Kia Seltos ভারতে সস্তা হয়ে গেল, কত হল নতুন দাম?

TV9 Bangla Digital | Edited By: সায়ন্তন মুখোপাধ্যায়

Nov 30, 2023 | 7:53 PM

Kia Seltos Price Drop: হঠাৎই গাড়িটির দাম বাড়িয়ে আবারও কমানোর একটা কারণও রয়েছে। নির্দিষ্ট Kia Seltos ভ্যারিয়েন্টগুলির একটি ফিচার তুলেও নেওয়া হয়েছে। সেই কারণেই ভ্যারিয়েন্টগুলির দাম কমিয়েছে কিয়া মোটরস। তার থেকেও বড় কথা হল, বাজারে প্রতিযোগিতা বজায় রাখতে এবং গ্রাহকের পছন্দকে অগ্রাধিকার দিতেই এই অপশনের বন্দোবস্ত করেছে সংস্থাটি।

Kia Seltos ভারতে সস্তা হয়ে গেল, কত হল নতুন দাম?
সস্তা হল Kia Seltos।

Follow Us

Kia Seltos ভারতে সস্তা হতে চলেছে। জনপ্রিয় SUV-র বাছাই করা কিছু ভ্যারিয়েন্টের দাম কমানো হচ্ছে। Kia Motors জানিয়েছে, গাড়িটির সিলেক্টেড ভ্যারিয়েন্টগুলির দাম 2,000 টাকা করে কমানো হচ্ছে। প্রসঙ্গত, কয়েক মাস আগেই দক্ষিণ কোরিয়ান গাড়ি প্রস্তুতকারক সংস্থাটি Seltos-এর দাম 30,000 টাকা বাড়িয়েছিল।

তবে হঠাৎই গাড়িটির দাম বাড়িয়ে আবারও কমানোর একটা কারণও রয়েছে। নির্দিষ্ট Kia Seltos ভ্যারিয়েন্টগুলির একটি ফিচার তুলেও নেওয়া হয়েছে। সেই কারণেই ভ্যারিয়েন্টগুলির দাম কমিয়েছে কিয়া মোটরস। তার থেকেও বড় কথা হল, বাজারে প্রতিযোগিতা বজায় রাখতে এবং গ্রাহকের পছন্দকে অগ্রাধিকার দিতেই এই অপশনের বন্দোবস্ত করেছে সংস্থাটি।

কিয়া সেলটোজ়ের যে ভ্যারিয়েন্টগুলির দাম কমছে, সেগুলি হল – 1.5 টার্বো-পেট্রল iMT HTX+, 1.5 পেট্রল MT HTX, 1.5 টার্বো-পেট্রল DCT GTX+(S), 1.5 লিটার ডিজ়েল iMT HTX+, 1.5 লিটার টার্বো পেট্রল DCT GTX+ এবং 1.5 লিটার ডিজ়েল AT GTX+(S)। এই প্রত্যেকটি ভ্যারিয়েন্টের দামই 2,000 টাকা কমানো হয়েছে।

এখন প্রশ্ন হচ্ছে, কোন ফিচার সরিয়ে কিয়া সেলটোজ়ের এই মডেলগুলির দাম কমিয়েছে সংস্থাটি? মূল যে ফিচারটি কিয়া সেলটোজ় থেকে সরিয়ে তার দাম কমানো হয়েছে সেটি হল উইন্ডোজ়ের ওয়ান টাচ রোলিং ডাউন। এই ফিচারটি এখন ভ্যারিয়েন্টগুলির জন্য ড্রাইভারের সাইডেই পাওয়া যাবে। যদিও এক্স-লাইন ট্রিমটিতেও এই ওয়ান-টাচ ফিচারটি থাকছে।

এখন এই অ্যাডজাস্টমেন্টের ফলে HTX ভ্যারিয়েন্টগুলির দাম শুরু হচ্ছে 15.18 লাখ টাকা (এক্স-শোরুম) থেকে। অন্য দিকে GTX Plus ভ্যারিয়েন্টের দাম শুরু হচ্ছে 19.38 লাখ টাকা (এক্স-শোরুম) থেকে।

Next Article