e-Sprinto নিয়ে এল Rapo ও Roamy ইলেকট্রিক স্কুটার, দাম 54,999 টাকা

TV9 Bangla Digital | Edited By: সায়ন্তন মুখোপাধ্যায়

Nov 22, 2023 | 7:51 PM

e-Sprinto Rapo এবং Roamy প্রোডাক্ট লাইনআপে রয়েছে মোট ছয়টি মডেল এবং 18টি ভ্যারিয়েন্ট। আকর্ষণীয় বিষয়টি হল দুটি ইলেকট্রিক স্কুটারেরই দাম খুব কম। এদের মধ্যে e-Sprinto Rapo ইলেকট্রিক স্কুটারটি পাওয়া যাবে 54,999 টাকায় এবং e-Sprinto Roamy স্কুটারের দাম 62,999 টাকা।

e-Sprinto নিয়ে এল Rapo ও Roamy ইলেকট্রিক স্কুটার, দাম 54,999 টাকা
সস্তার চমৎকার ইলেকট্রিক স্কুটার।

Follow Us

ইলেকট্রিক ভেহিকল প্রস্তুতকারক স্টার্ট-আপ e-Sprinto ভারতে দুটি বৈদ্যুতিক স্কুটার লঞ্চ করেছে। e-Sprintoর নতুন স্কুটার দুটির নাম Rapo এবং Roamy। এই লেটেস্ট প্রোডাক্ট লাইনআপে রয়েছে মোট ছয়টি মডেল এবং 18টি ভ্যারিয়েন্ট। আকর্ষণীয় বিষয়টি হল দুটি ইলেকট্রিক স্কুটারেরই দাম খুব কম। এদের মধ্যে e-Sprinto Rapo ইলেকট্রিক স্কুটারটি পাওয়া যাবে 54,999 টাকায় এবং e-Sprinto Roamy স্কুটারের দাম 62,999 টাকা। সদ্য লঞ্চ হওয়া বিদ্যুচ্চালিত স্কুটার দুটি সম্পর্কে বিস্তারিত তথ্য জেনে নেওয়া যাক।

e-Sprinto Rapo

এই ইলেকট্রিক স্কুটারে দেওয়া হয়েছে লিথিয়াম/লিড ব্যাটারি, যা ইক্যুইপ করা হয়েছে একটি পোর্টেবল অটো কাটঅফ চার্জারের সঙ্গে। স্কুটারের পাওয়ারের জন্য রয়েছে 250W BLDC হাব মোটর, যা IP65 ওয়াটারপ্রুফ রেটিং প্রাপ্ত। স্কুটারের সর্বাধিক স্পিড 25 Kmph এবং এক চার্জে 100 কিলোমিটার মাইলেজ দিতে পারে। ফ্রন্ট সাসপেনশনে রয়েছে টেলিস্কোপিক হাইড্রলিক। রিয়ার সাসপেনশনে দেওয়া হয়েছে কয়েল স্প্রিং থ্রি-স্টেপ অ্যাডজাস্টেবল মেকানিজ়ম।

e-Sprinto Roamy

Roamy স্কুটারটিতেও রয়েছে একটি লিথিয়াম/লেড ব্যাটারি ও তার সঙ্গে দেওয়া হচ্ছে পোর্টেবল অটো কাট অফ চার্জার। 250 W BLDC হাব মোটর থাকছে, যা IP65 ওয়াটারপ্রুফ রেটিং প্রাপ্ত। স্কুটারটির সর্বাধিক স্পিড 25 KMPH। এক চার্জে এই ইলেকট্রিক স্কুটার 100 কিলোমিটার রেঞ্জ দিতে পারে।

এই দুই ইলেকট্রিক স্কুটারেই রিমোট লক/আনলক, রিমোট স্টার্ট, ইঞ্জিন কিল সুইচ/চাইল্ড লক/পার্কিং মোড এবং USB বেসড মোবাইল চার্জিং দেওয়া হয়েছে। থাকছে ডিজিটাল কালারফুল ডিসপ্লে, যা ব্যবহারকারীদের ব্যাটারি স্টেটাস, মোটর ফেলিওর, থ্রটল ফেলিওর এবং কন্ট্রোলার ফেলিওর সম্পর্কে তথ্য দেখাতে পারবে। এদের মধ্যে Rapo ইলেকট্রিক স্কুটারটি লাল, নীল, ধূসর, কালো ও সাদা রঙে হাজির হয়েছে। আবার Roamy স্কুটারটি পাওয়া যাবে লাল, নীল, ধূসর, কালো এবং সাদা রঙে।

Next Article