Honda CD110 Dream Deluxe এর নতুন মডেল লঞ্চ হয়ে গেল, দাম মাত্র 73,400 টাকা

TV9 Bangla Digital | Edited By: সায়ন্তন মুখোপাধ্যায়

Aug 13, 2023 | 5:03 PM

CD110 Dream Deluxe বাইকটি একটাই মাত্র ভ্যারিয়েন্টে দেশের বাজারে নিয়ে আসা হয়েছে, যার দাম 73,400 টাকা (এক্স-শোরুম, দিল্লি)। এই বাইকের সঙ্গে সংস্থাটি 10 বছরের ওয়ারান্টি প্যাকেজ অফার করছ, যার মধ্যে রয়েছে তিন বছরের স্ট্যান্ডার্ড এবং সাত বছরের অপশনাল এক্সটেন্ডেড ওয়ারান্টি।

Honda CD110 Dream Deluxe এর নতুন মডেল লঞ্চ হয়ে গেল, দাম মাত্র 73,400 টাকা
এসে গেল হন্ডার নতুন বাইক।

Follow Us

Honda মোটরসাইকেল অ্যান্ড স্কুটার ইন্ডিয়া ভারতে সস্তার একটি মোটরবাইক লঞ্চ করে দিল। কোম্পানির লেটেস্ট মডেলের নাম CD110 Dream Deluxe। একটাই মাত্র ভ্যারিয়েন্টে বাইকটি দেশের বাজারে নিয়ে আসা হয়েছে, যার দাম 73,400 টাকা (এক্স-শোরুম, দিল্লি)। এই বাইকের সঙ্গে সংস্থাটি 10 বছরের ওয়ারান্টি প্যাকেজ অফার করছ, যার মধ্যে রয়েছে তিন বছরের স্ট্যান্ডার্ড এবং সাত বছরের অপশনাল এক্সটেন্ডেড ওয়ারান্টি।

CD110 Dream Deluxe বাইকে রয়েছে ফোর-স্ট্রোক, সিঙ্গেল-সিলিন্ডার ইঞ্জিন, যা BS6 স্টেজ 2 নিয়ম মেনে চলে। এই ইঞ্জিনটি ফুয়েল ইঞ্জেক্টেড, রয়েছে হন্ডার এনহ্যান্সড স্মার্ট পাওয়ার (eSP) টেকনোলজি। 109.51 cc এয়ার-কুলড ইঞ্জিন রয়েছে, যা 7,500 rpm-এ 8.67 bhp এবং 5,500 rpm-এ 9.30 Nm টর্ক উৎপন্ন করে। গিয়ারবক্সটি অন ডিউটি 4-স্পিড ইউনিটের। CD110 Dream Deluxe বাইকটিতে এখন একটি কিক স্টার্টার দেওয়া হয়েছে, যা সেল্ফ স্টার্টার হিসেবেও কাজ করবে।

ব্রেকিং ডিউটির জন্য এই বাইকের সামনে ও পিছনে রয়েছে 130 mm ড্রাম। বাইকটিতে Honda একটি 18 ইঞ্চির অ্যালয় হুইল ব্যবহার করছে এবং তার সামনে ও পিছনে রয়েছে 80/100-18 টিউবলেস টায়ার। বাইকের ডায়মন্ড-টাইপ ফ্রেম সাসপেন্ড করার জন্যা সামনে রয়েছে একটি টেলিস্কোপিক ফর্ক এবং পিছনে রয়েছে হাইড্রলিক টুইন শক অ্যাবসর্বার।

Honda CD110 Dream Deluxe বাইকে সাইড-স্ট্যান্ড ইঞ্জিন কাট-অফ ফিচার দেওয়া হয়েছে, যা ইঞ্জিনটিকে সাইড স্ট্যান্ডে থাকার সময় স্টার্ট হওয়া থেকে বাধা দিতে পারে। অটো-চোক ফাংশনালিটি দেওয়া হয়েছে বাইকটিতে। রয়েছে একটি ইঞ্জিন স্টার্ট/স্টপ সুইচ, যা স্টার্টার বাটন হিসেবেও অতিরিক্ত কাজ করতে পারে। কম্বি ব্রেক সিস্টেম এবং হ্যালোজেন লাইটিং দেওয়া হয়েছে বাইকটিতে। CD110 বাইকের এই নয়া ভার্সনে সিঙ্গেল-পিস সিট রয়েছে, যা উচ্চতা 720 mm।

Next Article