Google Maps এ দেশের বহু মানুষের সবচেয়ে পছন্দের নেভিগেশন অ্যাপ। সেই ম্যাপস অ্যাপে গুগল বিভিন্ন সময়ে নানাবিধ জরুরি ফিচার যোগ করতে থাকে। 2022 সালের সেপ্টেম্বরেই ম্যাপস অ্যাপে অত্যন্ত জরুরি একটি ফিচার যোগ করেছিল গুগল। সেই ফিচারের সাহায্যে গাড়িচালকরা অনেকটাই জ্বালানি বাঁচাতে পারেন। সেই কারণেই অসাধারণ গুগল ম্যাপস ফিচারটির নাম ‘ফুয়েল সেভিং’। প্রাথমিক ভাবে মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা এবং ইউরোপেই ফুয়েল সেভিং ফিচারটি সীমাবদ্ধ ছিল। জরুরি সেই ফিচার এবার ভারতেও চলে এল। অর্থাৎ ভারতের গাড়িচালকরা গুগল ম্যাপ থেকে নেভিগেট করার সময় ফুয়েল সেভিং ফিচারের শরণাপন্ন হয়ে জ্বালানি বাঁচাতে পারবেন।
কীভাবে কাজ করে এই ফিচার
গুগল ম্যাপের ফুয়েল সেভিং ফিচারটি আপনাকে সেই সব রুটের সন্ধান দেবে, যেখান থেকে গাড়ি চালালে আপনি জ্বালানি বাঁচাতে পারবেন। আপনার গাড়ির ইঞ্জিনের ধরনের উপরে ভিত্তি করে বিকল্প রুটগুলির সন্ধান দেবে গুগল ম্যাপ। আপনি যদি ফিচারটি সক্রিয় করে রাখেন, তাহলে রাস্তার প্রকৃত অবস্থা, রিয়্যাল-টাইম ট্রাফিকের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলি বিচার করেই আপনাকে বিকল্প রাস্তা দেখাবে ম্যাপস। খুব সহজে বলতে গেলে, যে রাস্তায় গেলে আপনি চটজলদি পৌঁছেও যাবেন এবং আপনার জ্বালানিও কম খরচ হবে, সেই রাস্তাতেই ‘ফুয়েল সেভিং’ ফিচারের সাহায্য নিয়ে যাবে গুগল ম্যাপস।
ফিচারটি নিষ্ক্রিয় করে রাখলে
ফুয়েল সেভিং ফিচারটি আপনি যদি নিষ্ক্রিয় করে রাখেন, তাহলে গুগল ম্যাপস আপনাকে কেবলই সেই সব রাস্তার সন্ধান দেবে, যেখান থেকে গেলে আপনি জলদি পৌঁছে যাবেন। সেখানে অ্যাপটি আপনার গাড়ির ইঞ্জিন এবং সর্বোপরি জ্বালানি বাঁচানোর বিষয়টি ভুলেই যাবে! এখন নিজেই একবার ভেবে দেখুন, গন্তব্যে চটজলদি পৌঁছে যাওয়াই তো সব নয়, সেই সঙ্গে পেট্রল বাঁচানোর কথাটাও তো মাথায় রাখতে হয়।
ফুয়েল সেভিং ফিচার কীভাবে সক্রিয় করবেন
* আপনার ফোন থেকে Google Maps অ্যাপটি প্রথমে খুলুন।
* আপনার প্রোফাইল পিকচারে ট্যাপ করুন।
* সেটিংস অপশনে চলে যান এবং সেখান থেকে নেভিগেশনে ট্যাপ করুন।
* রুট অপশনে স্ক্রল করুন।
* ইকো-ফ্রেন্ডলি রুট অন করে রাখতে ‘প্রেফার ফুয়েল এফিসিয়েন্ট রুট’ অপশনে ক্লিক করুন।
* আপনার গাড়ির ইঞ্জিন টাইপ জানাতে, ইঞ্জিন টাইপ অপশনে ট্যাপ করুন।
ফুয়েল সেভিং ফিচার কীভাবে ব্যবহার করবেন
* প্রথমে গুগল ম্যাপস অ্যাপটি খুলুন।
* আপনার গন্তব্য কোনটি সার্চ করুন এবং ম্যাপে ট্যাপ করুন।
* বাঁ দিকেই ডিরেকশনস দেখতে পাবেন, সেখানে ট্যাপ করুন।
* নিচে যে বারটি দেখতে পাচ্ছেন, সেখানে সোয়াইপ করুন।
* চেঞ্জ ইঞ্জিন টাইপ অপশনে ট্যাপ করুন।
* আপনার ইঞ্জিন টাইপ সিলেক্ট করুন।
* এবারেই আপনি ফুয়েল সেভিং ফিচার ব্যবহার করতে পারবেন।