Ather 450S এবং 450X ই-স্কুটার লঞ্চ হয়ে গেল ভারতে, সস্তায় দুরন্ত রেঞ্জ, চমৎকার ফিচার্স

TV9 Bangla Digital | Edited By: সায়ন্তন মুখোপাধ্যায়

Aug 11, 2023 | 5:20 PM

Ather 450S এবং 450X ইলেকট্রিক স্কুটারের দাম যথাক্রমে 1.30 লাখ টাকা (এক্স-শোরুম, দিল্লি) এবং 1.38 লাখ টাকা (এক্স-শোরুম, দিল্লি)। এই দুই ইলেকট্রিক স্কুটারের জন্যই Ather প্রো প্যাকের ব্যাটারির দাম বেঁধে দিয়েছে। 450S এর প্রো প্যাকের ব্যাটারির দাম 14,000 টাকা অতিরিক্ত খরচে পাবেন এবং 450X এর জন্য আপনাকে অতিরিক্ত 16,000 টাকা খরচ করতে হবে।

Ather 450S এবং 450X ই-স্কুটার লঞ্চ হয়ে গেল ভারতে, সস্তায় দুরন্ত রেঞ্জ, চমৎকার ফিচার্স
এসে গেল নতুন ইলেকট্রিক স্কুটার।

Follow Us

Ather Energy ভারতে দুটি চমৎকার ইলেকট্রিক স্কুটার লঞ্চ করে দিল, তার একটি 450S এবং অপরটি 450X। নতুন দুই Ather ইলেকট্রিক স্কুটারের দাম যথাক্রমে 1.30 লাখ টাকা (এক্স-শোরুম, দিল্লি) এবং 1.38 লাখ টাকা (এক্স-শোরুম, দিল্লি)। এই দুই ইলেকট্রিক স্কুটারের জন্যই Ather প্রো প্যাকের ব্যাটারির দাম বেঁধে দিয়েছে। 450S এর প্রো প্যাকের ব্যাটারির দাম 14,000 টাকা অতিরিক্ত খরচে পাবেন এবং 450X এর জন্য আপনাকে অতিরিক্ত 16,000 টাকা খরচ করতে হবে। প্রো প্যাক হিসেবে কাস্টমাররা পেয়ে যাবেন যথাক্রমে 2.9 kWh এবং 3.7 kWh ব্যাটারি। দুটি স্কুটারের ব্যাটারির রেঞ্জ এবং অন্যান্য ফিচার ও স্পেসিফিকেশন সংক্রান্ত তথ্য জেনে নেওয়া যাক।

ব্যাটারি ও রেঞ্জ

Ather 450S স্কুটারে রয়েছে একটি 2.9 kWh ব্যাটারি, যা এক চার্জে 115 কিলোমিটার পর্যন্ত রেঞ্জ দিতে পারে। মডেলটির সর্বাধিক স্পিড 90 kmph। মাত্র 3.9 সেকেন্ডের মধ্যে এটি 0-40 kmph গতিবেগে অ্যাক্সিলারেট করতে পারে। এই ইলেকট্রিক স্কুটারের পিক পাওয়ার আউটপুট 5.4 kW এবং 22 Nm টর্ক সম্পাদন করার মধ্যে দিয়ে স্কুটারটি ডায়নামিক পারফরম্যান্স করতে পারে। 6 ঘণ্টার মধ্যেই এই ইলেকট্রিক স্কুটার 80% চার্জ হওয়ার ক্ষমতা রাখে। Ather গ্রিড ফাস্ট চার্জার দ্বারা স্কুটারটি চার্জ দেওয়া যেতে পারে।

অন্য দিকে Ather 450X স্কুটারের 2.9 kWh বা 3.7 kWh এর মধ্যে যে কোও একটি বেছে নিতে পারেন। ব্যাটারি দুটির একটি 115 km এবং অপরটি 150 km রেঞ্জ দিতে পারে, যা আইডিসি সার্টিফায়েড। স্কুটারটি মাত্র 3.3 সেকেন্ডের মধ্যেই 0-40 kmph অ্যাক্সিলারেট করতে পারে। এতে এমনই একটি চমৎকার ইলেকট্রিক মোটর রয়েছে, যার দ্বারা স্কুটারটি 6.4 kW পাওয়ার আউটপুট এবং সর্বাধিক 26 Nm টর্ক দিতে পারে।

ফিচার্স

Ather 450S এবং 450X এই দুই স্কুটারেই রয়েছে 7 ইঞ্চির ডিসপ্লে, নতুন করে ক্রাফ্ট করা সুইচগিয়ার। এই আপগ্রেডেড সুইচগিয়ারে রয়েছে দুটি নতুন সুইচ” ওয়ান ক্লিক রিভার্স এবং একটি জয়স্টিক। FallSafe ফিচার দেওয়া হয়েছে স্কুটার দুটিতে। সম্ভাব্য পতনের নির্দেশক স্কুটারের স্পিড এবং অ্যাক্সিলারেশনের পরিবর্তন শনাক্ত করার জন্য ডিজ়াইন করা হয়েছে। একবার ট্রিগার হয়ে গেলে এই বৈশিষ্ট্যটি মোটরটিকে নিষ্ক্রিয় করে এবং ফ্ল্যাশিং ইন্ডিকেটর লাইট শুরু করে, রাইডারকে সাহায্য করার জন্য কাছাকাছি ব্যক্তিদের সতর্ক করে।

অতিরিক্ত ফিচার হিসেবে রয়েছে ‘ইমার্জেন্সি স্টপ সিগন্যাল’। ভারতের ইলেকট্রিক ভেহিকলের বাজারে এই প্রথম এমন কোনও ফিচার নিয়ে আসা হল। এই ফাংশন তখন অ্যাক্টিভ হয়, যখন চালক স্কুটারের গতি 50 kmph রেখে ব্রেক কষেন। পাশাপাশি এর দ্বারা ব্রেক লাইট ফ্ল্যাশ করে এবং অন্যান্য রাইডারদেরও একটি ভিজ়ুয়াল ওয়ার্নিং দেওয়া হয়।

Ather 450S ইলেকট্রিক স্কুটারে রয়েছে একটি কোস্টাল রিজেন বৈশিষ্ট্য, যা স্থির উপকূলে চালানোর সময় স্কুটারটিকে দক্ষতার সঙ্গে চালাতে সাহায্য করে এবং ব্যাটারিও বাঁচাতে সাহায্য করে। সংস্থার তরফ থেকে জানানো হয়েছে, এই বৈশিষ্ট্যের সাহায্যে স্কুটারের চার্জিং অন্তত 7% কমানো যেতে পারে।

বুকিং

Ather এর অফিসিয়াল ওয়েবসাইটে ইতিমধ্যেই 450S এবং 450X ইলেকট্রিক স্কুটার দুটির বুকিং শুরু হয়ে গিয়েছে। তবে স্কুটারটি ডেলিভারি করা হবে পর্যায়ক্রমিক ভাবে। অগস্টের তৃতীয় সপ্তাহ থেকে 450X এর ডেলিভারি শুরু হয়ে যাবে এবং 450S এর বুকিং শুরু হব অগস্টের শেষ থেকে।

Next Article