Hyundai Tucson Facelift এসে গেল ভারতে, নতুন কী থাকছে?

TV9 Bangla Digital | Edited By: সায়ন্তন মুখোপাধ্যায়

Nov 23, 2023 | 3:58 PM

Hyundai Tucson Facelift: ডিজ়াইন ও স্টাইলিংয়ের দিক থেকে খুব সামান্যই কিছু পরিবর্তন করা হয়েছে গাড়িটিতে। নতুন ফ্রন্ট গ্রিল দেওয়া হয়েছে সিগনেচার প্যারামেট্রিক ডিজ়াইনের সঙ্গে। তার ফলে ফ্রন্ট গ্রিল আগের থেকে আরও শার্পার ও বোল্ডার হয়েছে। সেই সঙ্গে আবার দেওয়া হয়েছে রিভাইজ়ড LED DRL। ফ্রন্ট বাম্পার একটু পরিবর্তিত হয়েছে, দেওয়া হয়েছে একটি নতুন স্কিড প্লেট।

Hyundai Tucson Facelift এসে গেল ভারতে, নতুন কী থাকছে?
এসে গেল নতুন গাড়ি...

Follow Us

এক বছর হতে চলল Hyundai ভারতে তার Tucson গাড়িটি লঞ্চ করেছিল। এই গাড়ির একটি নতুন ভ্যারিয়েন্ট নিয়ে এল সংস্থাটি। সেই Hyundai Tucson Facelift ভার্সনে রয়েছে একাধিক আপগ্রেড। গাড়িটির ডিজ়াইন থেকে শুরু করে ইন্টিরিয়ার, এক্সটিরিয়ার, ফিচার ও স্পেসিফিকেশন সংক্রান্ত সব তথ্য জেনে নেওয়া যাক।

এক্সটিরিয়ার

ডিজ়াইন ও স্টাইলিংয়ের দিক থেকে খুব সামান্যই কিছু পরিবর্তন করা হয়েছে গাড়িটিতে। নতুন ফ্রন্ট গ্রিল দেওয়া হয়েছে সিগনেচার প্যারামেট্রিক ডিজ়াইনের সঙ্গে। তার ফলে ফ্রন্ট গ্রিল আগের থেকে আরও শার্পার ও বোল্ডার হয়েছে। সেই সঙ্গে আবার দেওয়া হয়েছে রিভাইজ়ড LED DRL। ফ্রন্ট বাম্পার একটু পরিবর্তিত হয়েছে, দেওয়া হয়েছে একটি নতুন স্কিড প্লেট। যদিও গাড়িটির মারকিউ এখনও রিয়ার প্রোফাইল প্রকাশ্যে আনেনি। তবে বাম্পার রিভাইজ় করা হয়েছে, সেই সঙ্গে আবার LED টেইলল্যাম্পও দেওয়া হয়েছে।

ইন্টিরিয়ার

গাড়িটির ড্যাশবোর্ড লেআউটে বেশ কিছু উল্লেখযোগ্য পরিবর্তন করা হয়েছে। 12.3 ইঞ্চির স্ক্রিন দেওয়া হচ্ছে। ড্রাইভারের ডিসপ্লে এবং ইনফোটেইনমেন্ট সিস্টেম, দুই ক্ষেত্রেই রয়েছে একই সাইজ়ের স্ক্রিন। নতুন থ্রি-স্পোক স্টিয়ারিং হুইল ও তার সঙ্গে স্টিয়ারিং কলামে গিয়ার লিভার পজ়িশন করা হয়েছে। ফলে গাড়িটির সেন্টার কনসোল আরও বেশি স্টোরেজ পেয়েছে। এছাড়া এয়ারকন এবং ইনফোটেইনমেন্ট সিস্টেমের জন্য ফিজ়িক্যাল কন্ট্রোল ফিচার করছে গাড়িটি। তবে হুন্ডাই এখনও পর্যন্ত এই গাড়ির ফিচার্স লিস্ট প্রকাশ করেনি। তবে তা যে আগের মডেলের থেকে খুব একটা আলাদা হবে না, সেটুকু পরিষ্কার।

ইঞ্জিন ও স্পেসিফিকেশন

গাড়িটির ইঞ্জিন স্পেসিফিকেশন সম্পর্কিত খুটিনাটি তথ্যগুলি এখনও পর্যন্ত জানায়নি Hyundai। মনে করা হচ্ছে, গাড়িটির পেট্রল, ডিজ়েল, মাইল্ড-হাইব্রিড এবং প্লাগ-ইন হাইব্রিড ইঞ্জিন ভার্সনেই হাজির হবে। সেক্ষেত্রে 2.0 লিটারের পেট্রল ও ডিজ়েল ইঞ্জিন মডেলটি একটি সিক্স-স্পিড এবং একটি এইট-স্পিড অটোমেটিক গিয়ারবক্সের সঙ্গে পেয়ার করা থাকছে।

Next Article