W175 Street নিয়ে আসার পর বাইকের স্ট্যান্ডার্ড মডেল 25,000 টাকা সস্তা করল Kawasaki

TV9 Bangla Digital | Edited By: সায়ন্তন মুখোপাধ্যায়

Dec 12, 2023 | 7:15 PM

Kawasaki দেশের বাজারে W175 স্ট্যান্ডার্ড মডেলের দাম কমিয়ে দিয়েছে। এই বাইকের দাম 25,000 টাকা কমানো হয়েছে। ফলে, Kawasaki W175 বাইকটির স্ট্যান্ডার্ড মডেলের দাম হয়ে যাচ্ছে 1.22 লাখ টাকা থেকে 1.31 লাখ টাকা। এই দাম এক্স-শোরুমের। তবে এই দাম নির্ভর করছে আপনি কোন কালার মডেল কিনছেন তার উপরে।

W175 Street নিয়ে আসার পর বাইকের স্ট্যান্ডার্ড মডেল 25,000 টাকা সস্তা করল Kawasaki
Kawasaki W175 এখন আগের থেকে অনেকটাই সস্তা।

Follow Us

Kawasaki সম্প্রতি W175 Street বাইকটি লঞ্চ করেছে ভারতের বাজারে। সেই বাইকের লুক যেমন নজরকাড়া, তেমনই তাতে রয়েছে কিছু আকর্ষণীয় ফিচার্স। ইন্ডিয়া বাইক উইকে এই বাইকটির পর্দা উন্মোচিত হয়েছে। এবার নতুন বাইক নিয়ে আসার কয়েক মুহূর্ত পরেই আর এক চমক দিল Kawasaki India। জনপ্রিয় আর একটি বাইকের দাম এক ধাক্কায় অনেকটাই কমিয়ে দিয়েছে সংস্থাটি। আর সেই বাইক এতদিন ধরে যাঁরা কেনার চেষ্টা করছিলেন, তাঁদের জন্যই এবার সেরার সেরা সুযোগ এসে গিয়েছে।

Kawasaki দেশের বাজারে W175 স্ট্যান্ডার্ড মডেলের দাম কমিয়ে দিয়েছে। এই বাইকের দাম 25,000 টাকা কমানো হয়েছে। ফলে, Kawasaki W175 বাইকটির স্ট্যান্ডার্ড মডেলের দাম হয়ে যাচ্ছে 1.22 লাখ টাকা থেকে 1.31 লাখ টাকা। এই দাম এক্স-শোরুমের। তবে এই দাম নির্ভর করছে আপনি কোন কালার মডেল কিনছেন তার উপরে।

Kawasaki W175 মোটরসাইকেলের দুটি অসাধারণ কালার অপশন রয়েছে। তার একটি হল মেটালিক ওশিয়ান এবং অপরটি মেটালিক গ্রাফাইট গ্রে। বাইকটির দাম কমার ফলে এই মডেল দুটির দাম হয়ে যাচ্ছে যথাক্রমে 1.31 লাখ টাকা এবং 1.29 লাখ টাকা। এছাড়াও ইবোনি এবং পারসিমন রেড এই দুই কালার অপশনেও বাইকটি ক্রয় করতে পারবেন কাস্টমাররা।

Kawasaki W175 হল একটি রেট্রো স্টাইলের মোটরসাইকেল, যাতে পাওয়ারের জন্য একটি 177cc সিঙ্গেল সিলিন্ডার এয়ার কুলড ইঞ্জিন দেওয়া হয়েছে। বাইকটি 12.9 BHP @ 7,500 rpm এবং 13.2 Nm @ 6,000 rpm টর্ক দিতে পারে। টেলিস্কোপিক ফর্ক দেওয়া হয়েছে বাইকের সামনে এবং পিছনে ডুয়াল শক অ্যাবসর্বারও রয়েছে। এছাড়া বাইকের সামনে রয়েছে একটি সিঙ্গেল ডিস্ক ব্রেক এবং পিছনে রয়েছে ড্রাম ব্রেক।

এদিকে সম্প্রতি ইন্ডিয়া বাইক উইক 2023 ইভেন্ট থেকে যে Kawasaki W175 Street বাইকটি লঞ্চ করা হয়েছে, তার দাম 1.35 লাখ টাকা (এক্স-শোরুম)।

Next Article
Kinetic Zulu ইলেকট্রিক স্কুটার লঞ্চ 94,990 টাকায়, Ola S1 X-এর সঙ্গে জোর টক্কর
তাইওয়ানের Gogoro-র ভারতে পদার্পণ, সস্তায় নিয়ে এল Crossover ই-স্কুটার