Car AC Maintenance Tips: বাইরে যখন 45 ডিগ্রি ছুঁই-ছুঁই, ঠিক সেই মুহূর্তেই আপনার গাড়ির এসিটি ঠিকভাবে কাজ করছে না। আবার কাজ করলেও খুব বেশি ঠান্ডা করতে পারছে না গাড়ির ভিতর। এমন সমস্যার মধ্য়ে অনেককেই পড়তে হয়। এই প্রচন্ড গরমে একটি ভাল এয়ার কন্ডিশনার ছাড়া গাড়িতে করে যাতায়াত করা খুবই কষ্টকর ব্যাপার। অনেকই সারাদিন গাড়ি চালান তাদের পেশার কারণে। আবার অনেকে যাতায়াত করেন সে কাজের ক্ষেত্রে হোক বা কোথাও ঘুরতে যেতে। যদি ঠিক করে এসি কাজ না করে তাহলে তার থেকে খারাপ জিনিস আর কী-ই বা হতে পারে। কিন্তু এই সমস্যা থেকে মুক্তি পাওয়ার খুব সহজ কিছু উপায় আছে। আপনাকে এমন কিছু টিপস জানানো হবে, যাতে আপনি সহজেই গাড়ির এসিকে ঠিক রাখতে পারবেন।
আপনার গাড়ির ভিতরের গরম হওয়া বের করে দিন:
এসি চালু করার আগে আপনার গাড়ির ভিতর হাওয়া চলাচল করা জরুরি। গাড়ি শুরু করার আগে অল্প সময়ের জন্য গাড়ির জানালা খুলে রাখতে হবে। এতে করে আপনার গাড়ির তাপমাত্রা কমে আসবে যার ফলে এসি দ্রুত ঠান্ডা হবে। আপনার মনে হতে পারে এতে বাইরের গরম হাওয়া আপনার গাড়ির ভিতর ঢুকে পড়বে। কিন্তু না আপনার গাড়ির ভিতর আটকে পড়া হাওয়া তুলনামূলক বেশি গরম হয়। তাই ঠান্ডা হতেও সময় বেশি নেয়।
রোদে গাড়ি পার্ক করবেন না:
গাড়ি কখনও অতিরিক্ত রোদে পার্ক করবেন না। চেষ্টা করবেন যতটা সম্ভব ছায়ায় পার্ক করতে। এতে আপনার গাড়ি গরম হবে না। ফলে এসি তাড়াতাড়ি কাজ করবে।
গাড়ির এসি পরিষ্কার আছে কি না দেখে নিন:
গাড়ির এসিতে কোনও রকম ময়লা জমে আছে কি না দেখে নিন। এমনও হতে পারে অনেকদিন পরিষ্কার না করার ফলে তা থেকে ঠান্ডা হাওয়া বেরতে পারছে না। আপনার গাড়ির এসি নিয়মিত পরিষ্কার করা উচিত।
আপনার গাড়ির এসি নিয়মিত সার্ভিসিং করুন:
বেশি ঠান্ডার জন্য, গাড়ির এসি সময়মতো সার্ভিসিং করা গুরুত্বপূর্ণ। অনেক সময় এমন হয়, দীর্ঘদিন গাড়ি ব্যবহারের ফলে এসির কর্মক্ষমতে কমে আসে। আবার অনেকদিন ধরে যদি গাড়ি না ব্যবহার করেন, সেক্ষেত্রেও একই সমস্যা দেখা দেয়। ব্যবহার না করলে ধুলো বা ময়লা এসিতে আটকে যেতে পারে। আপনার এসি সার্ভিসিং করালে তার কার্যকারিতা বাড়বে।