Komaki ভারতে তাদের ইলেকট্রিক স্কুটারে আকর্ষণীয় অফার দিচ্ছে। সংস্থাটি তাদের LY ই-স্কুটারে মূলত ছাড়টি দিচ্ছে। যদিও এই ডিসকাউন্ট কত দিন পর্যন্ত পাওয়া যাবে সে বিষয়ে Komaki-র তরফ থেকে এখনও পর্যন্ত কিছু জানানো হয়নি। Komaki LY বৈদ্যুতিক স্কুটারে সংস্থাটি সরাসরি 18,968 টাকার ডিসকাউন্ট দিচ্ছে। তার ফলে এই ইলেকট্রিক স্কুটারের দাম 96,968 টাকা থেকে কমে 78,000 টাকা হয়ে যাচ্ছে। তবে, এক্ষেত্রে মনে রাখা জরুরি যে, এই দাম কেবল এক্স-শোরুমের জন্যই প্রযোজ্য।
Komaki LY ইলেকট্রিক স্কুটারের মোট দুটি ব্যাটারি প্যাকের অপশন রয়েছে। তাদের একটি সিঙ্গেল এবং অপরটি ডুয়াল ব্যাটারি প্যাক। এই দুই ভার্সনেরই সর্বাধিক স্পিড 55-60 Kmph। তবে ডুয়াল ব্যাটারি ভার্সনের ক্ষেত্রেই অফারটি লাগু হবে কি না, সে বিষয়ে জানা যায়নি। এদের মধ্যে সিঙ্গেল ব্যাটারি প্যাকটি 80-85 কিলোমিটার পর্যন্ত রেঞ্জ দিতে পারে। আবার ডুয়াল প্যাক ব্যাটারি মডেলের রাইডিং রেঞ্জ 160-200 কিলোমিটার। এই ব্যাটারি প্যাক দুটি রিমুভেবল, 100 শতাংশ চার্জ হতে সময় নেয় মাত্র 4 ঘণ্টা 55 মিনিট। মোট তিনটি রাইডিং মোড রয়েছে এই স্কুটারের- ইকো, স্পোর্ট এবং টার্বো।
স্কুটারটিতে দেওয়া হয়েছে TFT স্ক্রিন ও তার সঙ্গে অনবোর্ড নেভিগেশন। রয়েছে একটি সাউন্ড সিস্টেম, LED টার্ন ইন্ডিকেটর্স, পার্কিং অ্যাসিস্ট, কলিং ফিচার্স ও ব্লুটুথ কানেক্টিভিটিও। এই ব্যাটারি প্যাকটির পাওয়ারের জন্য রয়েছে একটি 3000 ওয়াট হাব মোটর। চেরি রেড, মেটাল গ্রে এবং জেট ব্ল্যাকের মতো একাধিক কালার অপশনে পাওয়া যাবে এই Komaki LY ইলেকট্রিক স্কুটারটি।
এই ইলেকট্রিক স্কুটারের ছাড় সম্পর্কে কোমাকি ইলেকট্রিক ডিভিশনের ডিরেক্টর গুঞ্জন মালহোত্রা বলছেন, “Komakiতে আমরা সকলে চেষ্টা করছি, ইলেকট্রিক মোবিলিটির প্রোডাক্টগুলি যাতে আরও বেশি সংখ্যক মানুষের কাছে পৌঁছে দেওয়া যায়। আমাদের সেই প্রতিশ্রুতির অঙ্গ হল Komaki LY ইলেকট্রিক স্কুটারে এই মোটা অঙ্কের ছাড়। ভবিষ্যতে একটা ইকো-ফ্রেন্ডলি পরিবেশ তৈরি করতে আমরা সদা সচেষ্ট।”