Toyota Innova HyCross: বিশ্বের প্রথম ফ্লেক্স-ফুয়েল ইথানল চালিত গাড়ি লঞ্চ হল ভারতে, ফিচার ও স্পেসিফিকেশন দেখে নিন

TV9 Bangla Digital | Edited By: সায়ন্তন মুখোপাধ্যায়

Aug 29, 2023 | 5:27 PM

Toyota Innova Hycross-এর বিশেষত্ব হল, এতে রয়েছে ফ্লেক্স-ফুয়েল ইঞ্জিন। এই মুহূর্তে দেশের সবথেকে জনপ্রিয় MPV হল Innova Hycross। সেই MPV-র উপরে ভিত্তি করেই তৈরি হয়েছে ফ্লেক্স-ফুয়েল ইঞ্জিনের এই নতুন গাড়িটি। 29 অগস্ট গাড়িটির লঞ্চ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী নিতিন গড়করি।

Toyota Innova HyCross: বিশ্বের প্রথম ফ্লেক্স-ফুয়েল ইথানল চালিত গাড়ি লঞ্চ হল ভারতে, ফিচার ও স্পেসিফিকেশন দেখে নিন
বিশ্বের প্রথম ফ্লেক্স-ফুয়েল গাড়ি নিয়ে এল টয়োটা।

Follow Us

বিশ্বের প্রথম ইথানল চালিত গাড়ি লঞ্চ করলেন কেন্দ্রীয় মন্ত্রী নিতিন গড়করি। গাড়িটি তৈরি করেছে Toyota Motor, যার নাম Toyota Innova Hycross। এই গাড়ির বিশেষত্ব হল, এতে রয়েছে ফ্লেক্স-ফুয়েল ইঞ্জিন। এই মুহূর্তে দেশের সবথেকে জনপ্রিয় MPV হল Innova Hycross। সেই MPV-র উপরে ভিত্তি করেই তৈরি হয়েছে ফ্লেক্স-ফুয়েল ইঞ্জিনের এই নতুন গাড়িটি। 29 অগস্ট গাড়িটির লঞ্চ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী নিতিন গড়করি।

আশ্চর্যজনক বিষয়টি হল, এই গাড়িটি যে শুধুই বিকল্প জ্বালানি ইথানল দ্বারা চালিত হবে তা নয়। গাড়িটি যখন EV মোডে থাকবে, তখন তা ইলেকট্রিক পাওয়ার জেনারেট করতে সক্ষম হবে। ইলেকট্রিফায়েড Innova HyCross ফ্লেক্স-ফুয়েল গাড়িটি লেটেস্ট এমিসন স্ট্যান্ডার্ড অর্থাৎ BS6 কমপ্লায়েন্ট।

Innova HyCross এর ফ্লেক্স-ফুয়েল ভার্সনটি তার হাইব্রিড ভার্সনের তুলনায় অনেকটাই আলাদা। গাড়িটির হাইব্রিড ভার্সনে রয়েছে, 2.0 লিটারের 4 সিলিন্ডার পেট্রল ইঞ্জিন, যা 181 bhp পাওয়ার জেনারেট করে। গাড়িটির ফুয়েল এফিসিয়েন্সি 23.24 kmpl। ইঞ্জিনটি পেয়ার করা রয়েছে একটি e-CVT ট্রান্সমিশনের সঙ্গে।

কেন্দ্রীয় মন্ত্রী নিতিন গড়করি অপরিশোধিত তেলের আমদানি কমানোর উপায় হিসেবে বিকল্প জ্বালানি ব্যবহার সম্পর্কে লাগাতার প্রচার করে গিয়েছেন। এই বিকল্প জ্বালানি পেট্রল এবং ডিজেলের মতো ঐতিহ্যবাহী জ্বালানি উৎপাদন করতে পরিশোধিত হয়। বিকল্প জ্বালানি ব্যবহারের মূল উদ্দেশ্য দূষণ রোধ করা এবং তার মধ্যে দিয়ে দেশে কার্বন নিঃসরণের পরিমাণ হ্রাস করা। এদিনের লঞ্চ অনুষ্ঠানে গড়করি জোর দিয়ে বলেছেন, “আমাদের দেশের 40 শতাংশ দূষণের মূলে যানবাহন। দিল্লির বাসিন্দারা বিশেষ করে যানবাহন দূষণ দ্বারা সবথেকে প্রভাবিত হন।”

চলতি বছরের মার্চে টয়োটা মোটর ইন্টারন্যাশনাল সেন্টার ফর অটোমোটিভ টেকনোলজি (ICAT) এর সঙ্গে হাত মিলিয়ে দেশের প্রথম হাইড্রোজ়েন চালিত ইলেকট্রিক গাড়ি Mirai লঞ্চ করে। Toyota Mirai FCEV গাড়িটি বিশ্বব্যাপী হাইড্রোজেন ফুয়েল সেল বৈদ্যুতিক গাড়িগুলির মধ্যে অন্যতম একটি হয়ে দাঁড়িয়েছে, যা শুধুমাত্র বিশুদ্ধ হাইড্রোজেন থেকে উৎপাদিত বিদ্যুতে কাজ করে। এটি প্রকৃতপক্ষেই একটি জ়িরো এমিসন ভেহিকল, যা তার টেলপাইপ থেকে শুধুমাত্র জল নির্গত করে।