Hero Karizma XMR: 4 বছর পর ‘Karizma’-র কামব্যাক, নয়া অবতারের দাম এখন 1,72,900 টাকা, নতুন কী ফিচার্স?

TV9 Bangla Digital | Edited By: সায়ন্তন মুখোপাধ্যায়

Aug 30, 2023 | 2:14 PM

Hero Karizma XMR Price In India: হিরো মটোকর্পের লেটেস্ট বাইকের দাম শুরু হচ্ছে 1,72,900 টাকা (এক্স-শোরুম) থেকে। তবে ইন্ট্রোডাক্টারি অফারে এই দামে বাইকটি তুলে দেওয়া হবে কাস্টমারদের কাছে। পরবর্তীতে বাইকের দাম আরও বাড়বে বলেই জানা গিয়েছে।

Hero Karizma XMR: 4 বছর পর Karizma-র কামব্যাক, নয়া অবতারের দাম এখন 1,72,900 টাকা, নতুন কী ফিচার্স?
নয়া অবতারে Karizma-র কামব্যাক।

Follow Us

Hero MotoCorp তার দীর্ঘ প্রতীক্ষিত Karizma XMR বাইকটি ভারতে লঞ্চ করে দিল। বেশ কিছু দিন ধরেই জল্পনা চলছিল, ভারতে Karizma বাইকটিকে নয়া অবতারে ফেরাবে হিরো মটোকর্প। অতঃপর সেই সব জল্পনার অবসান ঘটিয়ে বাইকটি ফেরাল হিরো মটোকর্প। এক সময় ‘Karizma’ অত্যন্ত জনপ্রিয় হয়েছিল। তবে সাফল্য সত্ত্বেও বাইকটিকে তার প্রোডাক্ট লাইনআপ থেকে সরিয়ে দিল সংস্থাটি। 2003 সালে Karizma বাইকটিকে প্রথমবার ভারতের বাজারে নিয়ে এসেছিল হিরো। সে সময় জাপানের হন্ডার সঙ্গে জুটি বেঁধে এই বাইকটিকে নিয়ে আসা হয়েছিল। 2019 সালের জানুয়ারি থেকে এই বাইকের প্রোডাকশন বন্ধ করে দেওয়া হয়।

Hero Karizma XMR: নতুন বাইকের দাম কত

হিরো মটোকর্পের লেটেস্ট বাইকের দাম শুরু হচ্ছে 1,72,900 টাকা (এক্স-শোরুম) থেকে। তবে ইন্ট্রোডাক্টারি অফারে এই দামে বাইকটি তুলে দেওয়া হবে কাস্টমারদের কাছে। পরবর্তীতে বাইকের দাম আরও বাড়বে বলেই জানা গিয়েছে।

Hero Karizma XMR: বুকিং কীভাবে করবেন

Karizma XMR বাইকটি বুক করতে কাস্টমারদের এই লিঙ্কে ক্লিক করতে হবে। মোট তিনটি কালার অপশনে কারিজ়মার নতুন ভার্সনটি কিনতে পারবেন: আইকনিক ইয়েলো, টার্বো রেড এবং ম্যাট ফ্যান্টম ব্ল্যাক।

Hero Karizma XMR: ইঞ্জিন

Karizma XMR বাইকে রয়েছে একটি 210cc সিঙ্গেল সিলিন্ডার লিক্যুইড কুলড ইঞ্জিন, যা সর্বাধিক 25.15bhp পাওয়ার আউটপুট এবং 20.4Nm পিক টর্ক দিতে পারে। ট্রান্সমিশন ডিউটির জন্য এই মোটরসাইকেলের ইঞ্জিন পেয়ার করা রয়েছে সিক্স-স্পিড গিয়ারবক্সের সঙ্গে।

Hero Karizma XMR: ব্রেক ও সাসপেনশন

Hero Karizma XMR বাইকের সামনে টেলিস্কোপিক ফর্ক দেওয়া হয়েছে এবং সাসপেনশন ডিউটির জন্য বাইকটির পিছনে রয়েছে প্রিলোডেড অ্যাডজাস্টেবল মনোশক অ্যাবসর্বার। রয়েছে ডুয়াল চ্যানেল ABS বা অ্যান্টি-লক ব্রেকিং সিস্টেম। ফ্রন্ট ও রিয়ার হুইল দুই ক্ষেত্রেই ডিস্ক ব্রেক রয়েছে।

Next Article