ভারতে ডুকাটি ইন্ডিয়ার নতুন বাইক Multistrada ভি৪- এর প্রি-বুকিং শুরু হয়ে গিয়েছে। যেকোনও ডুকাটি শোরুমে গিয়ে এক লক্ষ টাকা দিলেই Multistrada ভি৪ বাইক বুক করতে পারবেন গ্রাহকরা। গ্লোবাল লঞ্চের প্রায় ৯ মাস পর ভারতে লঞ্চ হয়েছিল ডুকাটির ADV ফ্ল্যাগশিপের বাইক Multistrada ভি৪। জানা গিয়েছে, এই বাইক ডুকাটির তৃতীয় মডেল যেখানে ভি৪ ইঞ্জিন রয়েছে। এর আগে Panigale V4 এবং Streetfighter V4 লঞ্চ হয়েছিল। আপাতত জানা গিয়েছে, ভারতে ভি৪ এবং ভি৪ এস, এই দুটো ভ্যারিয়েন্টে পাওয়া যাবে ডুকাটি Multistrada বাইক। খুব তাড়াতাড়ি ভারতে ডুকাটির এই বাইক লঞ্চ হবে বলে জানা গিয়েছে।
জানা গিয়েছে, এই দু’টি বাইকেই রয়েছে একটি নতুন monocoque chassis, নতুন double-sided swingarm এবং ১৯ ইঞ্চির ফ্রন্ট ও ১৭ ইঞ্চির রেয়ার বা পিছনের চাকা। তার সঙ্গে রয়েছে মানানসই ইলেকট্রনিক্স প্যাকেজ। ডুকাটি Multistrada ভি৪ ইঞ্জিনে রয়েছে নতুন ভি৪ Granturismo ইঞ্জিন। ১১৫৮ সিসি- র এই ইঞ্জিনে রয়েছে লিকুইড কুল ফিচার। সঙ্গে রয়েছে সিলিন্ডার পিছু চারটি ভালভ। ডুকাটির চিরাচরিত desmodromic ভালভ সিস্টেমের পরিবর্তে এখানে রয়েছে ভালভ স্প্রিং। এই ইঞ্জিনের সাহায্যে ১৬৮ bhp (১০,৫০০ rpm) এবং ১২৫ Nm (৮৭৫০ rpm) শক্তি উৎপন্ন হয়। এছাড়াও এই ইঞ্জিনে রয়েছে ৬০ হাজার কিলোমিটার ভালভ সার্ভিস ইন্টার্ভ্যাল।
অন্যদিকে, V4 S এবং V4 S Sport দুটো মডেলেই রয়েছে সেমি অ্যাক্টিভ ডুকাটি Skyhook Suspension সিস্টেম। অটো লেভেলিং ফাংশানের জন্য এই ফিচার আপগ্রেডও করা হয়েছে। Multistrada V4 বাইকে রয়েছে লেটেস্ট ইলেকট্রনিক্স সিস্টেম। এখানে রয়েছে উন্নত অ্যান্টি ব্রেকিং সিস্টেম বা এবিএস। এছাড়াও রয়েছে wheelie control এবং traction control সিস্টেম। ‘এস’ মডেলে আবার রয়েছে ‘কর্নারিং লাইট’। সেই সঙ্গে চারটি রাইড মোড রয়েছে Multistrada V4 বাইকে। জানা গিয়েছে, ডুকাটির এই মডেলে Sport, Touring, Urban এবং Enduro— এই চারটি রাইডিং মোড রয়েছে। এই বাইকে Vehicle Hold Control System- ও রয়েছে। রেয়ার ব্রেকের ক্ষেত্রে বাইক স্টেডি রাখার জন্য এবং ওই অবস্থায় সহজে রিস্টার্ট নেওয়ার জন্য এই ফিচার ব্যবহার হয়। পাহাড়ি বা ঢালু রাস্তায় বাইকের এই ফিচার কাজে লাগে। এর পাশাপাশি টায়ার প্রেশার মনিটরিং সিস্টেমও রয়েছে এই বাইকে।
আরও পড়ুন- ভারতে ম্যাক্সি স্কুটার লঞ্চ করতে চলেছে বিএমডব্লু, প্রকাশ্যে এল টিজার