Toyota Rumion এর পর্দা উন্মোচিত, Toyota-র হাত ধরেই দেশের সবথেকে সস্তা MPV-র আগমন

TV9 Bangla Digital | Edited By: সায়ন্তন মুখোপাধ্যায়

Aug 11, 2023 | 1:48 PM

Toyota এবং Maruti Suzuki একটি নতুন জয়েন্ট ভেঞ্চারে নেমে। দুই সংস্থার পার্টনারশিপের এটি চতুর্থ রিব্যাজড্ বা রিব্র্যান্ডেড ভার্সন। Toyota Rumion গাড়িটি অনেকটাই Maruti Suzuki Ertiga-র মতো। তবে আগের মডেলের থেকে নতুন গাড়িটি কিছু কসমেটিক পরিবর্তন পেয়েছে।

Toyota Rumion এর পর্দা উন্মোচিত, Toyota-র হাত ধরেই দেশের সবথেকে সস্তা MPV-র আগমন
এই গাড়ি তৈরি করবে মারুতি সুজ়ুকি।

Follow Us

Toyota তার সবথেকে কম দামি MPV-র পর্দা উন্মোচন করল। গাড়িটির নাম Toyota Rumion MPV। এই লেটেস্ট গাড়িটি আসলে Ertiga-র রিব্যাজড্ ভার্সন। মজার বিষয় হল, Maruti Suzuki এই গাড়িটি তৈরি করবে এবং তা সাপ্লাইও করবে। প্রসঙ্গত, Toyota এবং Maruti Suzuki একটি নতুন জয়েন্ট ভেঞ্চারে নেমে। দুই সংস্থার পার্টনারশিপের এটি চতুর্থ রিব্যাজড্ বা রিব্র্যান্ডেড ভার্সন। Toyota Rumion গাড়িটি অনেকটাই Maruti Suzuki Ertiga-র মতো। তবে আগের মডেলের থেকে নতুন গাড়িটি কিছু কসমেটিক পরিবর্তন পেয়েছে।

Toyota Rumion গাড়িটির প্লাস্টিক পার্টসের অল্প বিস্তর কিছু পরিবর্তন করা হয়েছে। নতুন MPV রিভাইজ়ড ফগ ল্যাম্প সারাউন্ড এবং তার সঙ্গে নতুন গ্রিল আপনাকে Innova Crysta-র কথা মনে করিয়ে দেবে। ডুয়াল-টোন অ্যালয় হুইল, ব্ল্যাকড্ আউট ড্যাশবোর্ড, উড-লাইক ইনসার্টস এবং আপহলস্ট্রি রয়েছে গাড়িটিতে। তবে অন্যান্য ইক্যুইপমেন্টগুলি বিশেষ করে সিট কনফিগারেশন Ertiga-র মতো একই থাকছে। এখন এই Rumion-এর অন্তর্ভুক্তির সঙ্গে Toyota তার ভ্যারিয়েন্ট তালিকাকে আরও প্রসারিত করেছে এবং তা কেবলই ভারতীয় বাজারের জন্য।

নতুন MPV-তে Maruti Suzuki-র 1.5 লিটারের ইঞ্জিন দেওয়া হয়েছে, যা 103hp পাওয়ার প্রোডিউস করে। এই দুর্ধর্ষ ইঞ্জিন সর্বাধিক 137Nm টর্ক দিতে পারে। ইঞ্জিনটি পেয়ার করা রয়েছে একটি অটোমেটিক গিয়ারবক্সের সঙ্গে। রেগুলার ICE মডেলের পাশাপাশি গাড়িটির একটি ফ্যাক্টরি ফিটেড CNG কিটও থাকছে, যা 88hp পাওয়ার এবং 121.5Nm দিতে পারে CNG মোডে। এদিকে আবার এই গাড়ির পেট্রল ভার্সনটির ফুয়েল এফিসিয়েন্সি যেখানে 20.51kmpl, সেখানে CNG ভার্সনটি 26.11kg/km মাইলেজ দিতে পারে।

Toyota Rumion গাড়িটির দাম এখনও পর্যন্ত সংস্থার তরফ থেকে জানানো হয়নি। বুকিং অ্যামাউন্ট থেকে শুরু করে গাড়িটির দাম সম্পর্কে সবকিছুই খুব দ্রুত ঘোষণা করা হবে বলে জানিয়েছে সংস্থাটি। এদিকে Toyota চেষ্টা চালিয়ে যাচ্ছে, যাতে অন্যান্য গাড়ির মতোই Rumion এর ডেলিভারির প্রক্রিয়াটি অত্যন্ত মসৃণ হয়। তার কারণ, Hyryder, Innova Hycross এর মতো গাড়িগুলির ডেলিভারি পেতে কাস্টমারদের ব্যাপক সমস্যার সম্মুখীন হতে হয়েছে। কিছু ক্ষেত্রে তো অপেক্ষার সময়সীমা এক বছরেরও বেশি ছাপিয়ে গিয়েছে।

Next Article