E-Scooter Without License: লাস্ট-মাইল ইলেকট্রিক মোবিলিটি স্টার্ট-আপ Yulu তাদের নতুন ই-স্কুটার লঞ্চ করেছে। নতুন স্কুটারের নাম Yulu Wynn। স্কুটারের দাম শুরু হচ্ছে 55,555 টাকা। মাত্র 999 টাকায় এই স্কুটারটি বুক করতে পারবেন কাস্টমাররা। মে মাসের মাঝামাঝি সময় থেকে এই স্কুটারের বুকিং শুরু হয়ে যাবে। তবে সীমিত সময়ের অফারে এই দামে ই-স্কুটারটি আপনি ক্রয় করতে পারবেন। ইন্ট্রোডাক্টারি অফারের পরে এই ই-স্কুটারই আপনি পাবেন 64,999 টাকায়। Yulu Wynn ইলেকট্রিক স্কুটারটি প্রাথমিক ভাবে বেঙ্গালুরুতে পাওয়া যাবে। মে মাসের পর থেকেই দেশের অন্যান্য প্রান্তে চলে আসবে বাইকটি।
Yulu Wynn ই-স্কুটারটিতে রয়েছে একাধিক আকর্ষণীয় ফিচার্স। তার মধ্যে উল্লেখযোগ্য হল কিলেস অ্যাক্সেস এবং ইনস্ট্যান্ট ফ্যামিলি শেয়ারিং। পাশাপাশি সংস্থার তরফ থেকে বলা হয়েছে, কোম্পানির মোবিলিটি সাবস্ক্রিপশন প্যাকের সাহায্যে এই ই-স্কুটারেরই আপফ্রন্ট কস্ট আপনার জন্য 40% কমে যাবে। তবে সবথেকে আকর্ষণীয় বিষয়টি হল, এই ই-স্কুটার চালাতে আপনার ড্রাইভিং লাইসেন্সের দরকার হবে না। স্কারলেট রেড এবং মুনলাইট হোয়াইট এই দুটি রঙে আপনি ইয়ুলুর এই স্কুটারটি ক্রয় করতে পারবেন।
Yulu Wynn-এ রয়েছে একটি সোয়্যাপেবল ব্যাটারি প্যাক, যা আপনি এক মিনিটের মধ্যেই এক্সচেঞ্জ করতে পারবেন। অতিরিক্ত রেঞ্জ পেয়ে যাবেন জ়িরো টার্নঅ্যারাউন্ড টাইমে। Yuma Energy Network-এর উপরে কাজ করবে ইলেকট্রিক স্কুটারটি, যা Yulu এবং Magna-র জয়েন্ট ভেঞ্চার। দেশের বিভিন্ন প্রান্তে এই নেটওয়ার্কের উপরে ভিত্তি করেই সোয়্যাপিং স্টেশন তৈরি করছে সংস্থাটি। পাশাপাশি এই ব্যাটারি আপনি বাড়িতেই চার্জ দিতে পারবেন একটি পোর্টেবল চার্জারের সাহায্যে।
Yulu-র এই নতুন ইলেকট্রিক স্কুটারটিতে একাধিক কানেক্টিভিটি ফিচার্স রয়েছে। Yulu মোবাইল অ্যাপের সঙ্গে কানেক্ট করে রাখলে OTA আপডেট, রিমোট ভেহিকল অ্যাক্সেস সহ অনেক কিছু পেয়ে যাবেন। 16 বছরের বেশি বয়সের যে কেউ এই স্কুটারটি চালাতে পারবেন ড্রাইভিং লাইসেন্স ছাড়াই।