টফোলিওর বিস্তার করল। একটি নতুন SUV নিয়ে হাজির হল সংস্থাটি। সেই গাড়ির নাম Citroen C3 Aircross। যদিও এই নতুন SUV-র নাম কোম্পানির তরফে জানানো হয়নি। 2023 সালের দ্বিতীয়ার্ধ্বে গাড়িটির দাম ঘোষণা করা হবে। Creta-র প্রতিযোগী এই SUV পাঁচ ও সাত সিটার লেআউটে পাওয়া যাবে বলে সংস্থার তরফে জানানো হয়েছে। অর্থাৎ, গাড়িটি যাঁরা কিনবেন তাঁরা 5 সিটার এবং 7 সিটার দুই অপশনই পেয়ে যাবেন। C3 Aircross গাড়িটি ভারতে Citroen-এর চতুর্থ গাড়ি হতে চলেছে C5 Aircross SUV, C3 হ্যাচব্যাক এবং eC3 ইলেকট্রিক ভেহিকলের পর।
Citroen C3 Aircross: ডিজ়াইন ও ফিচার্স
ডিজ়াইনের দিক থেকে এই C3 Aircross অনেকটাই C3 হ্যাচব্যাকের মতো। তবে তার ইউনিক স্টাইলিং এলিমেন্ট গাড়িটিকে একটা মাসকিউলার অ্যাপিল দিয়েছে। লেটেস্ট Citroen SUV-র দৈর্ঘ্য 4300 mm এবং হুইলবেস 2671 mm। গাড়িটিতে রয়েছে 10.2 ইঞ্চির টাচস্ক্রিন ইনফোটেইনমেন্ট সিস্টেম, ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার এবং বেসিক কিছু সেফটি ফিচার্স।
Citroen C3 Aircross: ইঞ্জিন এবং গিয়ারবক্স
এই গাড়িতে রয়েছে 1.2 লিটারের টার্বোচার্জড পেট্রল ইঞ্জিন, যা 110 bhp চার্ন আউট করে এবং 190 Nm পিক টর্ক দিতে পারে। ট্রান্সমিশন অপশনের দিক থেকে Citroen C3 Aircross-এ রয়েছে 6 স্পিড ম্যানুয়াল গিয়ারবক্স। সম্ভবত, পরবর্তীতে অটোমেটিক ট্রান্সমিশন ইক্যুইপড ভ্যারিয়েন্টগুলি দেশের বাজারে নিয়ে আসা হতে পারে। একাধিক ড্রাইভিং মোড রয়েছে গাড়িটিতে।
Citroen C3 Aircross: দাম, প্রতিযোগী কারা
আপাতত গাড়িটির পর্দা উন্মোচিত হয়েছে! Citroen অফিসিয়ালি ঘোষণা করল যে, C3 Aircross নামক একটি SUV-ও তারা নিয়ে আসছে। চলতি বছরের মাঝামাঝি সময় গাড়িটি অফিসিয়ালি লঞ্চ করবে সংস্থাটি। গাড়ির দাম সম্পর্কে সংস্থার তরফ থেকে কিছু জানানো হয়নি। তবে মনে করা হচ্ছে, Citroen C3 Aircross গাড়িটির দাম ভারতে 10 লাখ টাকা থেকে 15 লাখ টাকা পর্যন্ত হতে পারে।
Hyundai Creta, Kia Seltos, Maruti Suzuki XL6, Kia Carens-এর সঙ্গে টক্কর দিতে পারবে Citroen C3 Aircross।