Mahindra XUV300 গাড়ির সস্তার ভ্যারিয়েন্ট হাজির, দাম মাত্র 7.99 লাখ টাকা

TV9 Bangla Digital | Edited By: সায়ন্তন মুখোপাধ্যায়

Aug 10, 2023 | 4:46 PM

এন্ট্রি-লেভেল W2 ভ্যারিয়েন্টের Mahindra XUV300 গাড়িটির দাম শুরু হচ্ছে 7.99 লাখ টাকা থেকে। এই দামই এর আগে ছিল 8.65 লাখ টাকা। গাড়িটির দাম যাচ্ছে 14.59 লাখ টাকা পর্যন্ত, যা গাড়িটির W8(O) অটোশিফ্ট গিয়ার সহযোগে টার্বো ডিজ়েল মডেলের দাম।

Mahindra XUV300 গাড়ির সস্তার ভ্যারিয়েন্ট হাজির, দাম মাত্র 7.99 লাখ টাকা
সস্তার গাড়ির সবথেকে সস্তার ভ্যারিয়েন্ট হাজির।

Follow Us

Mahindra XUV300 গাড়িটির দুটি এন্ট্রি-লেভেল ভ্যারিয়েন্ট লঞ্চ হয়ে গেল ভারতে। তার একটি যোগ করা হয়েছে পেট্রলে। সেই W2 পেট্রল ভ্যারিয়েন্টের দাম 7.99 লাখ টাকা (এক্স-শোরুম)। তার ফলে XUV300 গাড়িটির সবথেকে কম দামি মডেল হয়ে গেল এটিই। আর একটি ভ্যারিয়েন্ট যোগ করা হয়েছে পেট্রল টার্বোস্পোর্টTM সিরিজ়ে। সেই W4 ভ্যারিয়েন্টের দাম 9.29 লাখ টাকা (এক্স-শোরুম)।

W4 ভ্যারিয়েন্টে স্পোর্টি, হাই-পারফরম্যান্স 1.2L mStallion TGDi পেট্রল ইঞ্জিন অপশন দেওয়া হয়েছে। এর আগে এই পাওয়ারট্রেনটি কেবল মাত্র দেওয়া হচ্ছিল W6 ভ্যারিয়েন্ট বা তার উপরের কোনও ট্রিমের জন্য। এই পাওয়ারট্রেনটি মাত্র 5 সেকেন্ডের মধ্যেই 0-60 km/h অ্যাক্সিলারেশন অফার করছে। আর তা সম্ভব হচ্ছে গাড়িটির 230 Nm পিক টর্ক এবং 96 kW পাওয়ারের জন্য। তাছাড়া W4 ভ্যারিয়েন্টের পেট্রল এবং ডিজ়েল দুই ভ্যারিয়েন্টের জন্যই সানরুফ দেওয়া হয়েছে।

এদিকে আবার এন্ট্রি-লেভেল W2 ভ্যারিয়েন্টের Mahindra XUV300 গাড়িটির দাম শুরু হচ্ছে 7.99 লাখ টাকা থেকে। এই দামই এর আগে ছিল 8.65 লাখ টাকা। গাড়িটির দাম যাচ্ছে 14.59 লাখ টাকা পর্যন্ত, যা গাড়িটির W8(O) অটোশিফ্ট গিয়ার সহযোগে টার্বো ডিজ়েল মডেলের দাম।

Mahindra XUV300 গাড়িটি ম্যানুয়াল ট্রান্সমিশন এবং অ্যাডভান্সড অটো শিফ্ট এই দুই টেকনোলজিতেই পাওয়া যাবে। ডিজ়েল এবং পেট্রল এই দুই ইঞ্জিন ভার্সনের জন্যই রয়েছে অত্যাধুনিক টেকনোলজি দুটি। এই সেগমেন্টে সবার সেরা ফুয়েল এফিসিয়েন্সি দিতে পারে এই এসইউভি, সংস্থার দাবি ঠিক এমনই। একাধিক ফিচার্স রয়েছে, যা ফার্স্ট ইন সেগমেন্ট, তার মধ্যে উল্লেখযোগ্য হল চারটি ডিস্কব্রেক এবং ডুয়াল জ়োন অটোমেটিক এসি। এই ফাইভ-স্টার SUV ওয়াইড ইন-কেবিন স্পেস এবং রাগড্ ডিজ়াইন পেয়েছে।

চলতি বছরের মার্চে XUV300 গাড়িটি আপগ্রেড করা হয়েছিল নতুন ইঞ্জিন দিয়ে, 1 এপ্রিল থেকে কার্যকর হতে চলা কঠোর নিঃসরণ নিয়ম মেনে চলতে পারে। গাড়ি প্রস্তুতকারক সংস্থাটি তার XUV300 লাইনআপ আপডেট করেছে ইঞ্জিন কমপ্লায়েন্ট এবং RDE নিয়ম সহযোগে, যা ইথানল-ভিত্তিক ফুয়েলের সঙ্গেও সামঞ্জস্যপূর্ণ। সেই কারণেই Mahindra এই সাব-কম্প্যাক্ট SUV-র একাধিক মডেলের দাম বাড়িয়েওছে।

Next Article