দেশে একের পর এক ইলেকট্রিক স্কুটার ও বাইক লঞ্চ হয়ে চলেছে। কম দামি, বেশি দামি প্রায় প্রতিটা ক্যাটেগরিতেই দুর্দান্ত সব বিদ্যুচ্চালিত দু’চাকা যানের অপশন রয়েছে দেশে। মুম্বই-ভিত্তিক ইলেকট্রিক ভেহিকল স্টার্টআপ Odysse Electric Vehicles ভারতে ফের একটি সস্তার ই-বাইক নিয়ে আসছে। সেই বাইকের নাম Odysse Vader। ডিসেম্বরেই এই বাইকটি দেশের বাজারে লঞ্চ করা হবে। তার ঠিক এক মাস আগেই ইন্টারন্যাশনাল সেন্টার ফর অটোমোটিভ টেকনোলজি বা ICAT-এর থেকে সার্টিফিকেশন পেয়ে গিয়েছে বাইকটি। পাশাপাশিই আবার AIS-156 ব্যাটারি টেস্টিংও সফল ভাবে সম্পন্ন হয়েছে। অর্থাৎ এই ইলেকট্রিক বাইক এখন দেশের বাজারে আত্মপ্রকাশ করার যাবতীয় অনুমোদন পেয়ে গিয়েছে।
FAME II সাবসিডির কথা মাথায় রেখেই ডিসেম্বরে ইলেকট্রিক বাইকটি লঞ্চের পরিকল্পনা করা হচ্ছে। বাইকের দাম এখনও পর্যন্ত জানা যায়নি। সংস্থাটি জানিয়েছে, Odysse Vader ইলেকট্রিক বাইকের দাম প্রকাশ করা হবে। ইলেকট্রিক বাইকটির লেটেস্ট ডেভেলপমেন্ট সম্পর্কে সংস্থার সিইও নেমিন ভোহরা বলছেন, “Odysse Vader-এর জন্য ICAT সার্টিফিকেশন শীর্ষস্থানীয় বৈদ্যুতিক যানবাহন সরবরাহ করার ক্ষেত্রে আমাদের প্রতিশ্রুতির একটি প্রমাণ। AIS-156 অনুমোদিত ব্যাটারি প্যাকটি Odysse Vaderকে অন্যদের থেকে আলাদা করতে সক্ষম হয়েছে, শুধুমাত্র চার্জিং ক্ষমতা দিয়েই নয়, দৈনন্দিন যাতায়াতের জন্য অত্যন্ত নির্ভরযোগ্য একটি স্কুটারও হিসেবেও দাঁড় করাতে পেরেছে।”
Odysse Vader: স্পেসিফিকেশন ও ফিচার (সম্ভাব্য)
Odysse Vader ইলেকট্রিক বাইকে দেওয়া হয়েছে একটি হাব-মাউন্টেড ইলেকট্রিক মোটর। বাইকটিতে একটি 3.7kWh লিথিয়াম-ব্যাটারি প্যাক দেওয়া হয়েছে, যা 3kW নমিনাল এবং 4.5kW পিক আউটপুট দিতে পারে। ইকো, ড্রাইভ এবং স্পোর্ট এই তিনটি মোড রয়েছে বাইকটিতে। সেই সঙ্গে আবার রয়েছে একটি রিভার্স মোডও। সংস্থার তরফ থেকে দাবি করা হয়েছে, ইকো মোডে সিঙ্গেল চার্জে এই ইলেকট্রিক বাইকটি 125 কিলোমিটার রেঞ্জ দিতে পারে। এছাড়া Vader ইলেকট্রিক বাইকের সর্বাধিক স্পিড 85 Kmph। এর AIS-156 অনুমোদিত ব্যাটারি প্যাকটি মাত্র 4 ঘণ্টার মধ্যেই চার্জ হয়ে যাবে।
এদিকে ইক্যুইপমেন্টের দিক থেকে Odysse Vader ইলেকট্রিক বাইকে রয়েছে 7 ইঞ্চির অ্যান্ড্রয়েড ডিসপ্লে, যা IoT কানেক্টিভিটি এবং Google Map নেভিগেশন আপডেট দিতে সক্ষম। বাইকের ব্রেকিং হার্ডওয়্যারে রয়েছে 240mm ফ্রন্ট এবং 220mm রিয়ার ডিস্ক ব্রেক। সেই সঙ্গে রয়েছে কম্বি ব্রেকিং সিস্টেম। ফায়ারি রেড, ভেনম গ্রিন, মিস্টি গ্রে, মিডনাইট ব্লু এবং গ্লসি ব্ল্যাকের মতো একাধিক কালার অপশনে পাওয়া যাবে Odysse Vader বৈদ্যুতিক মোটরসাইকেলটি।