তাইওয়ানের টেকনোলজি ফার্ম Gogoro Inc. তাদের প্রথম ইলেকট্রিক স্কুটার দিয়ে ভারতের বাজারে পদার্পণ করল। স্কুটারের নাম Gogoro Crossover। মূলত, B2B সেগমেন্টে বিশেষ করে লাস্ট মাইল ডেলিভারির জন্যই স্কুটারটি লঞ্চ করা হয়েছে। Crossover মডেলটিকে বলা হচ্ছে, স্কুটারের এসইউভি। তবে ক্রসওভার ইলেকট্রিক স্কুটারের দাম সম্পর্কে সংস্থার তরফ থেকে এখনও পর্যন্ত কিছু জানানো হয়নি।
Gogoro Crossover লঞ্চের পাশাপাশিই ইলেকট্রিক ভেহিকল প্রস্তুতকারক সংস্থাটি তাদের ব্যাটারি সোয়্যাপিং স্টেশনগুলি সম্পর্কেও জানিয়েছে। দেশের সর্বত্র বিভিন্ন ফেজ়ে স্টেশনগুলি ইনস্টল করা হবে। প্রাথমিক ভাবে ক্রসওভার এবং সংস্থার ব্যাটারি সোয়্যাপিং নেটওয়ার্কটি দিল্লি এবং গোয়াতে খোলা হচ্ছে চলতি বছরেই। পরবর্তীতে 2024 সালের প্রথমার্ধ্বেই মুম্বই ও পুণেতে Gogoro-র সোয়্যাপিং স্টেশনগুলি খোলা হবে।
স্কুটারটি ভারতেই নির্মিত। মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদে Gogoro-র লোকাল প্রোডাকশন ফেসিলিটিতে তৈরি করা হয়েছে গোগোরো ক্রসওভার মডেলটি। মোট তিনটি ভ্যারিয়েন্ট রয়েছে এই ইলেকট্রিক স্কুটারের- GX250, CrossOver 50 এবং CrossOver S। সংস্থার তরফ থেকে বলা হয়েছে, কাস্টমাররা CrossOver GX250 ইলেকট্রিক স্কুটারটি এখনই ক্রয় করতে পারবেন। অন্য দিকে CrossOver 50 এবং CrossOver S এই দুটি স্কুটার আগামী বছরের শুরু থেকেই কাস্টমাররা কিনতে পারবেন।
মডিউলার স্টিল অল-টেরেন ফ্রেম রয়েছে স্কুটারটিতে। মূলত, লাস্ট মাইল ডেলিভারির কথা মাথায় রেখে ডিজ়াইনে বিরাট চাকচিক্যতে না গিয়ে বেসিক রাখা হয়েছে। অ্যান্ড্রয়েডের মতো ফেস এবং রেক্ট্যাঙ্গুলার LED হেডল্যাম্প রয়েছে স্কুটারটিতে। এই মুহূর্তের অন্যতম দীর্ঘ স্কুটারগুলির একটি হল এই ক্রসওভার, যা প্রায় 2000 mm লম্বা। স্প্লিট-সিট সেটআপ রয়েছে। সিঙ্গেল পিস সিট অফার করছে স্কুটারটি।
CrossOver GX250 ইলেকট্রিক স্কুটারে 2.5 kW ডিরেক্ট ড্রাইভ দেওয়া হয়েছে, যার সর্বাধিক স্পিড 60+kph। স্কুটারট এক চার্জে 111 km রেঞ্জ দিতে পারে। CrossOver 50 স্কুটারে রয়েছে 5kW মোটর এবং ক্রসওভার S ট্রিমের দুটি অপশনে যথাক্রমে 6.4kW এবং 7.2kW মোটর দেওয়া হয়েছে। সাসপেনশন ডিউটির জন্য ফ্রন্টে টেলিস্কোপিক ফর্ক এবং রিয়ারে ডুয়াল শক অ্যাবসর্বার রয়েছে। 176 mm গ্রাউন্ড ক্লিয়ারেন্স পেয়েছে স্কুটারটি।
Gogoro-র তরফ থেকে বলা হয়েছে, 2024 সালের শেষ থেকেই তারা B2C সেগমেন্টে পদার্পণ করতে চলেছে। এই সময়ের মধ্যেই আবার B2B নেটওয়ার্কের সাহায্যে দেশের সর্বত্র সোয়্যাপিং স্টেশনও খুলবে তারা।