Kinetic Zulu ইলেকট্রিক স্কুটার লঞ্চ 94,990 টাকায়, Ola S1 X-এর সঙ্গে জোর টক্কর

TV9 Bangla Digital | Edited By: সায়ন্তন মুখোপাধ্যায়

Dec 12, 2023 | 4:40 PM

Kinetic Zulu ইলেকট্রিক স্কুটারটি অ্যামাজ়ন এবং ফ্লিপকার্ট থেকেও ক্রয় করতে পারবেন কাস্টমাররা। সেখানে আকর্ষণীয় অফার দেওয়া হচ্ছে, যার জন্য স্কুটারটি ক্রয় করতে কাস্টমারদের 94,990 টাকা খরচ করতে হবে না। মাত্র 69,000 টাকাতেই কাইনেটিকের এই বৈদ্যুতিক স্কুটার বাড়ি নিয়ে আসতে পারবেন ক্রেতারা। শুধু তাই নয়। থাকছে সস্তার ইএমআই অফারও। প্রতি মাসে 800 টাকা খরচ করেই ইলেকট্রিক স্কুটারটি কেনা যাবে।

Kinetic Zulu ইলেকট্রিক স্কুটার লঞ্চ 94,990 টাকায়, Ola S1 X-এর সঙ্গে জোর টক্কর
দুরন্ত ই-স্কুটার এসে গেল!

Follow Us

ইলেকট্রিক টু-হুইলার প্রস্তুতকারক সংস্থা Kinetic Green ভারতে একটি নতুন স্কুটার নিয়ে এল। লেটেস্ট ই-স্কুটারের নাম Kinetic Zulu। সংস্থার ইলেকট্রিক স্কুটার লাইনআপে এটি চতুর্থ মডেল, যার দাম শুরু হচ্ছে 94,990 টাকা (এক্স-শোরুম) থেকে। দামের নিরিখে ই-স্কুটারটি Ola S1 X-এর মতোই। ফিচার্সের দিক থেকেও কিছুটা এক। বরং, পারফরম্যান্স ওলার ইলেকট্রিক স্কুটারের থেকেও ভাল। সংস্থার অথোরাইজ়ড ডিলারশিপ থেকে স্কুটারটি ক্রয় করতে পারবেন কাস্টমাররা। আবার Kinetic Green-এর অফিসিয়াল ওয়েবসাইট থেকেও পাওয়া যাবে এই ই-স্কুটার।

সস্তার EMI অফারে ই-স্কুটার

Kinetic Zulu ইলেকট্রিক স্কুটারটি অ্যামাজ়ন এবং ফ্লিপকার্ট থেকেও ক্রয় করতে পারবেন কাস্টমাররা। সেখানে আকর্ষণীয় অফার দেওয়া হচ্ছে, যার জন্য স্কুটারটি ক্রয় করতে কাস্টমারদের 94,990 টাকা খরচ করতে হবে না। মাত্র 69,000 টাকাতেই কাইনেটিকের এই বৈদ্যুতিক স্কুটার বাড়ি নিয়ে আসতে পারবেন ক্রেতারা। শুধু তাই নয়। থাকছে সস্তার ইএমআই অফারও। প্রতি মাসে 800 টাকা খরচ করেই ইলেকট্রিক স্কুটারটি কেনা যাবে।

ব্যাটারি, সর্বাধিক স্পিড ও রেঞ্জ

সংস্থার তরফ থেকে জানানো হয়েছে, ইলেকট্রিক স্কুটারে 2.1 kW-এর হাব মোটর দেওয়া হয়েছে। প্রাত্যহিক ব্যবহারের সুবিধার্থে 60 km/h স্পিড দিতে পারে Kinetic Zulu। পাওয়ারের জন্য এই বিদ্যুচ্চালিত স্কুটারে রয়েছে একটি 2.27 kWh ব্যাটারি। রাইডিং স্টাইলের উপরে নির্ভর করে স্কুটারটি 104 km বা তার কিছুটা বেশিই রেঞ্জ দিতে পারে। Kinetic জানিয়েছে, তাদের এই নতুন স্কুটারে একটি অয়েল-কুলড ব্যাটারি রয়েছে, যা মাত্র আধ ঘণ্টার মধ্যেই ব্যাটারিটিকে 80 শতাংশ পর্যন্ত চার্জ করতে পারে।

সাসপেনশন সেটআপ

স্কুটারের প্লাস পয়েন্টের কথা বলতে গেলে, এতে রয়েছে টেলিস্কোপিক ফ্রন্ট ফর্ক। Kinetic Zulu ই-স্কুটারের পিছনে দেওয়া হয়েছে টুইন শক অ্যাবসর্বার্স। ফলে, এই স্কুটার তার চালকদের স্বস্তিদায়ক রাইডিং অভিজ্ঞতা দিতে পারে। স্টাইলিশ 10 ইঞ্চির চাকায় চলবে স্কুটারটি, সাইডে দেওয়া হয়েছে ডিস্ক ব্রেক।

ফিচার্স

Kinetic Zulu ইলেকট্রিক স্কুটারের জরুরি ফিচার্সের মধ্যে রয়েছে নর্মাল স্টাইল LCD ইনস্ট্রুমেন্ট ডিসপ্লে, যা চার্জিং লেভেল থেকে শুরু করে রেঞ্জ, সময়-সহ আরও বিভিন্ন বিষয়ে আপডেট দিতে পারে। সেই সঙ্গেই আবার স্কুটারটিতে রয়েছে LED DRL, দুই পাশে রিফ্লেক্টর এবং হ্যালোজেন টার্ন ইন্ডিকেটর।

Next Article
W175 Street নিয়ে আসার পর বাইকের স্ট্যান্ডার্ড মডেল 25,000 টাকা সস্তা করল Kawasaki